What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দেওরের পৌষমাস বউদির সর্বনাশ (1 Viewer)

Manali87

Exclusive Writer
Story Writer
Joined
Apr 19, 2022
Threads
11
Messages
143
Credits
13,104
২৮ বছর বয়সী সুস্মিতা রায় (বিবাহ পূর্বে মজুমদার ) , রায় পরিবারের বড়ো বউ। বিয়ে হয়েছে প্রায় চার বছর হয়েগেলো। শশুরের ভিটে গ্রামে , বর্ধমানে। কিন্তু গত দুবছর ধরে স্বামীর কাজের বদন্যতায় স্বামীর সাথে থাকা হয় কলকাতায়। আর বাপের বাড়ি কোচবিহারে। যাই হোক , মিহির ও তিমির রায় পরিবারের দুই বংশধর। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে সুস্মিতা বাড়ির বড়ো ছেলে মিহির রায়ের স্ত্রী। ছোট ছেলে তিমির সবে মাধ্যমিক দিয়েছে। এবার উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পাঠাতে চায় বাবা মা , তার বড়ো দাদার কাছে। ঠিক সেই সময়ে মিহিরের পোস্টিং হলো দেশের বাইরে , দুবাই তে , তাও আবার এক বছরের জন্য। অর্থাৎ এক বছর মিহির কে নিজের দাম্পত্য সংসার ছেড়ে আরব দেশে কাটাতে হবে। সুস্মিতাকে নিয়ে যাওয়ার উপায় নেই , কারণ এটা অফিস ভিজিট। অফিস মিহিরের খরচা বহন করলেও সুস্মিতার করবে না। অগত্যা সুস্মিতাকে দেশেই থাকতে হবে।


ওদিকে মাধ্যমিক পাশ করে তিমির আসছে কলকাতায় , বড়ো স্কুলে ভর্তি হতে। সুস্মিতার সাথে তিমিরের সম্পর্ক বেশ ভালোই। বিয়ের প্রথম দুবছর যখন সুস্মিতা নিজের শ্বশুর ভিটেতে ছিল তখন তিমিরের সাথে ভালো ভাব হয়েগেছিলো। তিমির কে সে নিজের ভাইয়ের মতোই দেখতো। আসলে সুস্মিতা নিজের বাবা মা এর একমাত্র সন্তান , তাই সুস্মিতার আফসোস হতো , রাখি পূর্ণিমায় বা ভাই ফোঁটায় সে কাউকে রাখি বা ফোঁটা দিতে পারতো না। বিয়ের পর সেই সাধ তার তিমিরকে দিয়ে পূরণ হতো। তিমিরকেই সে রাখি পড়াতো , ফোঁটা দিতো। তিমিরও তাকে নিজের দিদির মতোই দেখতো। কলকাতায় চলে যাওয়ার পরও বউদি-দেওরের বা বলা ভালো দিদি ভাইতে ফোনে কথা হতো আকছার। তাই উচ্চমাধ্যমিকের জন্য তিমিরের কলকাতায় আসাতে সুস্মিতার লাভই হয়েছিল। মিহির চলে যাওয়াতে ও একা হয়ে পড়েছিল , তিমির এলে কিছুটা সময় তার কাটবে। সুস্মিতার শশুড় শাশুড়িও সুস্মিতার হাতে নিজের ছোট ছেলের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত ছিল। সুস্মিতা পড়াশুনায় যথেষ্ট ভালো ছিল। তিমির কে হেল্প করতে পারতো। যখন সে বর্ধমানে থাকতো তখনও সে প্রায় তিমিরকে নিয়ে পড়তে বসাতো।

মিহিরের বাবা মা তিমির কে কলকাতার এক নামী বড়ো স্কুলে ভর্তি করিয়ে সুস্মিতার হাতে নিজের ছোট ছেলেকে তুলে দিয়ে গ্রামে ফিরে গেলো। সুস্মিতাও কথা দিলো যে সে তিমিরের সবরকম খেয়াল রাখবে। তিমির তার দাদার মতোই মাধ্যমিকের পর সাইন্স স্ট্রিম নিয়েছিল। তার বউদিও সাইন্সের ছাত্রী ছিল। তাই বউদির পক্ষে অসুবিধা হবেনা নিজের সাধের একমাত্র দেওর কে ক্যারিয়ার গাইডেন্স দিতে। সেইমতো সে তিমিরকে কিছু কোচিং ইন্সটিটিউটেও ভর্তি করিয়েছিল যেখান থেকে তিমির ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের ট্রেনিং নিতে পারে।

সবকিছু বেশ ভালোমতোই চলছিল। তিমির পড়াশুনাতেও বেশ ভালো ছাত্র ছিল। কলকাতার মতো শহরে যোগাযোগ ও চলাচলের জন্য একটা স্মার্টফোন খুব জরুরি হয়ে পড়ে , তাই সুস্মিতা নিজে থেকে তিমিরকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিলো। উঠতি বয়সের ছেলে , এখন একটা স্মার্টফোন নাহলে চলে ! যেখানে তার সহপাঠিরা রোজ স্কুলে কোচিং এ স্মার্টফোন নিয়ে আসে সেখানে ওর খালি হাতে চলাটা তো ওর কাছেও খুব এম্ব্যারাসিং। এইসব ভেবেই সুস্মিতা নিজের দেওর কে একটা দামী ফোন কিনে দিয়েছিলো যাতে সে নিজের সময় ও সমবয়সীদের সাথে তালে তাল মিলিয়ে পাল্লা দিয়ে চলতে পারে। যদিও এতে তার শ্বশুর শাশুড়ির কড়া বারণ ছিল , তবুও সুস্মিতা আজকালকার মেয়ে হয়ে পরিস্থিতি বুঝে তিমিরকে ফোন কিনে দিয়েছিলো , আর সেটাই হয়তো তিমিরের ও তার কাল হয়ে দাঁড়ালো।
 


ফোন কিনে দেওয়ার কয়েকমাসের মধ্যেই তিমিরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন সুস্মিতা লক্ষ্য করলো। প্রথম দিকে তিমির স্কুলে কোচিং এ খুব ভালো রেজাল্ট করছিলো। সব টিচাররা তিমিরের প্রশংসা করছিলো , যা শুনে সুস্মিতার খুব ভালো লাগছিলো। কিন্তু হঠাৎ করে তিমিরের পারফরমেন্স নেতিবাচকের দিক নিতে লাগলো। রেজাল্ট আশানরুপ তো নয় , একেবারে খারাপ আসতে লাগলো। টিচারদের কাছ থেকে আগের মতো ভালো ফিডব্যাক আসা বন্ধ হয়েগেলো। উল্টে কমপ্লেইন আসতে লাগলো যে তিমির ক্লাসে একেবারে মনোযোগী নয় , বারবার অন্যমনস্ক হয়ে পড়ে। কি যেন সবসময়ে একটা ভাবে , জিজ্ঞেস করলেই বলে কিছুনা , ভুল হয়েগেছে , আর হবেনা। টিচারদের কাছ থেকে এরকম বিরূপ মন্তব্য শুনে সুস্মিতা হতবাক। সে নিজেও খেয়াল করতে লাগলো যে ইদানিং তিমির বই নিয়ে খুব কম পড়তে বসে। বেশিরভাগ সময়ই তাকে ফোনের মধ্যে ডুবে থাকতে দেখা যায়। প্রথম দিকে সুস্মিতা ব্যাপারটাকে অতোটা আমল দ্যায়নি এই ভেবে যে উঠতি বয়স , একটু আধটু ফোন নিয়ে ঘাটাঘাটি করবেই। কিন্তু যখন ইউনিট টেস্ট এর রেজাল্ট বাজে আসতে লাগলো তখন সুস্মিতা নড়ে চড়ে বসলো।

কিন্তু সুস্মিতা চাইছিলো না ওকে বকা ঝকা করে আরো বিগড়ে দিতে। এই বয়সে বকলে যদি উল্টো এফেক্ট হয়। তাই সে একদিন তিমিরের ফোনটা চেক করতে লাগলো। ফোনের লক প্যাটার্ন তার জানা ছিল কারণ সুস্মিতাই ওকে সেই লক প্যাটার্ন বানিয়ে দিয়েছিলো। ফোন খুলেই সুস্মিতার চক্ষু চড়কগাছ ! ফোনের মধ্যে শুধু পর্ন কনটেন্ট এর ছড়াছড়ি। প্রচুর পর্ন অ্যাপ , হিস্ট্রি তে গিয়ে দেখলো প্রচুর পর্ন রিলেটেড কনটেন্ট সার্চ , আর তার পিছনে অঢেল সময় নষ্ট। সেই সময়ে সুস্মিতার মনে হয়েছিল তার শশুড় শাশুড়ি ঠিক কথাই বলেছিল , এতো তাড়াতাড়ি তিমির কে ফোন কিনে দেওয়া তার একদমই উচিত হয়নি।

সুস্মিতা তিমিরের হোয়াটস্যাপ খুলে দেখলো তিমিরের তার তিন বন্ধুর সাথে একটি অ্যাডাল্ট গ্রুপ তৈরি করা আছে যেখানে যত রাজ্যের নীল ছবির লিংক , নগ্ন মেয়েদের ছবি , আর সেক্সউয়াল জোকস এ ভরা ডিসকাশন রয়েছে। সুস্মিতার মাথায় যেন বাজ পড়লো এসব দেখে। সে রীতিমতো কাঁদতে শুরু করেছিল তার ভোলাভালা দেওরের এরূপ অধঃপতন দেখে। শুধু সেক্স সেক্স আর সেক্স , এটাই যেন তার দেওরের মাথায় এখন ঢুকে গেছিলো। চ্যাট হিস্ট্রি দেখে সুস্মিতা বুঝতে পারলো যে চার বন্ধু মিলে পতিতালয় যাওয়ার পরিকল্পনা বেঁধে ছিল। তাদের দর নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু হাতে অতো টাকা না থাকায় সেই প্ল্যান ভেস্তে যায়। থ্যাংক গড !

কিন্তু এখনো বিপদ পুরোপুরি কাটেনি। তারা সস্তায় আনন্দ উপভোগ করার জন্য আরো একটি প্ল্যান বানিয়েছে , তা হলো ম্যাসাজ পার্লারে যাওয়া। কারণ সেখানে রেট তুলনামূলকভাবে কম। সেখানে কোনো ম্যাসাজ গার্ল কে দিয়ে নিজেদের বডি ম্যাসাজ করাবে , আর তার সাথে "হ্যাপি এন্ডিং " নেবে। হ্যাপি এন্ডিং টা কি সেটা সুস্মিতা জানতো না , আসলে কোনোদিনও ম্যাসাজ পার্লার মুখো হয়নি তো। কিন্তু এইটুকু সে আন্দাজ করতে পেরেছে যে নিশ্চই এর অর্থ কোনো দুঃস্কর্মই হবে।

আরো চ্যাট পড়ে সুস্মিতা জানতে পারলো যে পার হেড তাদের ৫০০০ টাকা লাগবে , যেটা পতিতালয় গেলে কমপক্ষে ১০,০০০ লাগতো। তাদের দিনক্ষণও ঠিক হয়েগেছিলো। আর সেদিনটা হলো ঠিক চার দিন পর। সুস্মিতার মনে পড়লো যে কয়েকদিন আগেই তিমির ফোন করে নিজের বাবা মার কাছ থেকে ৮০০০ টাকা চেয়ে পাঠিয়েছে বইপত্র কেনার জন্য। সরল শশুড় শাশুড়িও কিছু না ভেবে মানি অর্ডার করে দিয়েছিলো ছেলের নামে। যখন হাতে এসে পৌঁছলো তখন সুস্মিতা নিজের দেওর কে অনেক বকাঝকা করেছিল তাকে না জানিয়ে বাড়ি থেকে টাকা চাওয়ার জন্য। তার কাছে কি টাকা ছিলোনা নিজের দেওর এর পড়াশুনো চালানোর জন্য ! কিন্তু তিমির বলে যে মা বাবাই নাকি বলেছিলো বউদির উপর বেশি চাপ না দিতে টাকার জন্য কারণ দাদা এখন বিদেশে।

এখন সুস্মিতা বেশ ভালোমতো বুঝতে পারছিলো সেই টাকাটা তিমির কেন গ্রাম থেকে চেয়ে পাঠিয়েছিল। সুস্মিতার এটা ভেবেই খুব খারাপ লাগছিলো যে এতো ভালো একটা ছেলে শহরে এসে এতো তাড়াতাড়ি কি করে নষ্ট হতে লাগলো ! তাকে যে করেই হোক এসব আটকাতে হবে , নাহলে পড়াশুনা চরিত্র সব গোল্লায় যাবে। এরই মধ্যে তিমির বাথরুম থেকে ফিরে এসে দেখে তার বউদি তার ঘরের বিছানায় বসে আছে হাতে ফোন নিয়ে। দেখেই সে ঘাবড়ে যায় , কারণ ফোনটা তখন আনলক অবস্থায় ছিল।

তিমির ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে , "বউদি , কি হয়েছে ? তুমি এরকম মুড অফ করে বসে রয়েছো কেন ?"

ঠিক তখুনি সুস্মিতা তিমির কে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে , আর বলে , "তিমির , আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে তোমাকে এই ফোনটা গিফট করেছিলাম। কারোর কথা শুনিনি , এমনকি তোমার দাদামণিও বারণ করেছিল আমাকে। আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে তিমির , ছিঃ ! সেম অন ইউ !"

এখানেই না থেমে সুস্মিতা আরো বললো , "তুমি সবাইকে মিথ্যে বলে বাড়ি থেকে টাকা নিয়েছো ম্যাসাজ পার্লারে যাবে বলে ??"
 


তিমির কে দেখেই বোঝা যাচ্ছিলো ও কতোটা হকচকিয়ে গেছে ধরা পড়ে গিয়ে। মাথা নিচু করে বললো , "আই এম সরি বউদি , আমার ভুল হয়েগেছে। আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তুমি এসব মা বাবা বা দাদামণি কে বলো না। প্লিজ , তোমার পায়ে পড়ছি। "

চোখ কটমটিয়ে সুস্মিতা বললো , "তুমি ভাবলেও বা কি করে যে আমি এসব ওঁনাদের বলতে যাবো ? কি করে বলবোও বা এসব ! ছিঃ। এসব শুনলে তাঁরা আমাকে ছিছিক্কার করবে , আর দুষবে তোমাকে ফোন দেওয়ার জন্য , তাঁদের শত বারণ সত্ত্বেও। "

সুস্মিতার রাগ থামার নাম নিচ্ছিলো না। ক্রমাগত সে তার দেওর কে বকে যাচ্ছিলো। আর তিমির চুপ করে মাথা নিচু করে সব শুনে যাচ্ছিলো। এই করতে করতে একটা সময়ে তিমির কেঁদে ফেললো। তা দেখে সুস্মিতার অল্প মায়া হলো ছেলেটার উপর। সুস্মিতা ভাবলো এই বয়সটাই তো এরকম। ভুলচুক তো হবেই। আসল ভুলটা তো তারই হয়েছে এতো তাড়াতাড়ি তিমিরের হাতে ফোন দিয়ে। ভুল যখন সেই করেছে , শোধরাতে তাকেই হবে। তাকেই তিমিরকে ঠিক করতে হবে। বন্ধু হিসেবে তাকে সদুপদেশ দিতে হবে।

তাই সুস্মিতা নিজের রাগকে প্রশমিত করে বললো , " তিমির , কান্না বন্ধ করো। এসব তোমার জন্য ঠিক নয়। এই বয়সটা পড়াশুনো করার। এখন যদি তুমি পড়াশুনা না করো তাহলে জীবনেও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। জীবনে সফল হলে তুমি এমনিতেই একটা ভালো মেয়ে পাবে। সো ডোন্ট বি ডিস্ট্রাক্টেড। "

সুস্মিতা নিজের দেওর কে অনেক বোঝালো এ ব্যাপারে। তিমির সব শুনলো কিন্তু কোনো ইতিবাচক সাড়া দিলো না। মনে হচ্ছিলো যেন বউদির জ্ঞান ভরা কথা তার মোটেই ভালো লাগছিলো না। কিন্তু সুস্মিতা তিমিরকে স্পষ্ট জানিয়ে দিলো যে তার কোনো ম্যাসাজ পার্লারে যাওয়া চলবে না। সে যেন বন্ধুদের মেসেজ করে জানিয়ে দ্যায় যে সে সেইদিন তাদের সাথে যেতে পারবে না কারণ তার বউদির খুব শরীর খারাপ।

ভাঙা মন নিয়ে তিমির সুস্মিতার কাছ থেকে ফোনটা নিয়ে সুস্মিতার কথামতো নিজের বন্ধুদের হোয়াটস্যাপ করে জানিয়ে দিলো তার না যাওয়ার কথা। সুস্মিতা লক্ষ্য করলো যে তিমির প্রচন্ড হতাশ হয়ে গ্যাছে ম্যাসাজ পার্লারের প্ল্যান ক্যানসেল হয়ে যাওয়া তে। সুস্মিতা তাও সিওর হওয়ার জন্য তিমিরের কাছ থেকে সব টাকা নিয়ে নিজের কাছে রাখলো , যাতে সে কোনো অছিলায় ম্যাসাজ পার্লারে যেতে না পারে। একটাই শান্ত্বনা ছিল সুস্মিতার কাছে যে তার দেওর কোনোরকমের প্রতিরোধ তার সামনে রাখেনি। চুপচাপ সব মেনে নিলো।

কিন্তু সুস্মিতা বুঝলো যে তার কাজ এখানেই শেষ হয়ে যায়নি। তাকে এখন তার দেওর কে পুনরায় সঠিক ধারায় নিয়ে আসতে হবে , তার একাডেমিক রেজাল্ট উন্নত করার জন্য। তার জন্য তাকে আরো বেশি করে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে নিজের দেওরের সাথে। তাই ম্যাসাজ পার্লারের প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াকে কম্পেন্সেট করতে সুস্মিতা ভাবলো তিমিরের প্রিয় খাবার রান্না করবে। যেকনো ভাবেই হোক তাকে তার দেওর কে খুশি করতে হবে। যাতে তিমিরের মনকে সে ডাইভার্ট করতে পারে। বিকেলে সে তিমিরকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেলো। পরের দিন তাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরাতে নিয়ে গেলো। তার পরের দিন তাকে সিনেমা দেখাতে নিয়ে গেলো। ঘরেতেও সে তিমিরকে ভালো ভালো রান্না করে খাওয়াতে লাগলো।

সুস্মিতা চাইছিলো না যে তিমিরের মনে হোক তার বউদি তার সাথে ডিসটেন্স মেনটেইন করছে তার উঠতি বয়সের কামার্ত মনোভাব দেখে। তাই সে নর্মাল ভাবে তিমিরের সাথে মিশছিলো। কখনো দেওরের কাঁধে হাত রেখে সেলফি তুলছিলো , তো কখনো উরুতে চাপড় মেরে মজা করছিলো , যেমনটা সে করে থাকতো তিমিরের সাথে।

কিন্তু তাও সুস্মিতা তার মুখে হাসি ফোঁটাতে পাচ্ছিলো না। তিমির সবসময়ে উদাস মুখ করে ঘুরে বেড়াচ্ছিল। সে একেবারেই তার বউদির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলো। সে শুধু এক বা দুই শব্দ প্রয়োগ করে বউদির সব কথার উত্তর দিচ্ছিলো।
 


সুস্মিতা খুব চিন্তিত হয়ে পড়েছিল তিমিরের অবস্থা দেখে। ওর ভয় করছিলো , তিমির কিছু করে না বসে ঝোঁকের মাথায়। এভাবে চললে তো সে ডিপ্রেশনে চলে যাবে , শরীরও দূর্বল হয়ে পড়বে। সুস্মিতার নিজেকে খুব অসহায় লাগছিলো , কারণ এটা এমন কথা যা সে নিজের স্বামী বা শশুড় শাশুড়িকেও বলতে পারবে না। তাছাড়া নিজের শশুড়বাড়ির লোকের কাছে তিমিরকে ছোট করে এই সমস্যার সমাধানও তো সে বের করতে পারবে না। উল্টে তাঁরা তিমিরকে আরো দু-চার কথা শোনাবে।

এরকম করতে করতে সেইদিনটা এলো যেদিন তিমির তার বন্ধুদের সাথে ম্যাসাজ পার্লার যাওয়ার প্ল্যান করেছিল। তাদের সকাল ১১টা নাগাদ বেড়োনোর ছিল। কিন্তু তিমির তো তখন তার বউদির সামনে চুপটি করে বসেছিল। তখন বাজে সাড়ে ১০টা। তিমির বার বার তৃষ্ঞার্ত নয়নে ঘড়ির দিকে তাকাচ্ছিলো। সময় চলে যাচ্ছে কিন্তু উপায় নেই। সব রাস্তা তার বউদি বন্ধ করে রেখেছে তার জন্য। যত পকেটমানি ছিল সব বউদি নিজের কাছে রেখে দিয়েছে। সুস্মিতা বেশ ভালোমতোই বুঝতে পারছিলো তিমিরের মনে তখন কি চলছে। তিমির প্রচন্ডভাবে চাইছে যেতে। অগত্যা তিমিরের নাছোড়বান্দা মনোভাব দেখে সুস্মিতা ওর পাশে গিয়ে বসলো। নরম গলায় বললো , "তিমির , তুমি কি আমার উপর রেগে আছো ?"

তিমির কোনো জবাব দিলো না , তাতে স্পষ্ট বোঝা গেলো যে সে রাগ করেই রয়েছে। তবুও সুস্মিতা ফের বললো , "তিমির প্লিজ , এভাবে মুড অফ করে থেকো না। আমার খুব খারাপ লাগছে তোমাকে দেখে। তুমি এখন স্বাভাবিক অবস্থায়ই নেই। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে খুশি রাখার , কিন্তু কোনো কিছুতেই তুমি খুশি হচ্ছনা। তোমাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিয়ে গেলাম, রেস্টুরেন্ট এ খাওয়াতে নিয়ে গেলাম , সিনেমা দেখালাম , এমনকি বাড়িতেও তোমার ফেভারিট ডিশ রান্না করলাম , কিন্তু তবুও তুমি মুখে কোনো রা কাটছো না। আমার সাথে কথা বলা তো একেবারে বন্ধই করে দিয়েছো। কেন সোনা ?"

সুস্মিতা মাতৃস্নেহে তিমিরের মাথায় হাত বোলালো। আর তাতেই তিমির ভেঙে পড়লো। সে অঝোরে কাঁদতে লাগলো। সুস্মিতা চেষ্টা করছিলো ওকে সান্ত্বনা দেওয়ার। কিন্তু তিমির সুস্মিতার হাত নিজের কাঁধ থেকে বারবার সরিয়ে নিচ্ছিলো।

- "বউদি প্লিজ , আমাকে সান্ত্বনা দিতে এসো না। আমার কি এখন এই বাড়িতে মন খুলে কাঁদারও স্বাধীনতা নেই ? অন্তত কাঁদাটা তো তোমার কাছে খারাপ কাজ নয় , ম্যাসাজ পার্লারে যাওয়ার মতো ! তাহলে আমাকে কাঁদতে অন্তত দাও , এইটুকু দয়া করো আমার উপর। "

সুস্মিতাকে খানিকটা tease করেই কথাটা বললো তিমির। সেটা সুস্মিতা বুঝতেও পারলো। সুস্মিতার খুব খারাপ লাগলো সেটা। আগে কখনো তিমির তাকে tease করে কথা বলেনি। এটা থেকেই স্পষ্ট প্রমাণিত ছিল যে ম্যাসাজ পার্লারে না যাওয়াটা তিমির মন থেকে একদম মেনে নিতে পারেনি। ওর মন ও মস্তিস্ক এখনো নোংরা যৌন লালসায় পরিপূর্ণ হয়েছিল। তার এই ছেলেমানুষি দেখে সুস্মিতা খুব গভীর চিন্তায় মগ্ন হয়েগেলো। বুঝতে পারছিলোনা সে তিমিরকে এই অবস্থা থেকে কি করে উদ্ধার করবে। তিমির খুব জেদি সেটা সুস্মিতা জানতো , কিন্তু এতোটা তা তার কল্পনাতীত ছিল।

সুস্মিতা দেখলো তিমির ঘাটিয়ে আর কোনো লাভ নেই.সে যত কথা বলবে তিমির ততোই রুক্ষ ব্যবহার করবে তার সাথে। তাই সুস্মিতা ভাবলো এর চেয়ে বেটার হবে সমস্যার সমাধানের দিকে নিজের মন ও মস্তিস্ক কে নিয়োজিত করা। সুস্মিতা নিজের ঘরে গিয়ে অনেক ভাবনা চিন্তা করলো। করে অবশেষে একটি সিদ্ধান্তে এসে সে উপনীত হলো। সমস্যাটা যখন তারই অজান্তে উৎপত্তি হয়েছে , তখন তাকেই কিছু একটা করতে হবে। সুস্মিতা কে এই অগ্নিপরীক্ষাটা দিতেই হবে , নিজের দেওর কে বাঁচানোর জন্য। তার কাছে যে আর কোনো উপায় নেই।
 


ঘর থেকে বেরিয়ে এসে সুস্মিতা পূনরায় তিমির এর সামনাসামনি হলো। তিমির কে বললো , "তিমির , আমার কিছু কথা আছে তোমার সাথে , আমার দিকে তাকাও। "

তিমির কোনো প্রত্যুত্তর করলো না। উল্টোদিকেই মুখ ঘুরিয়ে রাখলো। সুস্মিতা তিমিরের জবাবের প্রতীক্ষা না করেই বলতে শুরু করলো , "তিমির , আমি শুধু তোমার বউদি নই , নিজের দিদির মতোই। আমার কোনো ভাই নেই , তাই তোমাকেই নিজের ভাই বলে মেনেছি। আমার এটা কর্তব্য তোমাকে ফের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আনা। আমি নিজের সবরকম প্রচেষ্টা করেছি তোমাকে সাধারণ ভাবে ট্র্যাকে ফিরিয়ে আনতে , কিন্তু তুমি আমার সব প্রচেষ্টা কে বিফল করে দিয়েছো। তুমি খুব জেদি একটা ছেলে। তুমি তোমার এই ম্যাসাজ প্ল্যান এখনো মন থেকে ঝেড়ে উঠতে পারোনি। তুমি আড্ডিক্টেড হয়েগেছো। এভাবে চললে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ভাই। তুমি যদি নিজের ভুল বুঝতে না পারো , নিজেকে রেক্টিফাই করতে না পারো , তাহলে তুমি তোমার সব ফোকাস হারিয়ে ফেলবে পড়াশুনা থেকে। তাই দয়া করে খোলসা করে আমায় একটু বলো , তুমি কি চাও শেষমেশ ??"

তিমির একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কিন্তু তবুও সে সুস্মিতার কোনো কথার উত্তর দিলো না। সুস্মিতা তাই বাধ্য হয়ে একটা কথা বললো , তা হলো , "দেখো তিমির , আমি অনেক ভেবে চিন্তে একটা কড়া পদক্ষেপ নিয়েছি , যা হয়তো তোমার মন কে ভালো করতে পারে। আমার কাছে আর উপায় নেই , এটা আমাকে করতেই হবে। "

তিমির একটু হতবাক হয়ে জিজ্ঞেস করলো , "কি পদক্ষেপ ?"

সুস্মিতা একটা লম্বা শ্বাস নিয়ে বললো , "আমি তোমাকে এইভাবে কুঁড়ে কুঁড়ে গুমড়ে থাকতে আর দেখতে পাচ্ছিনা। তাই আমি চাই তুমি তোমার ইচ্ছে পূরণ করো , আর তারপর নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসো। "

এই কথা শুনে যেন তিমির আকাশের চাঁদ হাতে পেলো। তার বিশ্বাসই হচ্ছিলো না যে তার বউদি তাকে পারমিশন দিয়েছে ! সে তাই উচ্ছসিত হয়ে ফের জিজ্ঞেস করলো , "সত্যি বউদি , সত্যি তুমি চাও এটা ? নাকি তুমি রাগ করে তিতিবিরক্ত হয়ে বললে ?"

- "না তিমির , আমি সিরিয়াসলি বলছি। আমি অনেক ভাবলাম এটা নিয়ে , তারপর এই সিদ্ধান্তে উপনীত হলাম। কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। বা বলা ভালো তোমাকে কয়েকটা প্রমিস করতে হবে আমাকে তারপর আমি তোমাকে অনুমতি দেবো , আদারওয়াইস নয়। "

- "নিশ্চই বউদি , তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি একবার হুকুম করো। "

- "তিমির আমি তোমাকে শুধু একবারের জন্য অনুমতি দেবো এসব করার , তারপর তোমাকে কথা দিতে হবে যে তুমি আবার নিজের নরমাল লাইফে ফিরে আসবে , এবং মনোযোগ দিয়ে পড়াশুনোটা করবে। "

- "বউদি তুমি চিন্তা করোনা , আমি নিজের সবটুকু দিয়ে পড়াশুনো করবো। শুধু একবার আমাকে এটা করার অনুমতি দাও। আমি জানি বিগত কয়েকমাস ধরে আমার একাডেমিক রেজাল্ট একদম ভালো যাচ্ছে না। আসলে আমি পড়াশুনোয় কোনোভাবেই কনসেনট্রেট করতে পাচ্ছিনা যবে থেকে এসব আমার মাথায় ঢুকেছে। জানি এটা গর্ব করে বলার মতো কোনো বিষয় নয়। তোমাকে এসব কথা বলতে আমার লজ্জায় মাথা হেঠ হয়ে যাচ্ছে। তবু আমি একবারের জন্য হলেও নিজের এই ফ্যান্টাসির অভিজ্ঞতাটা নিতে চাই। কারণ আমি চেষ্টা করেছি অনেকভাবে এই রঙিন স্বপ্নের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে , কিন্তু আমি পারিনি। আমার কাছে এখন শ্বাস নেওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছে। তুমি যেরকম বললে যে যদি তুমি একবার আমাকে অনুমতি দাও এসব করার জন্য তাহলে দেখো আমি আবার সুস্থ হয়ে উঠবো। তারপর আমার পড়াশুনোটাও অটোমেটিক ভালো হয়ে যাবে " , তিমির কনফিডেন্টলি বললো।

- "ঠিক আছে তিমির , তাই হবে। আমি অনেকদিন পর তোমাকে এতো উচ্ছাসের সাথে কনফিডেন্টলি কথা বলতে দেখলাম। আশা করবো তুমি তোমার কথাটা রাখবে। "

- "৪০০ শতাংশ নিশ্চিত থাকো বউদি , আমি কথা রাখবো। "

- "ঠিক আছে , তাহলে তুমি ধরে নাও যে আমি তোমাকে অনুমতি দিলাম। কিন্তু এর সাথে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। "

- "কি , বলো বউদি। .."

- "দেখো আমি অলরেডি তোমাকে বিগড়ে দিয়েছি ফোন দিয়ে। এবার আরো এক ধাপ এগিয়ে তোমাকে অ্যালাও করছি ম্যাসাজ পার্লারে গিয়ে কোনো এক অজানা ম্যাসাজ গার্ল কে দিয়ে তোমাকে ম্যাসাজ করিয়ে তোমার ফ্যান্টাসি পূরণ করতে। এই কথা যদি বাবা মা , তোমার দাদামণি জানতে পারে তাহলে তাঁরা আমাকে আস্ত রাখবেনা সেটা নিশ্চই তুমি বুঝতে পারছো ? তাই এই কথাটা গোপন রাখার দায়িত্ব কিন্তু তোমার। "

- "তুমি একদম চিন্তা করোনা বউদি। এটা আমাদের মধ্যে সিক্রেট থাকবে , সারাজীবন। আর তাছাড়া তুমি ভাবলে কি করে আমি এসব কথা আমার পরিবারের লোকজনদের জানাতে পারবো ! তোমার কাছে ধরা পড়েই আমার যা অবস্থা হয়েছিল। "

এবার সুস্মিতা একটু মজা করে বললো , "হুমম !! তুমি অনেক বড়ো হয়েগেছো। নিজের বউদির কাছে অহিংস আন্দোলন করে ঠিক অনুমতি আদায় করে নিলে ম্যাসাজ পার্লারে যাওয়ার জন্য। গুড জব !! "

সুস্মিতার কথা শুনে তিমির একটু লজ্জা পেলো। সুস্মিতারও নিজের ভাতৃসম দেওরের মুখে অনেকদিন পরে হাসির ঝিলিক দেখে মনটা জুড়লো। সুস্মিতা তাই এরকম মজার কথার ছলে নিজের দেওরের লেগ পুল করতে লাগলো , যাতে তিমিরের মনে আর কোনো গিল্ট ফিলিং না কাজ করে। আর এইভাবেই সুস্মিতা বন্ধু হিসেবে তার দেওরের কাছাকাছি আসতে লাগলো যাতে সে তার দেওরকে influence করে তাকে পূনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আনতে পারে , ঠিক যেন থেরাপিস্ট এর মতো।
 


সুস্মিতা তিমির কে জিজ্ঞেস করলো , "তিমির , একটা কথা বলো , তুমি আর তোমার বন্ধুরা কি এতো কোড ভাষায় কথা বলো গো ? দেখে মনে হয় তোমরা যেন সময়ের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হয়েগেছো। সরি, আমি তোমাকে না জানিয়েই সেদিন তোমার আর তোমার বন্ধুদের মধ্যে হওয়া হোয়াটস্যাপ চ্যাট গুলো পড়েছিলাম। সেখানে তোমরা কিসব BJ , HJ , এক্সট্রাস , হ্যাপি এন্ডিং ইত্যাদি এসবের কথা বলছিলে। এসবের মানে কি ? আমি আমার বিবাহীত জীবনেও কখনো এসব কথা শুনিনি , আর নাই তোমার দাদামণি এসব কথা আমার সাথে ডিসকাস করেছে। বিশেষ করে এই হ্যাপি এন্ডিং এর মানে টা কি ?"

এই কথা শুনে তিমিরের মুখ লজ্জায় লাল হয়েগেলো। সে কি বলবে ভেবে পাচ্ছিলো না। শুধু বললো , "প্লিজ বউদি , এসব জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিওনা। "

- "তিমির , বেশি সাধু সাজতে হবে না তোমাকে। তুমি তোমার সরলত্ব তখুনি হারিয়ে ফেলেছো যখন তুমি আমার কাছে ধরা পড়ে গেছিলে। ঠিক সেইভাবে আমিও আমার অভিভাবকের সত্ত্বা টা হারিয়ে ফেলেছি তখুনি যখন আমি তোমাকে পার্লারে যেতে অনুমতি দিলাম। নাও উই আর গুড ফ্রেইন্ডস। তুমি এখন আমার সেই ছোট্ট দেওরটি আর নেই। সে এখন বড়ো হয়েগেছে। তাই বেশি ভনিতা না করে আমাকে বলো হ্যাপি এন্ডিং এর মানে টা কি ? নাহলে কিন্তু আমি আমার অনুমতিপত্র ফিরিয়ে নেবো। "

- "বউদি , হ্যাপি এন্ডিং এর মানে হলো ........" , আমতা আমতা করছিলো তিমির।

- "কাম অন তিমির , প্লিজ বলো। আমি সত্যি শুনিনি এই শব্দটা আগে। "

- "বউদি , আগে বলো তুমি রাগ করবেনা। "

- "করবোনা "

- "প্রমিস ?"

- "হ্যাঁ বাবাহঃ , প্রমিস। এবার তো বলো। "

- "আসলে বউদি , হ্যাপি এন্ডিং মানে হলো ম্যাসাজ গার্ল ম্যাসাজ করার পর যদি নিজের হাতে মাস্টারবেট করিয়ে দ্যায় , তাকেই তখন বলে হ্যাপি এন্ডিং। "

তিমির লজ্জায় মাথা নিচু করে নিলো। সুস্মিতা তাই বেশি রিএক্ট না করে ফার্দার জিজ্ঞেস করলো , "আচ্ছা , ঠিক আছে , এতো লজ্জা পেতে হবে না। এবার আমায় বলো এক্সট্রাস মানে কি ?"

সুস্মিতার কোনো বাড়তি রিঅ্যাকশন না দেখে তিমির মনে একটু বল পেলো , তাই সে এবার আরো খোলামেলা হয়ে বললো , "বউদি আসলে ম্যাসাজ গার্লরা নিজের কাস্টমারদের কে তাদের ছুঁতে দ্যায় না। কিন্তু যদি দ্যায় তাহলে সেটা কে এক্সট্রাস বলে। "

- "আর BJ মানে ?"

- "ওটা তো আরো সহজ , তুমি জানো না ?"

- "নাহঃ। .. তাই জন্যই তো জিজ্ঞেস করছি। ...."

- "মমমহহহ্হঃ .......... ", তিমির আবার খুব হেজিটেট ফীল করছিলো। তা দেখে খানিকটা বিরক্ত হয়ে সুস্মিতা বললো , "উফ্ফ , বলোই না। এতো ঢোক গিলছো কেন ?"

- "BJ মানে blow job .."

- "হুমম , আচ্ছা। .. বুঝলাম ....", সুস্মিতা একটু নিজেকে সামলে নিলো। নিজের দেওরের কাছ থেকে এরূপ অ্যাডাল্ট কথাবার্তা শুনতে তার ভালো লাগছিলো না , কিন্তু কি আর করা যাবে। দেওর কে সঠিক পথে ফেরাতে এইটুকু তো তাকে সহ্য করতে হবে।

এরকম কথা বার্তা চলছিল , সাথে ঘড়ির কাটাও। আজকেই তো সেই D-Day ছিল , বন্ধুদের সাথে ম্যাসাজ পার্লারে যাওয়ার। সময় নির্ধারিত এর চেয়ে অনেকটাই অতিবাহিত হয়েছে। তিমির এক্সপেক্ট করছিলো যে এই কথার ফাঁকে তার বউদি তাকে পর্যাপ্ত টাকা দিয়ে তাকে ছেড়ে দেবে। তার বন্ধুরা যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তার ফোন সাইলেন্ট ছিল। বিপ করে মেসেজ এর টোন এলো। তিমির সুস্মিতার সামনেই নিজের ফোন আনলক করে মেসেজ দেখতে লাগলো। মেসেজ দেখে করুণ মুখে নিজের বউদির কাছ থেকে টাকা চাইলো , "বউদি , প্লিজ , এবার টাকাটা দাও। যাবো যে। ...."

সুস্মিতা জিজ্ঞেস করলো , "কার মেসেজ তিমির ?"

- "আমার বন্ধুর। .."

সুস্মিতা হাত বাড়িয়ে তিমিরের কাছ থেকে ফোন টা চেয়ে বললো , "কই দেখি , আমাকে দাও ফোনটা। আমি মেসেজটা পড়বো। "

তিমির মাথা নাড়িয়ে বললো , "নাহঃ বউদি , প্লিজ। দেখো না। ...."

সুস্মিতা হালকা হেসে বললো , "তিমির আমি তোমাকে অলরেডি পারমিশন দিয়েছে , সব জেনে শুনেই , তাহলে কেন এতো লজ্জা পাচ্ছ ! আমি তোমাকে বলেছি না , আমি এখন শুধু তোমার বউদি নয় , তোমার বন্ধুও। আমি তোমার ফোন ইন্সপেক্ট করার জন্য নিচ্ছি না। জাস্ট মেসেজ গুলো একটু দেখতে চাইছি , ব্যাস ! "

- "আমি বুঝতে পারছি বউদি, কিন্তু এইসব মেসেজ গুলো অনেক বেশি ভালগার , এবং অফেন্সিভ। তাই একটু সংকিত বোধ করছি। "

- "তিমির , আমি কিন্তু কোনো বাচ্চা নই। আমি তোমার বয়সটা অনেক আগেই পেরিয়ে এসেছি , তাই আমাকে জ্ঞান দিওনা। তাছাড়া আমি তোমার ফোনে যাবতীয় যত অ্যাডাল্ট কনটেন্ট আছে সব দেখেছি , তাই এসব আমার কাছে নতুন কোনো চমক এনে দেবে না। "
 
দারুন উত্তেজক গল্প, পরের পর্বের অপেক্ষায় রইলাম দিদি
 

Users who are viewing this thread

Back
Top