What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ডেনিম জিন্সের উৎপত্তি (1 Viewer)

48.jpg

'Rebel Without a Cause' এর সেট-এ জিন্স পরিহিত অবস্থায় জেমস ডীন

পরবর্তীতে আরো কিছু মুভির কুশীলবেরা জিন্সকে তাদের তারুণ্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। আর সেখান থেকেই আস্তে আস্তে জিন্স চলে এলো অভিজাত মানুষের ব্যবহারে। এক্ষেত্রে ফ্যাশনের ব্যাপারটা ঘটে গেছে খানিকটা উল্টোভাবে। সহজভাবে বলতে গেলে, অভিজাত শ্রেণির পোশাকই একসময় ফ্যাশন পরিবর্তনের মাধ্যমে সাধারণ শ্রেণির কাছে এসে পৌঁছায়, কিন্তু ডেনিম একদম খনি শ্রমিকদের থেকে উঠে এসেছে অভিজাত শ্রেণির কাছে।

এখন জিন্সের আরো নানাবিধ বৈচিত্র্য সৃষ্টির কারণে তা দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। এখন সকল বয়সের মানুষের কাছেই জিন্স মানেই ফ্যাশনের পূর্বশর্ত।
 
40.jpg

জিন্সে ফেডিং ও স্লিটিং ইফেক্ট

প্রথমেই ডেনিম এবং জিন্সের ভেতরকার পার্থক্যটুকু পরিষ্কার করা দরকার। ডেনিম বলতে মূলত বোঝানো হয় গার্মেন্টস তৈরির মূল ফেব্রিককে, যা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শার্ট-প্যান্ট বা পরিধানযোগ্য অন্যান্য পোশাক তৈরি করা হয়। সচরাচর আমরা যে বয়ন করা শার্ট-প্যান্ট পরে থাকি, ডেনিমের গঠন এর থেকে খানিকটা আলাদা। এই গঠনকে বলা হয় টুইল বুনন (Twill Weave)। এই ধরনের বুননের ফলে ফেব্রিকে কোনাকুনি লাইনের মতো দেখা যায়। ডেনিম ফেব্রিক তৈরি করা হয় মূলত ১০০% কটন থেকে। এরপর সেটি চলে যায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং এই ফেব্রিক থেকে তৈরি করা হয় শার্ট, প্যান্ট, জ্যাকেট, স্যুট, ব্যাগ ইত্যাদি। একই ধরনের গঠন দেখা যায় গাবার্ডিনের ক্ষেত্রে। যদিও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে।

koto kisu jana baki! valo jinis disen!

48.jpg

'Rebel Without a Cause' এর সেট-এ জিন্স পরিহিত অবস্থায় জেমস ডীন

পরবর্তীতে আরো কিছু মুভির কুশীলবেরা জিন্সকে তাদের তারুণ্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। আর সেখান থেকেই আস্তে আস্তে জিন্স চলে এলো অভিজাত মানুষের ব্যবহারে। এক্ষেত্রে ফ্যাশনের ব্যাপারটা ঘটে গেছে খানিকটা উল্টোভাবে। সহজভাবে বলতে গেলে, অভিজাত শ্রেণির পোশাকই একসময় ফ্যাশন পরিবর্তনের মাধ্যমে সাধারণ শ্রেণির কাছে এসে পৌঁছায়, কিন্তু ডেনিম একদম খনি শ্রমিকদের থেকে উঠে এসেছে অভিজাত শ্রেণির কাছে।

এখন জিন্সের আরো নানাবিধ বৈচিত্র্য সৃষ্টির কারণে তা দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। এখন সকল বয়সের মানুষের কাছেই জিন্স মানেই ফ্যাশনের পূর্বশর্ত।

eto kisu fashion er peson ekaj kore !!
 

Users who are viewing this thread

Back
Top