মায়ের গর্ভে তিলে তিলে বড় হচ্ছে ছেলেরই সন্তান। মা নিজেই চাইছেন ছেলের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। বিকৃত যৌনতা মনে হতেই পারে, তবে এটাও ভেবে দেখার গর্ভের সন্তানের জন্য বিধবা মায়ের লড়াই ঠিক কতটা কঠিন। মা, গর্ভের ভ্রূণকে বাঁচাতে চান, উল্টো দিকে সমাজ, রাষ্ট্রের মত, 'এমনটা অসম্ভব'। ছেলের সঙ্গে যৌন সহবাসে, গর্ভে আসে সন্তান। এবার গর্ভের সন্তান নিজের ছেলের, এটা জেনেও ভ্রূণকে ভূমিষ্ঠ করতে চাইছেন ৪০ বছরের বিধবা।
বিচিত্র বললেও কম বলা হয়। কিন্তু বিধবা মায়ের আর্জি শুনলে সম্পর্কের বদলে হৃদয়ে হুঙ্কার দেবে বেঁচে থাকার গান, 'ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে চান মা'। তাই রাষ্ট্রের কাছে আর্জি ৪০ বছরের বিধবা মায়ের আর্জি,"স্বামীর কোনও ভাই বা দাদা নয়, নিজের ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই"। ১২ বছর আগে যখন স্বামী মারা যান, বারবারই তাঁর সঙ্গে যৌন সহবাসের চেষ্টা করেছেন স্বামীর ভাই। অসম্মত ছিলেন মা। এভাবেই চলছিল। অন্যদিকে নিজের ছেলের সঙ্গেই যৌন সহবাসে জড়িয়ে পড়েন বিধবা মা।
কোর্টে বিধবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে মা বলেন। "আমি আমার ছেলের ভরণ পোষণের অর্থ দিই। ছেলের পড়াশুনার টাকাও আমিই দিই। আমি চাইনা অন্য কোনও মহিলা এর ফল ভোগ করুক"। সব শুনে, ওই মহিলার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। এই ঘটনা ঘটেছে জিম্বাবোয়েতে।
মহিলা ঠিক কাজ করেছে। স্বামীর মৃত্যুর পর তার যৌনচাহিদা সে নিজেই পূরণ করেছে। ছেলেকেও অন্যদিকে পা বাড়ানোর সুযোগ দেয়নি। যারা ধর্মের দোহাই দেয় তাদের বলি। আদম হাওয়া থেকে যদি দুনিয়ার সব মানুষ সৃষ্টি হয়। তাহলে আমরাও তো অজাচারের ফসল।