What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ছেলেকে বিয়ে করলেন মা, মায়ের গর্ভেই ছেলের সন্তান (2 Viewers)

Eastman

Member
Joined
Dec 6, 2023
Threads
13
Messages
167
Credits
2,072
Audio speakers
Automobile
মায়ের গর্ভে তিলে তিলে বড় হচ্ছে ছেলেরই সন্তান। মা নিজেই চাইছেন ছেলের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। বিকৃত যৌনতা মনে হতেই পারে, তবে এটাও ভেবে দেখার গর্ভের সন্তানের জন্য বিধবা মায়ের লড়াই ঠিক কতটা কঠিন। মা, গর্ভের ভ্রূণকে বাঁচাতে চান, উল্টো দিকে সমাজ, রাষ্ট্রের মত, 'এমনটা অসম্ভব'। ছেলের সঙ্গে যৌন সহবাসে, গর্ভে আসে সন্তান। এবার গর্ভের সন্তান নিজের ছেলের, এটা জেনেও ভ্রূণকে ভূমিষ্ঠ করতে চাইছেন ৪০ বছরের বিধবা।

main-qimg-110033bbe8ffe80e8a067ce80aaddcd7-lq.jpg


বিচিত্র বললেও কম বলা হয়। কিন্তু বিধবা মায়ের আর্জি শুনলে সম্পর্কের বদলে হৃদয়ে হুঙ্কার দেবে বেঁচে থাকার গান, 'ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে চান মা'। তাই রাষ্ট্রের কাছে আর্জি ৪০ বছরের বিধবা মায়ের আর্জি,"স্বামীর কোনও ভাই বা দাদা নয়, নিজের ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই"। ১২ বছর আগে যখন স্বামী মারা যান, বারবারই তাঁর সঙ্গে যৌন সহবাসের চেষ্টা করেছেন স্বামীর ভাই। অসম্মত ছিলেন মা। এভাবেই চলছিল। অন্যদিকে নিজের ছেলের সঙ্গেই যৌন সহবাসে জড়িয়ে পড়েন বিধবা মা।

কোর্টে বিধবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে মা বলেন। "আমি আমার ছেলের ভরণ পোষণের অর্থ দিই। ছেলের পড়াশুনার টাকাও আমিই দিই। আমি চাইনা অন্য কোনও মহিলা এর ফল ভোগ করুক"। সব শুনে, ওই মহিলার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। এই ঘটনা ঘটেছে জিম্বাবোয়েতে।

সূত্রঃ জি নিউজ।
 
Emon ta jodi jto amr sathr
ব্যপারটা বেশ থ্রিলিং। আপনার সাথেও এমন হওয়ার আগে আপনার মায়ের এই বোধটা আসা লাগবে - 'আমি চাই না অন্য কোনো মহিলা এই ফল ভোগ করুক'।
 
এম্ন মা পেলে বউ কি দরকারি
বউ-এর কাজ মা করলে আর বউ এর কি দরকার।
বাংলাদেশে এগুলো পসিবল না।
বাংলাদেশের বাইরে অহরহ এগুলো ঘটছে।
দুনিয়ায় কত কি হয় মামা, সব কি আর সামনে আসে?
Very unusual case in Bangladesh
বাংলদেশেও হয় এমন অনেক কিছু, হয়তো সবার অগোচরে থেকে যায় বলে জানা হয়না ওইভাবে।
 
বউ-এর কাজ মা করলে আর বউ এর কি দরকার।

দুনিয়ায় কত কি হয় মামা, সব কি আর সামনে আসে?

বাংলদেশেও হয় এমন অনেক কিছু, হয়তো সবার অগোচরে থেকে যায় বলে জানা হয়না ওইভাবে।
আমরা সেই অগোচারটাই জানতে চাই,যাতে আমাদের মনোবল টা বাড়ে।
 
বাংলাদেশে, এই সমাজে মেনে নেয় না। এই সব বিদেশেই সম্ভব
 

Users who are viewing this thread

Back
Top