What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made চাঁপা নিয়ে চাপাবাজি (1 Viewer)

ফুলের নাম : সুলতানচাঁপা

iceVBXZh.jpg

অন্যান্য নাম : পুন্নাগ
ইংরেজি ও কমন নাম : Alexandrian laurel, balltree, beach calophyllum, beach touriga, beautyleaf, Borneo-mahogany, Indian doomba oiltree, Indian-laurel, laurelwood, red poon, satin touriga.
বৈজ্ঞানিক নাম : Calophyllum inophyllum
 
ফুলের নাম : স্বর্ণচাঁপা

TotE6ZEh.jpg

অন্যান্য নাম : স্বর্ণচম্পা
ইংরেজি ও কমন নাম : champak
বৈজ্ঞানিক নাম : Michelia champaca
 
ফুলের নাম : হিমচাঁপা

ZpXrAFJh.jpg

অন্যান্য নাম : উদয়পদ্ম
ইংরেজি ও কমন নাম : Laural magnolia, Magnolia, Southern magnolia
বৈজ্ঞানিক নাম : Magnolia grandiflora
 
ফুলের নাম : মুচকুন্দচাঁপা

nKDNpCBh.jpg


অন্যান্য নাম : কলাচম্পা,
ইংরেজি ও কমন নাম : Maple-leaved Bayur, Bayur Tree, Dinner Plate flower, Banana peels flower, karnikara tree,
বৈজ্ঞানিক নাম : Pterospermum acerifolium

ছবি : নিজ
ছবি তোলার স্থান : বলধা গর্ডেন, ওয়ারী, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং[/quote]
 
জীবনানন্দকে দেখেছিলাম সাধারণ জিনিসকে নিজের কবিতার বিষয় করে কবিতা লিখতে, আর সেই সাধারণ জিনিসকে অসাধারণ করেছেন। চালিয়ে যান দাদা
 
জীবনানন্দকে দেখেছিলাম সাধারণ জিনিসকে নিজের কবিতার বিষয় করে কবিতা লিখতে, আর সেই সাধারণ জিনিসকে অসাধারণ করেছেন। চালিয়ে যান দাদা
আমি কবিতার ধার দিয়েও নাই। শুধু ছবিতে আছি।
 
ফুলের নাম : গোলাপী ভুঁইচাঁপা

ms2yyuYh.jpg

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily, pink rain lily
বৈজ্ঞানিক নাম : Zephyranthes rosea

এটাকে আমরা ছোটবেলায় পেঁয়াজ ফুল বলতাম।
কেনো বলতাম সেই ব্যাখ্যা আমার জানা নেই। সবাই বলতো দেখে আমিও বলতাম...
 
এটাকে আমরা ছোটবেলায় পেঁয়াজ ফুল বলতাম।
কেনো বলতাম সেই ব্যাখ্যা আমার জানা নেই। সবাই বলতো দেখে আমিও বলতাম...
এর যে কন্দ বা মূল সেটি পেয়াজের মতো। তাছাড়া ফুল ফুটার আগ পর্যন্ত দেখতোতো পেয়াজের পাতার মতোই দেখায়! তাই একে পেয়াজ ফুল বলে। তবে এর আসল নাম রেইন লিলি।
 

Users who are viewing this thread

Back
Top