[HIDE]
যাক তুমি বুঝেছো তাহলে। তো তোমার কি ইচ্ছে, বড়লোকের ছেলে, বাড়ি গাড়ি চাকর বাকর সব আছে, রাজরানি করে রাখবে।’ বলতে বলতে বেশ রাগই হোলো।
‘বুঝবো না মেয়েরা সব বোঝে। আমার ওসবে কোন লোভ নেই, সেতো তোমারও আছে।’
‘তো আমাকে কি রকম বোঝো।’
‘তুমি বদ, আমাকে বাচ্চা পেয়ে কি কি না করেছো।’
‘ও আমি বদ হয়ে গেলাম আর তুমি বাচ্চা হয়ে গেলে তাই না। সত্যি... বেশ তো পা গুঁটিয়ে আরাম নিচ্ছিলে যখন বদামো করছিলাম।’
‘ছারোনা, শোনো না।’
‘আরে শুনছি তো।’
‘মালটা ভালো গিটার বাজায় বলে মায়া ম্যাডাম গিটার বাজিয়ে শোনাতে বললো। আর জানোতো, আশিকির সেই থিম মিউজিকটা আছে না, সাঁসো কি জরুরত হ্যায় য্যায়সে... সেটা বাজালো, আর আমার দিকে কি ভাবে দেখছে, বলে বোঝাতে পারবোনা। যেন আমার উদ্দেশ্যেই গানটা গিটারে বাজাচ্ছে। বাজানো শেষ করে আমাকে ডেকে জিজ্ঞেস করলো কেমন বাজালো ও। আমি তো ভালো বললাম। ভালোতো বলতেই হবে। তারপর থেকে আমি যেখানে ওই মালও সেখানে। মাঝে মাঝে রাগ উঠে যাচ্ছিলো। এমন কী বাড়ি থেকে আলুরদম আর লুচি নিয়ে গেছি টিফিনে, খাচ্ছি যখন সেখানেও হাজির। বলেই দিলো একদিন বাড়িতে এসে মায়ের হাতের আলুরদম আর লুচি খাবে। ফোন নাম্বার চেয়েছিলো, আমি কোনোরকমে কাটিয়েছি, ফোন নাম্বার দিয়ে মরি আরকি। মনামি তো আমার পিছনে লাগা শুরু করে দিয়েছে। আমি মনে মনে ভাবছি শালা তুই যদি আমারটাকে দেখতি...। তুমি ওকে দেখলে তো মেরেই দিতে।’
‘তো এত বুঝলে তো ও চাকরির অফার দিলো কেন?’
‘ওদের অফিসে নাকি অফিস আসিস্টান্ট দরকার, ভালো লিডারশিপ কোয়ালিটি দরকার। আমার মধ্যে ও নাকি সেই গুন দেখেছে। মায়া ম্যাডামকে দিয়েই বলিয়েছে, মায়া ম্যাডাম তো আমাকে কংগ্রাচুলেশান পর্যন্ত জানিয়ে গেলো।’
‘গুন দেখেছে না অন্যকিছু, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি বেশ ঢলে পরেছো।’ আমি সিরিয়াসলি তুলিকে বললাম।
‘আচ্ছা তুমি কেমন বলতো। তুমি আমাকে একদম বন্ধুর মত দেখোনা। তোমার সাথে বন্ধুর মত কথা বলা যায়না। এই কথাগুলো কি আমি আর কাউকে বলছি। সত্যি তুমি না।’
‘আমার জায়গায় তুমি হলে কি করতে।’
‘আমি কি ওর দিকে ঢলে পরেছি বলে মনে হচ্ছে? ভাবছিলাম একটা কাজ তো করতে হবে কলেজ থেকে বেরিয়ে, তাই এই চাকরিটা করতাম, আর অভিজ্ঞতা হয়ে গেলে ছেড়ে দিতাম।’
‘কি দরকার তোমার চাকরি করার? সামনের বছর তো বিয়ে করে নেবো।’
‘বারে তুমি এরকম কথা বলছো? আমি তো ভাবছিলাম তুমি খুশি হবে। আজকের দিনে মেয়েরা চাকরি করবে সেটা আর এমন কি কথা।’
‘তুলি, এত কথা বলার পরেও তুমি যদি এরকম করো তো আমার আর কিছু করার নেই।’
‘তুমি এরকম ভাবছো কেন। ও হ্যাংলামি করছে করুক না, আমি তো ঠিক আছি। আমি কি ওর দিকে ঢলে পরেছি নাকি। তুমি আমাকে কি ভাবো বলতো? কত ছেলেই তো এরকম করে।’
‘আমার এরকম কিছু হলে তুমি ঠিক এইভাবে মেনে নিতে পারতে। এরকম বারবার করে সমস্যা খাড়া করলে, সমস্যা সামলাতে সামলাতেই জীবন কেটে যাবে। এই কদিন আগে কত ঝগড়া হোলো দুজনের, তাও তুমি যে কি করে এরকম চিন্তাভাবনা করো আমি বুঝতে পারিনা। তুমি কবে ভালোমন্দ বুঝে কাজ করবে সেই অপেক্ষা করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে।’
এই ভাবে বলছো কেন? তোমার সমস্যা কোথায়, ওই ছেলেটা না চাকরিটা।’
‘দুটোই। আমি জানি এই জিনিস পরবর্তি কালে বেড়ে যাবে। আমার মনেও খুঁতখুঁত থেকে যাবে। শুধু শুধু কেন নিজেদের মধ্যে সন্দেহ আনতে চাইছো।’
‘আচ্ছা আমি যদি অন্য কোথাও চাকরি পাই?’
‘সেটা ভেবে দেখবো। কিন্তু যাই হোক না কেন নিয়ের পরে কিন্তু তুমি চাকরি করতে পারবেনা। মা বাবা কিন্তু মেনে নেবে না। একবার কিন্তু ওদের মনে একটা দাগ পরেছে। আবার এরকম হলে কিন্তু...। এর থেকে তুমি বলো, যে তুমি নাচের স্কুল খুলবে, বিউটি পারলার খুলবে, আমি সমস্ত টাকাপয়সা খরচ করবো।’
‘বাবা কি হিংসে, আচ্ছা বাবা আচ্ছা। হুলোটা কেমন আছে।’
কি করে বলি ওকে যে হুলোটা ওদের বাড়ির বড় বেড়ালটাকে আদর করেছে আজকে। তবুও মুখে বললাম ‘উফ ব্যাথা করছে গোঁ তোমার পুসিটার কথা ভেবে, কতদিন পুসিটা এটাকে আদর করেনি।’
ফোনটা রাখার পরে মনটা খঁচ খঁচ করতে শুরু করলো। তুলির মাকে বলতে হবে। না থাক দেখিই না তুলি নিজে কি করে। এখন আবার দুম করে তুলির মা যদি সুর পালটায় তো তুলি অন্যরকম ভাবতে পারে। কিন্তু আমার চিন্তা তুলির থেকেও সেই রাজু স্যারকে নিয়ে। এই ধরনের গিটার বাজিয়েরা বেশ মাগিবাজ হয়। চিপকু টাইপের হয়। ফোন নাম্বার পেতে আর কতক্ষন। এ তো এবার তুলির জন্যে বারবার আসবে। শালা শান্তিতে আর থাকতে পারবো না।
চিন্তা করতে করতেই আবার ফোন বেজে উঠলো। মিলু মানে বিজয়ার মা। এত রাতে আবার কি হোলো। ব্রেন টিউমার কি এত তাড়াতাড়ি সারে নাকি?
-কি ব্যাপার এত রাতে।
-এত রাত কোথায়, মাত্র তো পৌনে এগারোটা বাজে।
-তাও ...
- কেন কথা বলতে ইচ্ছে করছে না।
-না না সেরকম কেন?
-না মনে হয় তো ইচ্ছে করছেনা।
-আরে তুমি না বড় হেয়ালি করো। খোলাখুলি বলো না।
-সেদিন এত কথা বললে আর আজকে আরেকজনের সাথে দেখলাম।
এইরে দেখেছে নাকি? কি করে, শালা তুলির মাও এত ধুমকিতে ছিলো যে একা ছাড়তে ঠিক সাহস হচ্ছিলো না, তাই আমি ট্যাক্সি করে বড় রাস্তায় ছেড়ে দিয়ে ওর পিছে পিছে আসছিলাম। মালটা বারবার করে ঘুরে ঘুরে আমার দিকে দেখছিলো আর দাড়িয়ে পরে কথা বলছিলো।
-ওঃ এই ব্যাপার। দেখলে মানে? দেখেছো তো কি হয়েছে।
-ওর সাথে দেখলাম বলেই বলছি।
-কার কথা বলছো বলতো? আমি জেনেশুনেই ইচ্ছে করে জিজ্ঞেস করলাম। দুজন তো একই ডালের পাখি।
-কেন তুমি যে ঝর্না বৌদির সাথে যাচ্ছিলে।
-আরে দূর ও তো আমার বাবার বন্ধুর বৌ। ওরা আমাদের বাড়িতেও তো আসে। দেখার কি হোলো। কি উল্টোপাল্টা বলছো।
-ঢপ দিচ্ছো তাই না। আমি কিন্তু সব খবর বের করে নেবো।
-ঢপ দেবো কেন? আমাকে দেখে মনে হয় আমি ঢপ দি?
-কি জানে সেদিন থেকে মনে হচ্ছে, যে তুমি আমাকে এড়িয়ে গেলে।
[/HIDE]
যাক তুমি বুঝেছো তাহলে। তো তোমার কি ইচ্ছে, বড়লোকের ছেলে, বাড়ি গাড়ি চাকর বাকর সব আছে, রাজরানি করে রাখবে।’ বলতে বলতে বেশ রাগই হোলো।
‘বুঝবো না মেয়েরা সব বোঝে। আমার ওসবে কোন লোভ নেই, সেতো তোমারও আছে।’
‘তো আমাকে কি রকম বোঝো।’
‘তুমি বদ, আমাকে বাচ্চা পেয়ে কি কি না করেছো।’
‘ও আমি বদ হয়ে গেলাম আর তুমি বাচ্চা হয়ে গেলে তাই না। সত্যি... বেশ তো পা গুঁটিয়ে আরাম নিচ্ছিলে যখন বদামো করছিলাম।’
‘ছারোনা, শোনো না।’
‘আরে শুনছি তো।’
‘মালটা ভালো গিটার বাজায় বলে মায়া ম্যাডাম গিটার বাজিয়ে শোনাতে বললো। আর জানোতো, আশিকির সেই থিম মিউজিকটা আছে না, সাঁসো কি জরুরত হ্যায় য্যায়সে... সেটা বাজালো, আর আমার দিকে কি ভাবে দেখছে, বলে বোঝাতে পারবোনা। যেন আমার উদ্দেশ্যেই গানটা গিটারে বাজাচ্ছে। বাজানো শেষ করে আমাকে ডেকে জিজ্ঞেস করলো কেমন বাজালো ও। আমি তো ভালো বললাম। ভালোতো বলতেই হবে। তারপর থেকে আমি যেখানে ওই মালও সেখানে। মাঝে মাঝে রাগ উঠে যাচ্ছিলো। এমন কী বাড়ি থেকে আলুরদম আর লুচি নিয়ে গেছি টিফিনে, খাচ্ছি যখন সেখানেও হাজির। বলেই দিলো একদিন বাড়িতে এসে মায়ের হাতের আলুরদম আর লুচি খাবে। ফোন নাম্বার চেয়েছিলো, আমি কোনোরকমে কাটিয়েছি, ফোন নাম্বার দিয়ে মরি আরকি। মনামি তো আমার পিছনে লাগা শুরু করে দিয়েছে। আমি মনে মনে ভাবছি শালা তুই যদি আমারটাকে দেখতি...। তুমি ওকে দেখলে তো মেরেই দিতে।’
‘তো এত বুঝলে তো ও চাকরির অফার দিলো কেন?’
‘ওদের অফিসে নাকি অফিস আসিস্টান্ট দরকার, ভালো লিডারশিপ কোয়ালিটি দরকার। আমার মধ্যে ও নাকি সেই গুন দেখেছে। মায়া ম্যাডামকে দিয়েই বলিয়েছে, মায়া ম্যাডাম তো আমাকে কংগ্রাচুলেশান পর্যন্ত জানিয়ে গেলো।’
‘গুন দেখেছে না অন্যকিছু, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি বেশ ঢলে পরেছো।’ আমি সিরিয়াসলি তুলিকে বললাম।
‘আচ্ছা তুমি কেমন বলতো। তুমি আমাকে একদম বন্ধুর মত দেখোনা। তোমার সাথে বন্ধুর মত কথা বলা যায়না। এই কথাগুলো কি আমি আর কাউকে বলছি। সত্যি তুমি না।’
‘আমার জায়গায় তুমি হলে কি করতে।’
‘আমি কি ওর দিকে ঢলে পরেছি বলে মনে হচ্ছে? ভাবছিলাম একটা কাজ তো করতে হবে কলেজ থেকে বেরিয়ে, তাই এই চাকরিটা করতাম, আর অভিজ্ঞতা হয়ে গেলে ছেড়ে দিতাম।’
‘কি দরকার তোমার চাকরি করার? সামনের বছর তো বিয়ে করে নেবো।’
‘বারে তুমি এরকম কথা বলছো? আমি তো ভাবছিলাম তুমি খুশি হবে। আজকের দিনে মেয়েরা চাকরি করবে সেটা আর এমন কি কথা।’
‘তুলি, এত কথা বলার পরেও তুমি যদি এরকম করো তো আমার আর কিছু করার নেই।’
‘তুমি এরকম ভাবছো কেন। ও হ্যাংলামি করছে করুক না, আমি তো ঠিক আছি। আমি কি ওর দিকে ঢলে পরেছি নাকি। তুমি আমাকে কি ভাবো বলতো? কত ছেলেই তো এরকম করে।’
‘আমার এরকম কিছু হলে তুমি ঠিক এইভাবে মেনে নিতে পারতে। এরকম বারবার করে সমস্যা খাড়া করলে, সমস্যা সামলাতে সামলাতেই জীবন কেটে যাবে। এই কদিন আগে কত ঝগড়া হোলো দুজনের, তাও তুমি যে কি করে এরকম চিন্তাভাবনা করো আমি বুঝতে পারিনা। তুমি কবে ভালোমন্দ বুঝে কাজ করবে সেই অপেক্ষা করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে।’
এই ভাবে বলছো কেন? তোমার সমস্যা কোথায়, ওই ছেলেটা না চাকরিটা।’
‘দুটোই। আমি জানি এই জিনিস পরবর্তি কালে বেড়ে যাবে। আমার মনেও খুঁতখুঁত থেকে যাবে। শুধু শুধু কেন নিজেদের মধ্যে সন্দেহ আনতে চাইছো।’
‘আচ্ছা আমি যদি অন্য কোথাও চাকরি পাই?’
‘সেটা ভেবে দেখবো। কিন্তু যাই হোক না কেন নিয়ের পরে কিন্তু তুমি চাকরি করতে পারবেনা। মা বাবা কিন্তু মেনে নেবে না। একবার কিন্তু ওদের মনে একটা দাগ পরেছে। আবার এরকম হলে কিন্তু...। এর থেকে তুমি বলো, যে তুমি নাচের স্কুল খুলবে, বিউটি পারলার খুলবে, আমি সমস্ত টাকাপয়সা খরচ করবো।’
‘বাবা কি হিংসে, আচ্ছা বাবা আচ্ছা। হুলোটা কেমন আছে।’
কি করে বলি ওকে যে হুলোটা ওদের বাড়ির বড় বেড়ালটাকে আদর করেছে আজকে। তবুও মুখে বললাম ‘উফ ব্যাথা করছে গোঁ তোমার পুসিটার কথা ভেবে, কতদিন পুসিটা এটাকে আদর করেনি।’
ফোনটা রাখার পরে মনটা খঁচ খঁচ করতে শুরু করলো। তুলির মাকে বলতে হবে। না থাক দেখিই না তুলি নিজে কি করে। এখন আবার দুম করে তুলির মা যদি সুর পালটায় তো তুলি অন্যরকম ভাবতে পারে। কিন্তু আমার চিন্তা তুলির থেকেও সেই রাজু স্যারকে নিয়ে। এই ধরনের গিটার বাজিয়েরা বেশ মাগিবাজ হয়। চিপকু টাইপের হয়। ফোন নাম্বার পেতে আর কতক্ষন। এ তো এবার তুলির জন্যে বারবার আসবে। শালা শান্তিতে আর থাকতে পারবো না।
চিন্তা করতে করতেই আবার ফোন বেজে উঠলো। মিলু মানে বিজয়ার মা। এত রাতে আবার কি হোলো। ব্রেন টিউমার কি এত তাড়াতাড়ি সারে নাকি?
-কি ব্যাপার এত রাতে।
-এত রাত কোথায়, মাত্র তো পৌনে এগারোটা বাজে।
-তাও ...
- কেন কথা বলতে ইচ্ছে করছে না।
-না না সেরকম কেন?
-না মনে হয় তো ইচ্ছে করছেনা।
-আরে তুমি না বড় হেয়ালি করো। খোলাখুলি বলো না।
-সেদিন এত কথা বললে আর আজকে আরেকজনের সাথে দেখলাম।
এইরে দেখেছে নাকি? কি করে, শালা তুলির মাও এত ধুমকিতে ছিলো যে একা ছাড়তে ঠিক সাহস হচ্ছিলো না, তাই আমি ট্যাক্সি করে বড় রাস্তায় ছেড়ে দিয়ে ওর পিছে পিছে আসছিলাম। মালটা বারবার করে ঘুরে ঘুরে আমার দিকে দেখছিলো আর দাড়িয়ে পরে কথা বলছিলো।
-ওঃ এই ব্যাপার। দেখলে মানে? দেখেছো তো কি হয়েছে।
-ওর সাথে দেখলাম বলেই বলছি।
-কার কথা বলছো বলতো? আমি জেনেশুনেই ইচ্ছে করে জিজ্ঞেস করলাম। দুজন তো একই ডালের পাখি।
-কেন তুমি যে ঝর্না বৌদির সাথে যাচ্ছিলে।
-আরে দূর ও তো আমার বাবার বন্ধুর বৌ। ওরা আমাদের বাড়িতেও তো আসে। দেখার কি হোলো। কি উল্টোপাল্টা বলছো।
-ঢপ দিচ্ছো তাই না। আমি কিন্তু সব খবর বের করে নেবো।
-ঢপ দেবো কেন? আমাকে দেখে মনে হয় আমি ঢপ দি?
-কি জানে সেদিন থেকে মনে হচ্ছে, যে তুমি আমাকে এড়িয়ে গেলে।
[/HIDE]