What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিশ্বজুড়ে বিপন্ন প্রাণীঃ ক্যামেরার চোখে (6 Viewers)

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
775
Messages
51,102
Credits
371,053
Sunflower
T-Shirt
Sari
Sari
Thermometer
Tomato
160.jpg
পৃথিবী বদলে যাচ্ছে। সেই সাথে বদলে যাচ্ছে আমাদের পরিবেশ, আমাদের আবহাওয়া। মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। গড়ে উঠছে নতুন কলকারখানা, তৈরি হচ্ছে ঘরবাড়ি। আর এসবের ফলে প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে বন, হত্যা করা হচ্ছে বহু বন্যপ্রাণীকে। যার ফলে ইতিমধ্যে পৃথিবীতে বহু প্রাণীর সংখ্যা কমে গেছে। বহু প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে। হয়তো আর কয়েক দশক পরেই তাদের শেষ বংশধরটিও হারিয়ে যাবে কালের গহ্বরে।
ব্রিটিশ ফটোগ্রাফার টিম ফ্লাচ দু’বছর আগে নেমেছিলেন এক মিশনে। তিনি চেষ্টা করেছিলেন এসব বিপন্ন প্রাণীর যতটা সম্ভব ছবি তোলার। তার এই মিশনের ফলাফল ছিল খুবই চমকপ্রদ। এই দুই বছরে তিনি বিশ্বজুড়ে বিপন্ন সব প্রাণীর অসাধারণ কিছু ছবি তুলেছেন। এসব ছবি আমাদেরকে কিছুটা হলেও সেই বিপন্ন ও চমৎকার প্রাণীগুলোর জীবন সম্পর্কে ধারণা দেবে। চলুন আজকে দেখে নিই টিম ফ্লাচের ক্যামেরায় উঠে আসা বিপন্ন প্রাণীদের সেই অসাধারণ ছবিগুলো আর জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে।
 
১। ফিলিপাইনি ঈগল

161.jpg


ঈগলের অসাধারণ সুন্দর একটি প্রজাতি এই ফিলিপাইনি ঈগল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী আর মাত্র ৬০০টির মতো রাজকীয় এই ঈগল বেঁচে রয়েছে গোটা পৃথিবীতে। ফিলিপাইনের জাতীয় পাখি এটি।
 
২। আইবেরিয়ান লিংক্স
162.jpg
লিংক্স বাঁকানো কান বিশিষ্ট একধরনের বন বিড়াল। গত কয়েক দশকের প্রচেষ্টা ও সংরক্ষণের ফলে এই বিপন্ন প্রজাতির বন বিড়ালগুলোকে কিছুটা সুরক্ষিত করা গেছে। বর্তমানে বন্য পরিবেশে মোট ১০০-৩২৬টি আইবেরিয়ান লিংক্স রয়েছে।
 
৩। রিং-টেইলড লেমুর

163.jpg


সুন্দর এই প্রাণীটির সংখ্যা গত কয়েক বছরে চোরাশিকারি ও বাসস্থান ধ্বংসের ফলে একে বারেই কমে এসেছে। বর্তমানে বন্য পরিবেশে মাত্র ২,০০০ এর মতো রিং-টেইলড লেমুর রয়েছে।
 
৪। লাল পান্ডা
165.jpg
চমৎকার সুন্দর এই প্রাণীটির লাজুক স্বভাবের কারণে এদের খুঁজে পাওয়া কিছুটা কঠিন। আনুমানিক ১০,০০০ এর মতো লাল পান্ডা বর্তমানে গোটা পৃথিবীতে রয়েছে। প্রতি বছরই এদের সংখ্যা ক্রমাগত কমছে।
 
৫। জোনাকি
166.jpg
জোনাকি একসময় প্রচুর পরিমাণে দেখা গেলেও এরা বর্তমানে এদের সংখ্যা প্রচুর কমে গিয়েছে। রাতের আধারে মিটিমিটি জ্বলতে থাকা এই পোকার সংখ্যা আবাস ধ্বংস ও নানা কীটনাশকের কারণে কমে গিয়ে শূন্যের কোঠায় দাঁড়িয়েছে কোথাও কোথাও।
 
৬। সাইগা
167.jpg
অদ্ভুত দেখতে এই প্রাণীটি বর্তমানে বিশ্বের অন্যতম সংকটময় বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। ২০১০ সালে কাজাকিস্তানে হঠাৎ প্রায় ১২,০০০ এর মতো সাইগার মৃত্যু হয়, যার ফলে গোটা বিশ্বে এদের পরিমাণ কমে গিয়েছে একেবারেই।
 
৭। সোনালি বোঁচা-নাক বাঁদর
168.jpg
সুন্দর এই বানরগুলোর বাস চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। বিপন্ন এই প্রজাতিটির মাত্র ৮,০০০-১৫,০০০ এর মতো বানর বর্তমানে বন্য পরিবেশে বেঁচে আছে।
 
৮। শুবিল
169.jpg
ভয়ঙ্কর দেখতে এই পাখিগুলোকে দেখতে পাওয়া যায় পূর্ব আফ্রিকায়। ধারনা করা হয় বর্তমানে মাত্র ৫,০০০ থেকে ৮,০০০টির মতো শুবিল বেঁচে রয়েছে গোটা বিশ্বে।
 
৯. পশ্চিমা নিম্নভূমির গরিলা
170.jpg
পশ্চিমা নিম্নভূমির এই গরিলারা বিশ্বের সবচেয়ে বেশি এলাকাজুড়ে থাকলেও বর্তমানে এদের বাসস্থান ও শিকারের কারণে এদের সংখ্যা অনেক কমে গিয়েছে। প্রায় ১,০০,০০০ এর মতো এই প্রজাতির গরিলা রয়েছে গোটা বিশ্বে।
 

Users who are viewing this thread

Back
Top