What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিপিএল ২০২৪ সময়সূচি (3 Viewers)


২০২৪ সালের বিপিএলের জন্য কেমন দল গড়লেন নাফিসা কামাল?

কোন সন্দেহ ছাড়াই বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ৪ আসরে ৩ বার শিরোপা জিতে ঢাকাই এগিয়ে ছিলো। এরপরের ইতিহাস নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বিপিএলের ইতিহাসের একমাত্র কনসিস্টেন্ট টিম। একমাত্র দল যাদের নাম ও ফ্র্যাঞ্চাইজিতে কোন পরিবর্তন আসেনি। ২ বছর আগে নাফিসা কামালের সাথে আমার কথা হয়েছিলো। উনার যেই লেভেলের প্যাশন আর ডেডিকেশন তাতে তাদেরইতো শিরোপা জেতার কথা। উনার একটা কথা খুবই ভালো লেগেছিলো - উনি বলেছিলেন দেখুন আমরা টিম করি শুধুমাত্র গ্লোরির জন্য। আমরা কুমিল্লার মানুষদের কিছু গ্লোরি উপহার দিতে চাই।

যথারীতি ২০২৪ সালের বিপিএলের জন্যও সবচেয়ে ভালো দল গড়েছে ৭ আসরে ৪ বার শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সই। সবচেয়ে মজার বিষয় কুমিল্লা এ পর্যন্ত ৪ বার ফাইনাল খেলেছে এবং ৪ বারই শিরোপা জিতেছে! ৪ টি ফাইনাল খেলেও ১ টিতেও না হারা ফ্র্যাঞ্চাইজি সম্ভবত এই পৃথিবীতেই আর নেই।

চলুন দেখেনেই ২০২৪ সালের বিপিএলের জন্য কেমন দল গড়লো কুমিল্লা ভিক্টোরিয়ান্স -

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : রিটেইন করেছেন- লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।

সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন- তাওহীদ হৃদয়, মইন আলি, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খান।

ড্রাফট থেকে নেওয়া হয়েছে– মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউcricket
দেশি-বিদেশি মিলিয়ে দুর্দান্ত দল গড়েছেন। এইদল এবারও ফাইনালে খেলবে বলেই বিশ্বাস আমার।
 
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দেশ :

১২৯৮ - ওয়েস্ট ইন্ডিজ
১২৭৪ - ভারত
১১৮৪ - নিউজিল্যান্ড
১০৪৮ - অস্ট্রেলিয়া
৯৯৬ - পাকিস্তান
৯৯১ - ইংল্যান্ড
৯৪২ - দক্ষিণ আফ্রিকা
৭২৬ - শ্রীলঙ্কা
৭১৯ - আফগানিস্তান
৬১৮ - আয়ারল্যান্ড
৬১১ - জিম্বাবুয়ে
৫৯৭ - বাংলাদেশ
 
দেখা হবে ২০ জানুয়ারি

সাকিব vs তামিম

রংপুর রাইডারস vs ফরচুন বরিশাল

 

Users who are viewing this thread

Back
Top