What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ভ্রমন বাংলাদেশ- কক্সবাজার (1 Viewer)

এবার চলুন জেনে নেই কি কি দেখবেন কক্সবাজার গিয়েঃ
লাবণী বীচ, সুগন্ধা বীচ, ইনানি বীচ, হিমছড়ি, বৌদ্ধ মন্দির, বার্মিজ মার্কেট এগুলোই কক্সবাজার শহরের মূল আকর্ষণ। দেশের যে প্রান্ত থেকে আসুন না কেন বাস থামবে কলাতলি ও সুগন্ধা পয়েন্টে। প্রতিটি বীচের পয়েন্টেই পাবেন থাকার হোটেল, খাবার রেস্টুরেন্ট। কক্সবাজারে বর্তমান আবাসান ব্যবস্থা আছে প্রায় দেড় লাখ মানুষের। সুতরাং বুকিং না দিয়ে গেলেও তেমন সমস্যা নেই, কোনো না কোনো হোটেলে রুম পাওয়াই যায়। তবে ফ্যামিলি নিয়ে গেলে কোনোরকম ঝামেলায় না গিয়ে বুকিং দিয়ে যাওয়াই ভাল। বিভিন্ন রেঞ্জের হোটেল পাবেন মানভেদে। অফ সিজনে হোটেল গুলো ৩০ থেকে ৬০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। কক্সবাজারের অন সিজন হচ্ছে বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। রুম ভাড়া অফ সিজনে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যেও পাওয়া যায়। যদি আপনার বাজেট সীমিত হয় তবে দরকষাকষি করে নেবেন।
ফাইভ স্টার থেকে শুরু করে মধ্যম সারির প্রতিটা হোটেলেই নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে সেগুলোতে খেতে পারেন অথবা চাইলে বাইরে। কোনো কোনো হোটেলে ব্রেকফাস্ট ফ্রি দিয়ে থাকে। শহরের রেস্তরাঁ গুলোর খাবারের মান এভারেজ। দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে যারা বাজেট ট্রাভেল করেন তারা চাইলেই খাবারের খরচ, থাকার খরচ মানিয়ে নিতে পারেন কৌশলে।
অনএক সুন্দর জায়গা। আমার খুব ভালো লাগে

ami giyechilam ekhane onek valo lage
হিমছড়িঃ
11.jpg
হিমছড়ি কক্সবাজারের ১৮ কি.মি. দক্ষিণে অবস্থিত। ভঙ্গুর পাহাড় আর ঝর্ণা এখানকার প্রধান আকর্ষণ। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বামদিকে সবুজঘেরা পাহাড় আর ডানদিকে সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। কলাতলি বীচ থেকে মাত্র ১৫ মিনিট লাগবে যেতে। যারা ট্র্যাকিং পছন্দ করেন না তারা হিমছড়ি যাওয়া বাদ দিতে পারেন। কারণ অনেক উঁচুতে উঠতে হয়, অনেক সিঁড়ি পেরোতে হয়, প্রায় ২৫০টির মতন। হিমছড়িতে দেখতে পাবেন অসম্ভব সুন্দরী ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণা তার সৌন্দর্যের মহিমায় যেন জীবন্ত হয়ে উঠে। পাহাড়ের উঁচুতে উঠলে বঙ্গোপসাগরের গর্জন শোনা যাবে।

Himchori onek valo jayga
 

Users who are viewing this thread

Back
Top