What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ভ্রমন বাংলাদেশ- জিন্দা পার্ক (1 Viewer)

ঘুরাফিরা করলেন, খাওয়া দাওয়া হল, এবার তো ফিরবেন নাকি? ভালকথা আপনি চাইলে এখানে রাত্রীযাপনও করতে পারবেন। তারজন্য আপনাকে কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এখানে মাটির ঘরে আপনাকে আদরের সাথেই রাখা হবে অল্প কিছু পয়সার বিনিময়ে। থাকবেন মহুয়া গেস্ট হাউজে।
চলুন দেখে আসি কেমন সেগুলা।
 
311.jpg
 
জিন্দা পার্কে যাওয়ার সময় একপথ দেখিয়েছলাম এখন আরেক পথের কথা বলি। ঢাকার যিরো পয়েন্ট থেকে আনুমানিক ৩৭ কিলোমিটার। জিন্দা পার্ক থেকে লেগুনা বা অটো রিক্সা করে চলে যাবেন কাঞ্চন ব্রীজ ১০ থেকে ৩০ টাকার ভেতরে। কাঞ্চন ব্রীজ থেকেও কি রাস্তা আমাকে চেনাতে হবে?

জিন্দা পার্ক থেকে মীরের বাজারেও চলে যেতে পারেন। সেখান থেকে সরাসরি টঙ্গী পথ ২৮ কিলোমিটার।
 
যাবার আগে এখান থেকে ঠিকানা আর যোগাযোগের নাম্বার গুলি নিয়ে যান, কাজে লাগতেও পারে।
ঠিকানাঃ জিন্দা গ্রাম, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ
ওয়েবসাইটঃ Zinda Park - To build a better environment - Welcome to Zinda Park Website
ই-মেইলঃ shahin.swd007@gmail.com
কথনঃ +৮৮০ ১৭১৬ ২৬০৯০৮, +৮৮০ ১৭১৫ ০২৫০৮৩, +৮৮০ ১৮১৬ ০৭০৩৭৭
 
অনেক সুন্দর একটা জায়গা।

গেছিলেন মনে হচ্ছে। না গেলে চলে যেতে পারেন বন্ধুদের নিয়ে বা পরিবারসহ।
আমি গিয়াছি। এক বছর আগে।
 
অনেক সুন্দর একটা জায়গা।
গেছিলেন মনে হচ্ছে। না গেলে চলে যেতে পারেন বন্ধুদের নিয়ে বা পরিবারসহ।
 

Users who are viewing this thread

Back
Top