সত্যজিৎ রায় হলেন ভারতের গর্ব, বাংলার গর্ব। তিনি একদিকে যেমন ছিলেন প্রখ্যাত লেখক তেমনি ছিলেন কিংবদন্তি পরিচালক। তার মতো দ্বিতীয় আর কেও ভারতে জন্মগ্রহণ করেনি। আমার মনের গভীর থেকে তাকে জন্য প্রণাম।
ফেলুকে আমি ভারতবর্ষে রেখে, ভারতবর্ষে তার নানারকম এ্যাডভেঞ্চারের কাহিনী বলতে লাগলাম, আর শঙ্কুকে (নিয়ে) সারা পৃথিবী চষে বেড়াতে লাগলাম।" - সত্যজিৎ রায়
সত্যজিৎ রায়ের লেখা বই বা নির্মিত সিনেমা কোন বাঙালি যদি দেখে না থাকেন, তাহলে তিনি অনেক বড় কিছু মিস করেছেন বলে আমি বিশ্বাস করি