What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (1 Viewer)

Nagar Baul

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
1,152
Messages
13,339
Credits
547,441
Pen edit
Sailboat
Profile Music
pxVoPdY.png
 
শিরোনামঃ মেলা
কন্ঠঃ মাকসুদুল হক
ব্যান্ডঃ ফিডব্যাক
অ্যালবামঃ মেলা

লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা

বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি

মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে

লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই

মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই

মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
 
আজ জন্মদিন তোমার
ব্যান্ডঃ মাইলস
কন্ঠঃ শাফিন আহমেদ

সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দাগ থেকে যায়


আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়


আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়


আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়


আজ জন্মদিন তোমার
 
মাঝ রাতে চাঁদ
শিল্পীঃ অবসকিউর

অ্যালবামঃ অবসকিউর

মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।


আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।


রূপালী বিজলী যদি নিরব থাকে
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি।
 
গুরু
শিল্পীঃ জেমস

অ্যালবামঃ যন্ত্রণা

গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া


এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ
পোকামাকড় খাইয়া গেলো সুন্দর ঐ দেহ
তোমার কাছে চাইরে পানা
কইরোনা কইরোনা মানা
ঐ গুরু কান্দিয়া, ঐ গুরু কান্দিয়া


ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া


আমার রুহু আমার মাঝে নাইতো এখন গুরু
করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু
রোদটি এমন হাসবে কবে
সাজানো আজ শেষ কি হবে
মুক্তির স্বাদ নিয়া, মুক্তির স্বাদ নিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া
 
আমার পথ চলা
শিল্পীঃ লিংকন

অ্যালবামঃ অন্যসময়

আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে


আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান


আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে


আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান


আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন

ভেবে……..
 
দুষ্টু ছেলের দল
শিল্পীঃ জেমস

অ্যালবামঃ দুষ্টু ছেলের দল

মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা
করি তাল-বাহানা, করি নানা ছলনা


মোরা গলা ছেড়ে গান গাই
গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই


দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি


প্রেম প্রেম প্রেম প্রেমে প্রেমে প্রেমে খেলা খেলি
স্বপনের জগতে লীলা খেলি


মোরা হাটে হাড়ি ভাঙ্গি, ভরা গাঙ্গে ধরি পাড়ি,
ডুব সাতারের খেল খেল খেলাই


দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি


চায়ের কাপে ঝড় তুলি, তুড়ি দিয়ে কথা বলি,
মোরা সুন্দরী মেয়ে দেখে বাজাই সিটি


দেরি করে স্কুলে আসি, লাস্ট বেঞ্চে বসি,
ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখি


প্রেমিকার তিলে প্রেমের মদিনা, মার ছক্কা
প্রিয় মুখ দেখে বাতাসে চুমু খাই
ঊঊউউম্মাহ, ঊঊউউম্মাহ
দে দে তালি, দে তালি


সারা দিন বনবন, সারা দিন টইটই
দিয়ে যাই তালে তাল
পাবলিক, দে তালি


করি নানা গুল বাজী, অকাজের বড় কাজী
ঠনাঠনাঠনাঠনঠন কাজের বেলায়


দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি
দে দে তালি, দে তালি

দে দে তালি, দে তালি
 
যাত্রা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ নগর বাঊল

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পাল হবে দেখে যা দেখে যা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা

বেদের মেয়ে জোছনা

বেদের মেয়ে জোছনা
 
সে তাঁরা ভরা রাতে
শিল্পীঃ আইয়ূব বাচ্চু

সে তাঁরা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা।

আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা।

আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা বলা

আমার না বলা কথা।
 
বরষা
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি
সুরকারঃ তুষার
বছরঃ ২০০৬

বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা

অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা

নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালবাসি

দিপীকা সায়রে অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষায় অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালবাসি

বরষা মানেনা

ঝরছে জলধারা……
 

Users who are viewing this thread

Back
Top