What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (6 Viewers)

খুব ভালো ইচ্ছা...
আমরাও আপনার সাথে শরিক হতে পারবো এই সুযোগে !

পৃথিবীর সবচেয়ে বড় কোলাহল হল নীরবতা।
আপনাদের সরব উপস্থিতির মধ্যে হয়তোবা অন্তরের বিষন্নতাও কিছু ধুয়েমুছে যাবে।
 
ভারতের কিছু কিছু অঞ্চলেও নাকি বৃস্টি হয়েছিলো।
সেজন্যই জিজ্ঞেস করেছিলাম।
আমদের দিকে বৃস্টি হয়নি। তবে আসি আসি করেছিলো এক দুইবার...
এই শীতের প্রকোপে বৃষ্টির আগমন যতটা অনাকাঙ্ক্ষিত তার চেয়ে বেশি ভোগান্তিজনক..
বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য..
 
Last edited:

এইখানে নিয়মিত হাজিরা দিবেন।
ধন্যবাদ মামা,
এটেনডেন্স না দিয়ে কি আর ক্লাশে বসা যায়.. সেই ভোরে হাজিরা দিয়েই দিন শুরু করেছি..
 
সেই "হোম টাউন" টা কোথায়, মামা ?
বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায়... আমার জন্ম এবং বসতি দুটোই ঢাকাতে.. তবে শিকড়ের টানে প্রায়ই যাওয়া হয়..খোঁজখবর নেওয়া হয় নিয়মিতই...
আপনার শিকড় কোথায়?
 
লজ্জা দেবেন না মামা..
ওটা কবিগুরুর লেখা, আমিতো টুকলি করলাম মাত্র... শেষের কবিতায় কবিগুরু... জন ডানের বিখ্যাত দুটি লাইন "for god sake hold your tongue and let me love" এর ভাবানুবাদ করেছিলেন...

খাইছে !
আপনে কইয়া না দিলে তো জীবনেও আমি অন্তত জানতে পারতাম না !
আপনি আসলেই বেশ গভীর পানির তলার মাছ...
 
মেঘনার অববাহিকাঘেষা মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়া.. অবশ্য আমার জন্ম বেড়ে উঠা পুরোটাই ঢাকাতে...

আপনি কখনো বাড়ি গেলে আমার উপর দিয়াই যান !
আমি নরসিংদী থেকে...
 
পৃথিবীর সবচেয়ে বড় কোলাহল হল নীরবতা।
আপনাদের সরব উপস্থিতির মধ্যে হয়তোবা অন্তরের বিষন্নতাও কিছু ধুয়েমুছে যাবে।

এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
যখনই আমার মন কোনো কারনে বিষন্ন হয়, তখনি আড্ডার থ্রেডে ছুটে আসি...
আশ্চর্য্যের বিষয় হলো, কিছুক্ষন পরেই আমার মন ভালো হয়ে যায় !!
 
এই শীতের প্রকোপে বৃষ্টির আগমন যতটা অনাকাঙ্ক্ষিত তার চেয়ে বেশি ভোগান্তিজনক..
বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য..

কথা ঠিক !
তবে বৃস্টি সব সময়ই কিছু একটা বার্তা নিয়ে আসে।
এবারের আগমনের সাথে শীতের সমাপ্তি টানার একটা বার্তা থাকবে...
 
বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায়... আমার জন্ম এবং বসতি দুটোই ঢাকাতে.. তবে শিকড়ের টানে প্রায়ই যাওয়া হয়..খোঁজখবর নেওয়া হয় নিয়মিতই...
আপনার শিকড় কোথায়?

আমার শিকড়, গাছ, লতা-পাতা সব একজায়গায়ই...
নরসিংদী।
 

Users who are viewing this thread

Back
Top