What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (6 Viewers)

গন্ডারের তকমাটা কি শেষ পর্যন্ত নিয়াই ছাড়বেন নাকি !
খোঁচা দিলেও দেখি ইদানিং টের পান না !!
আপনার এখনো সন্দেহ আছে উনি ডিগ্রীটা নেয় নাই!
 
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তথাকথিত নারীবাদীরা সেই সম্মান টুকু চাননা, তারা চান পুরুষ হতে

এতে তারা এগুচ্ছে নাকি পিছোচ্ছে ?
প্রশ্নটা এখন অনেক নারীর মনেই বেজে উঠছে !
 
আমি তো মামা হাবিজাবি লিখে বেড়াই, কিন্তু ফিসফিস মামার সকল লেখাই ভীষণ উন্নত মানের

আপনারা দুজনেই খুব ভালো লিখেন !
অন্তত আমরা আপনাদের লেখা পড়ে বেশ আনন্দ পাই...
 
আমার কিছুটা সুবিধা হবে। তবে বেশি খুশি হবে হুল হুল মামা।

এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই !
 
বাগী বলতে বাগিচা বা বাগান বুঝায়, আমি যদ্দূর জানি আরকি

তাই হবে হয়তো।
অন্তত লেখার ভাবে সেটাই মনে হয় !
 
আলবৎ পারে। কামনা-বাসনা-খতনা-চেতনা-যাতনা-ঘটনা-রটনা-কূটনা-দোতনা... স-ব-ই থাকতে পারে

খাইছে !
আপনে দেহি এক্কেবারে আমার শিশুকাল থাইক্যা টান মারছেন !
 
আমার তা মনে হয় না। বাগী বলতে কোন একটা নির্দিষ্ট বাগের বা বাগানের বা স্থানের লোকজন বা সমর্থকদের বুঝায় যারা ওই ধ্যান-ধারণার সাথে যায়। যেমন ধরুন, শাহবাগী, যেটা ইদানিং খুব প্রচলিত। যদিও আমি নির্দিষ্টভাবে জানিনা, ধারণা করে বললাম।

আপনার কথায় যথেষ্ঠ যুক্তি আছে।
দেওয়ানবাগীও কিন্তু আমাদের দেশে বেশ পরিচিত একটা নাম...
 
এই ব্যাপারেই কারো কোন নড়াচড়া দেখি না.. আফসোস...

বিষয়টা আসলেই বেশ দুঃখজনক...
কাউকে তো আর জোর করা যাবে না !
তবে খেলায় অংশগ্রহণ করলে যে বেশ মজা পাওয়া যায় এটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি...
 
বাংলা শব্দ গঠনের খেলার পাশাপাশি ইংরেজি শব্দ গঠনের খেলা আর ধাঁধার খেলাও শুরু হয়েছে সম্প্রতি...

খুবই ভালো উদ্যোগ !
 
মামা, এইবারে কিন্তু বেসম্ভব শরম পাইতাছি। কি সব যে কন না কন! লেখক শব্দটার বিন্দুমাত্র যোগ্যতা আমার নাই। কোথায় পাখি মামা, আর কোথায় আমি! কোথায় আগরতলা, আর কোথায় চকির তলা!

নিজেকে নিয়ে এরকম ভাবার কোনো অধিকার আপনার নেই, মামা।
আপনি শুধু লিখে যাবেন।
মান বিচার করবে পাঠকরা...
আমার কাছে দুজনের লেখার মাঝে মানের কোনো তারতম্য নজরে পড়েনি।
বরং একটার পর আরেকটার মান আরো উন্নত হয়ে আমাদের কাছে ধরা দিচ্ছে...
 

Users who are viewing this thread

Back
Top