What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (3 Viewers)

আড্ডাঘর ৮০০ পাতায় পদার্পণ করলো।
সকল আড্ডাবাজ মামাদের অভিনন্দন !
সবাইকে অভিনন্দন। আমি একটু স্ট্যাট ঘাঁটাঘাঁটি করে দেখলাম বিভিন্ন সালে আড্ডাঘরের টোটাল রিচ পেইজের হিসেবে - ২০১৮ সালে ২৩৭৮ পাতা, ২০১৯ সালে ৩৭১৩ পাতা, ২০২০ সালে ৩৮২৯ পাতা, ২০২১ সালে ১১৫৬ পাতা, ২০২২ সালে ৭৮৩ পাতা, এবং ২০২৩ সালে ৫৮০ পাতা। বুঝাই যাচ্ছে ১৯-২০ সালে কোভিডের একটা প্রভাব ছিলো আড্ডাবাজীতে। সেই হিসেবে এখনও বেশ পিছিয়েই আছি এই বছর আড্ডায়। দেখা যাক এখনো ৩ মাস বাকি, আমদের আড্ডা কই গিয়ে পৌঁছায়। ও আরেকটা কথা, হাজিরার ক্ষেত্রেও একই রকম ফলাফল এখন পর্যন্ত।
 
তাই তো করার চেস্টা করছি।
ইদানিং তো বাধ্য হয়েই করতে হচ্ছে...
আগে বিপিতে কোনো গোলমাল ছিলো না।
ডেঙ্গু হবার পর থেকে ওটা শুধু শুধু বেড়ে যায়। ক'দিন আগে খারাপ লাগতেছে দেখে মাপিয়েছিলাম।
১৭০+ পেয়েছি...
মামা, একটু নিজের খেয়াল রাখবেন, করজোর অনুরোধ। সুস্থতার প্রশ্নে কোন আপস নাই।
 
আমরা আবার কি করলাম ?
আমরা কি ওনারে ছোট মাছ কিন্যা দিছি নাকি !!
আমরা দিলে বড় বড় শোল মাছ দিমু...
ঐ মাছ কুটতে অদিতির কোনো সমস্যাই হইবো না !
পুরোপুরি একমত। আর বাজারেও তো আমরা যাই নাই। প্রমাণ তো আছেই ওইদিন বৃষ্টিতে অদিতি বাজারে যাচ্ছি বলতেই ছাতা মাথায় কে কে দৌঁড় দিল
 
ভাগ্যিস খান এর পরে স্পেস বাটনে চাপটা ঠিকঠাক মতোনই লাগছিলো...
আমার মাঝে মধ্যে এমন হয়ে যায়, স্পেস বাটনে চাপ দিলেও ঠিক মতো কাজ করে না !
তয় মামা চাপটা আমি দেই নাই, ওই ব্যাটা স্পেস বাটন নিজেই ভুল কইরা চাপ দিয়া দিছে। ওয় ও ভাবছিলো কাজ করবো না, ভুলে নাকি কাজ হয়া গেছে!
 
এইটাও কি একটা গান নাকি !!
আমি গান আর কবিতার মাঝে কোনো তফাৎ করতে পারি না !!
এইটা মিনার রহমান এর 'কারণে অকারণে' গান
 
সে আর ভলতে...
এটা যারা এখনো জানে না তারা আসলেই আপনাকে চিনে নাই !
আমি তো বলেইছি উনার আর উনাদের বুদ্ধি ও ব্যক্তিত্বের প্রশংসা করি আর সবসময় করে যাব...
 
আপনার কথাতে কোনো ভুল তো দেখতে পাচ্ছি না !
তবে যে শিক্ষকের শিক্ষা দানের সীমাবদ্ধতা থাকে তার কাছ থেকে ছাত্ররা কি সব কিছু সঠিকভাবে শিখতে পারবে ?
আপনার প্রশ্নের উত্তরে বলি, ঠিক এখানেই ভুলটা আমরা করি মামা, আমার মতে আর কি। কারণ ওটা তো আমাদের সিস্টেমের আমাদের প্রসেসের গলদ বা লুপহোল। কারণ যার শিক্ষা দানের সীমাবদ্ধতা আছে তার তো শিক্ষক হবার মিনিমাম বেসিক যোগ্যতাই নাই। তো সে শিক্ষক হয় কিভাবে বা তার নিয়োগ দেয় কারা। ভুল তো তারা করছে আর মাশুল নিরীহ পাবলিক দেয়।
 
এখন তো আমার কাছে তাই মনে হচ্ছে...
আপনি আসলেই অতুলনীয়...
হেহেহে.. এই পৃথিবীতে প্রতিটা মানুষই অতুলনীয়.. কারো সাথে কারোর তুলনা চলে না বা করা উচিত নয়.. এটা আমার মত
 
আমরা কি সত্যি সত্যিই নিজেদেরকে জন্তু-জানোয়ারের সাথে মিলাই ?
আমরা তাদের চরিত্রের সাথে নিজেদের চরিত্র মিলাই।
একজন মানুষ অন্য একজন মানুষের সাথে চরিত্রের মিল খুঁজতে গেলে তো সেটা উদহারণ হিসবে ঠিক মিলানো যাবে না !
এতে বরং জটিলতা বেড়ে যেতে পারে। যার সাথে চরিত্রের মিল খোঁজা হয়েছে সে আপত্তি করে প্রতিবাদও করতে পারে।
পশুরা সেটা করতে পারে না বলেই পশুদেরকে উদহারণ হিসাবে পেশ করা হয় !
হে হে হে...
কিন্তু একবারো কি ভেবে দেখেছেন ওই অবলা প্রাণীগুলো কতটা কষ্ট পায় মানুষের সাথে ওদের মেলানোর জন্য...
 

Users who are viewing this thread

Back
Top