What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (12 Viewers)

আরেক প্যাঁচক
হুহ্... হক কথা কইলে সইত্য কইলে এইসব প্যাঁচক-পাচক কত কথা কইতে থাকেন! সাধারণ জনগণের কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার হরণ করার এই হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। :cool:
 
ঝোল করতে গেলে আগে ভেজে মানে কষে নিয়ে তারপরে জল ঢালতে হয়।
বুঝলেন আর্ন মামা.. ভাল করে নেড়েচেড়ে আগে ঠিকভাবে ভেজে নেবেন কষিয়ে নেবেন, তারপর শেষে গিয়ে জল ঢালবেন.. এটাই মনে হয় বোঝানো হল 😜
 
ও...
তারমানে বেডরুমে মাঝে মধ্যে অন্য কেউ ও ঘুমায় !!
এত কৌতূহল কেন? আমার বেডরুমে কেউ ঢুকতে পারবে না এমন তো বলিনি।
 
যার ক্ষুধা যেরকম সে তো ওরকমই চাইবে...
ক্ষুধা বেশী থাকলে সবাই বড়টাই আশা করে...
খিদে তো বটেই, কিন্তু কীসের খিদে?
 
আপনি কম আসেন এখানে, কিন্তু শয়তানি তো কম নয় আপনার?
আমি একটু অভদ্র মানুষ। যা মনে আসে বলে ফেলি। মাত্রা ছাড়ালে সাবধান করে দেবেন।
 
সে তো থাকতেই হবে।
না হলে হাতে-পায়ের ব্যাথার কি মূল্য আছে ?
সেকী? এখনও কোমরে ব্যথা? কোমরের খুব বেশি movement হয়েছিল কি? আসলে অনভ্যাসের জন্য এরকম হতে পারে। নিয়মিত একই movement করলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু ব্যথার ভয়ে বন্ধ করলেই মুশকিল।
 
টার্গেট হলে যা হয় !
তীর বিদ্ধ হবেন...
ভীষণ বিপদ তো! এরকম হুমকি? আত্মরক্ষার জন্য প্রতি আক্রমণ করুন। নিজে বিদ্ধ হওয়ার আগেই প্রতিপক্ষকে বিদ্ধ করুন। তীর না হোক অন্য কিছু দিয়ে। যাতে প্রতিপক্ষের আর আক্রমণ করার ক্ষমতা না থাকে।
 
আপনার কি অদিতিকে দেখে মনে হয় না সে খাওয়াতে খুব ভালোবাসে ?
এর জন্য কি বারবার অদিতির কাছে যেতে হবে নাকি ?
যেতে তো হবেই। অনলাইনে কি আর সব কিছু খাওয়ানো যায়?
 
অনেক টাইপের জ্যোতিষীর কথা পড়েছি। এই প্রথম আপনাকে জানলাম যে চেহারা দেখে বলে দিতে পারে! :oops:
সত্য কথা। যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতেও ভালোবাসে। তা সে যে অর্থেই হোক না কেন। খাওয়া খাওয়ি নিয়েই তো জীবন।
 
সেই জলটা কি লোনতা স্বাদের ?
জল অনেক স্বাদের হয়, সেটা উৎসের উপরে নির্ভর করে। অনেক জয়গা থেকে অনেক রকম জল বের হয় কিনা।
 

Users who are viewing this thread

Back
Top