What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (7 Viewers)

বেপার না মামা, সমস্যা যেহেতু মিটেই গেছে তাই আর ঝামেলা নেই এখন।

আগামীতে ফোরাম সংক্রান্ত ব্যাপারে যখনই কোনো সমস্যায় পড়বেন আমাদের কাউকে একটা ফোন দিয়েন, মামা !
 
চমৎকার চিন্তা !
খুব ভালো লেগেছে আপনার এই পরামর্শ !
এবার চলুন, সবাই মিলে এটা বাস্তবায়নে মনোনিবেশ করি...
আরো কিছু add-ons: যেমন ধরুন যেটা বল্লাম ও ধরণের থ্রেডগুলো Home পেইজে scroll যায় যেরকম টিভিতে সেভাবে প্রচারে রাখা যেতে পারে। পাশাপাশি আপনারা অ্যাডমিন বা মডারেশন টিম থেকে ওইসব game বা quiz থ্রেডে বিভিন্নরকম উৎসাহমূলক পুরষ্কার বা প্রণোদনার ব্যবস্থা করতে পারেন, তবে সবার জন্য না, নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য depending on results, timings and so on. পাশাপাশি আপনাদের active অংশগ্রহণও জরুরী। leaders show the way you know.
 
নিয়মিতরা হারিয়ে যাবে বলে আমি মনে করি না।
তবে ব্যস্ততা একটা বড় অন্তরায়...
আসলে ব্যস্ততা আমাদের সবার জন্যই একটা factor. তবুও ভালবাসা আর কিছুক্ষণ আড্ডাবাজী আর চাপমুক্ত থাকতেই সবার আসা এইখানে। তাই ওই ব্যস্ততার ফাঁকফোকরেই কিছুটা সয় করা আর ঢুঁ মারা। হিহিহি
 
ভালো উদ্যোগ। আমাকে দিয়ে কিছু হলে আমি নিশ্চয়ই করব। খুব ভালো হবে ব্যাপারটা। আরও কিছু আইটেম ভাবুন। যাতে আরও মেম্বার উৎসাহী হয়।
আপনিই ভেবে বলুন। একজন নারী হিসেবে আপনি কিন্তু প্লাস পয়েন্টেই থাকবেন আমাদের তুলনায় পাঠক আকৃষ্ট করতে। মানুন আর না মানুন, এটাই হিউম্যন মাইন্ডসেট।
 
"নির্জনমেলা" এর কোন Android app নেই তো? সেটা করলে জনপ্রিয়তা বাড়তে পারে। কেন না মোবাইলে browser অনেকেই ব্যবহার করতে চায় না।
এটাও একটা পজিটিভ উদ্যোগ হতে পারে পরীক্ষামূলকভাবে
 
আমার দূর্ভাগ্য, আমি সময় মতো হোয়্যাটসআপ গ্রুপে যেতে পারি না !
যেটুকু সময় পাই এই মেলাতে পড়ে থাকতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করি।
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাকি আবার!? এটা তো জানা ছিল না! :oops:
 
পুরস্কারের কোনো প্রয়োজন হলে পদ্ধতি সহ আমাকে জানাবেন !
যেকোন contest টাইপ থ্রেড বা আইটেমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সঠিক ও শুদ্ধাচারকারীকে কিছু দেয়া যেতে পারে। কি দেয়া যেতে পারে বা কিভাবে দেয়া যেতে পারে সেটা আমআর মতে অ্যাডমিন বা মডারেশন টিম ঠিক করবে rules and regulations এর হিসেবে। পাশাপাশি fastest রিপ্লাইদাতা বা প্রথম fastest সঠিক রিপ্লাইদাতা। আবার monthly basis এ সর্বাধিক সঠিক রিপ্লাইদাতা বা সর্বাধিক interact করা পাঠক। এরকম আরো বেশ কিছু উদ্যোগ আমরা ভেবে দেখতে পারি।
 
কিন্তু সপ্তাহান্তে তো অনেকেরই ব্যস্ততা আরো বেড়ে যায়।
যেমন আমাদের সবার প্রিয় দীপু মামাকেই পাওয়া যাবে না। এরকম অনেকেই আছেন যারা নিয়মিত কাজের ব্যস্ততার জন্য সপ্তাহ শেষে করবেন এরকম অনেক কাজই জমিয়ে রাখেন। যার কারনে তারা ঐদিন আরো বেশী ব্যস্ত হয়ে পড়েন !
এটা তো obvious যে সবাই সবসময় আসতে পারবে না। কথা হল যার যার সময়মত একটু এসে ঢুঁ মারা আর যতখানি সম্ভব interact করা। নিয়মিত সদস্যদের নিয়ে তো অতো চিন্তা নেই। উনারা আসছেন এবং আসবেনও। শুধু উদ্যোগটা এজন্য যাতে দিনে দিনে এই নিয়মিত সংখ্যাটা বৃদ্ধি পায়।
 
আগামীতে ফোরাম সংক্রান্ত ব্যাপারে যখনই কোনো সমস্যায় পড়বেন আমাদের কাউকে একটা ফোন দিয়েন, মামা !
প্রসেসটা জানতে ইচ্ছা প্রকাশ করছি
 

Users who are viewing this thread

Back
Top