What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (5 Viewers)

মামায় কেন খালি কয়
দুঃখের ই গান ?
আপনি তাহলে আমার সুখের মোকাম কবিতাটা পড়ে দেখতে পারেন জেনারেল সেকশনে ক্রিয়েটিভ রাইটিং সেকশনের কাব্য মাল্য থ্রেড থেকে। সেখানে আরও অনেক ভালোবাসা ও সুখের কবিতা পাবেন। তবে বাস্তবতা হচ্ছে, মানুষ সুখের মুহুর্তগুলোর চেয়ে দুঃখের মুহুর্তগুলো মনে রাখতে বেশি পছন্দ করে। তাই গান বা কবিতার ক্ষেত্রেও দুঃখকে প্রাধান্য দেওয়া হয় বলে আমার ধারণা
 
নেক্সট মিলন মেলায় উনারে দিগম্বর কইরা।
আই আবার কিচ্চি 🙄
আই তো ভুলাভালা নাদান এউজ্ঞা পোলা। আন্নেরা আর হিছে লাগছেন ক্যা। বাউ রে বাউ, আই অহন কিত্তাম 🤔
 
বাংলাদেশের আইন জানি না, কিন্তু ভারতে এখন পরকীয়া আইনত অপরাধ নয়। অর্থাৎ পরকীয়া আইনসম্মত।
"The law on extramarital affair is that 'adultery' itself is no longer a criminal offence in India. Hence, there cannot be any legal action taken against you solely on the basis of an extramarital affair. However, it can be considered a ground for divorce under the Hindu Marriage Act and other personal laws in India. The affected spouse can seek divorce on the grounds of adultery if they can prove that their partner engaged in an extramarital relationship and it has caused mental or emotional cruelty."

দেশীয় আইনের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব নয়।
তবে সামাজিক আইনে এটাকে কতোটা বৈধতা দেয়া হয় সেটাও একটা দেখার বিষয়।
আমি নিশ্চিত, এলাকা ভেদে এর তারতম্য ঘটতে বাধ্য। সামজিক প্রেক্ষাপট ও সংস্কৃতি বিবেচনায় আইনের কিংবা আইন প্রয়োগের ভিন্নতা থাকতেই পারে।
 
কার লেখা এটা? কবির নাম জানতে পারি কি?

নিশ্চয় জানতে পারেন।
এটা আমাদের পাখিধান রচয়ীতা কবি পাখির লেখা একটা কবিতাংশ !
 
না মামা। মজা পাক আর না পাক। রাতে দু পা ছড়িয়ে শোয়া লাগেই। আবার চড় থাপ্পড় তো দিন ভর চলেই। খিস্তি ফ্রি।

আমিও এরকমই ধারনা করেছিলাম !
গ্রাম্য বধূ যখন বলেছেন তখনই এরকম একটা ছবি ভেসে উঠেছিলো...
বিশেষ করে যখন সেই গ্রাম্য বধূর আগে "আগের দিনের" কথাটা জুড়ে দিয়েছিলেন !
 

Users who are viewing this thread

Back
Top