What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (9 Viewers)

এটা তো যার বৃদ্ধি হবে সে জানে ভাল যে কোথায় কি বৃদ্ধি হল। @Aditi কে জিজ্ঞেস করেন, ইউরিয়া মাখা হল কি না। ফলাফল এখানে লিখিত পেশ করতে।
আমি আবার বলছি আমি ইউরিয়া মাখি নাই। আর তাই আমার কোনকিছুরই বৃদ্ধি হয় নাই। তাছাড়া কোনও কিছুর বৃদ্ধির দরকার আছে বলে মনেও করি না। তাই আমি কোন সার (fertilizer) ছাড়াই "Organic অদিতি"
 
আপনার মত বুদ্ধিমান মানুষের কাছে তো এরকম ব্লান্ডার আশা করি নাই মামু। @Aditi পদ্ধতি জানতে চায় নাই, এর একমাত্র কারণ হইল, উনি পদ্ধতি জানেন।
ঢং কতো! আমাকে নিয়ে এত experiment এর দরকার কী? বললাম তো আমি Organic অদিতি :sneaky:
 
রমনীদের বালিশ খেলা আলাদা। ওরা গোল হইয়া সবাই একসাথে বইসা গানের তালে তালে বালিশ দেওয়া নেওয়া কইরা খেলে। আর পুরুষরা যে কেমনে বালিশ খেলে তা বইলা দেওয়া লাগলে বুঝতে হইব আপনার স্মরণশক্তি লোপ পাচ্ছে। কিশোর বয়সে মনে থাকার কথা 😜 :ROFLMAO:
সেটা কী রকম? আমি সত্যিই জানি না।
 
সেটা কী রকম? আমি সত্যিই জানি না।
"হাম আপকে হেয় কৌন" সিনেমায় সালমান খান এর সাথে মাধুরী দিক্ষীত এর pillow passing যে খেলাটা গানের তালে তালে হয়, ঐটাই এখানে বালিশ খেলা
 
আমি আবার বলছি আমি ইউরিয়া মাখি নাই। আর তাই আমার কোনকিছুরই বৃদ্ধি হয় নাই। তাছাড়া কোনও কিছুর বৃদ্ধির দরকার আছে বলে মনেও করি না। তাই আমি কোন সার (fertilizer) ছাড়াই "Organic অদিতি"
আরে আরে! ইউরিয়া কি ইনঅর্গানিক নাকি? ইউরিয়া হল মানুষের দ্বারা পরীক্ষাগারে তৈরি করা প্রথম অর্গানিক পদার্থ। ইউরিয়া মাখলেও অর্গানিক ই থাকবেন। চাপ নাই
 

Users who are viewing this thread

Back
Top