What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (21 Viewers)

আমরা গরীব সাধারণ মানুষ, ছিলাবিরিটি কি আর আমাদের সাজে! আর তাছাড়া প্রদেয় উপহার আমরা ফেরত নিইনা, এতে অতিথির অসম্মান হয়। ভালবাসার উপহার কখনও ফেরত দিতে নেই, তা সেটা যাই হোক, পছন্দ হোক বা না হোক।
আচ্ছা দুঃখিত । ছোট মানুষ একটা ছোট জ্ঞান পেয়ে গেলাম । যাক আপনার ভালোবাসায় মুগ্ধ 💚
 
চেস্টা করবো, মামা।
কিন্তু সমস্যা তো অন্য জায়গায়...
তাইলে আমি বিড়ি খামু ক্যামতে ? !!
খালি কি বিড়ি, মুখেও তো তালা পড়বো মনে হয়!
 
সুস্বাগতম মামা। আশাকরি নিয়মিত পাবো আপনাকে। And always smile... 🤍
নিয়মিত পাবেন কিনা সিউর না তবে আমি সিজনাল । হঠাৎ করেই উদয় হয়ে যাই।
সে হিসেবে ভালোবাসা থাকবে 🥰
 
শুধু কি কিপটে, হাড় কিপটে! প্রাপ্য গিফট বলে বলে তাগাদা দিয়ে আর্ন মামাকেই নিতে হয়, এবার বুঝুন ঠ্যালা!
ঠিক আছে কিপটে মামা নাম ই রেখে দিলাম নাহয় 🐣
 
ক্ষুদ্র আমি, তাই সমুদ্র দেখতে ভয় পাই।

আকাশের তলে আঙুলের নখের ন্যায় বোকা সাহসী আমি,
বিশালতা করতে পারিনি বরণ।

মহা আকাশপট, ক্ষুদ্র শীতল ছায়া আমি।
যে উপমারহিত, বাতিল, অবাঞ্ছিত সেটাই আমি।

লোমকূপ থেকে আপাদমস্তক পুরোটাই আমার,
আমি বিভক্ত।
স্বার্থপরের দলে।
বিষাক্ত।
কর্দমাক্ত।
কালো। চরণে, বরণে।

মানুষ হতে চেয়েছিলাম, বন্ধু হতে চেয়েছিলাম,
প্রেমিক হতে চেয়েছিলাম, লোভী কবি অথবা স্বার্থভ্রষ্ট গানওয়ালা।
সুনাগরিক অথবা গ্রাম্য চাষা।
এই মন্দ প্রবন্ধ আমার।
কেও শোনে না, কেও গোনে না আমাকে।
স্বপ্নঘোর নিয়ে এই অবেলার অবগাহন।
ভুল দারুচিনি নরম রোদে শুকিয়ে সুগন্ধিত হয়,
নির্বাক আলোচক হয়ে মুখরিত জীবনের গান গায়।

ব্যর্থ মনোরথ চেপে এই পরাভূত জীবন, এই নিষুপ্তি।
নিজেকে গুটিয়ে নিতে নিতে বেঁধে ফেলেছি ভুবনে।
আজ থেকে আর কখনো ভাববো না আমি স্বার্থোদ্ধত।
আজ থেকে আর নিজের ক্ষুদ্রতা নিয়ে ভাববো না।
ইনশাল্লাহ ক্ষুদ্রতা নিয়ে ভাববো না তবে নিজেকে ক্ষুদ্র ই প্রকাশ করবো । 💚 কবিতার মর্ম কম বুঝি তারপরও আপনার লেখনীর প্রশংসা করতে হবে মামা । অনেক সুন্দর লেখেন আপনি ।
 
সেজন্যই আমি চেয়ে নিয়েছি।
যাতে আপনি আহত না হন...
তুমি জানলে না, আমার হাসির আড়ালে...
যন্ত্র কখনও আহত হয় নারে মামা, তবে মাঝে সাঝে বিকল হয়...
 
এখন তো ঠাণ্ডা পড়ে গেছে প্রায়। রাতে আর ফ্যান চালানো যায় না,ঢাকা নিতে হয়।
ঢাকা না নিয়ে কোলকাতা নিলে হয় না...
 

Users who are viewing this thread

  • B H
Back
Top