কামড় দেয়ার আর জায়গা খুঁজে পেলেন না!
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত আমি
শুয়ে পড়েছি সবুজের গালিচা বিছানো
ফাঁকা মাঠের ঠিক মধ্যখানে,
শুয়ে পড়েছি একরাশ হতাশা
আর বুক ভরা আক্ষেপ নিয়ে।
আমার শরীরের ক্লান্তি যতটা না জেঁকে বসেছে
তারচেয়ে ঢের বেশি ক্লান্তি ভর করেছে
আমার মস্তিষ্কের প্রতিটি উপশিরার মাঝে,
তোমাকে হারিয়ে ফেলা আর
ফিরে না পাবার অশনি শঙ্কার মাঝে।
আমি প্রাচুর্য ছুড়ে ফেলে এসেছি
ছুড়ে ফেলে এসেছি রক্তের বন্ধন
সবকিছু দু'হাতে সরিয়ে একপাশে,
শুধু তোমাকে খুঁজে বের করে
ভালোবাসার তৃষ্ণা নিবারনের তরে।
অসীম ক্লান্তিতে শরীর যখন শৃঙ্খলাবদ্ধ হয়ে
চির আঁধারের মাঝে একটু একটু করে
মিশে যেতে চাচ্ছে শুন্যে,
তখনই দূর কোথা হতে যেন তুমি
চিৎকার করে বলছো "আসবেনা তুমি"!
মুহুর্তেই আমার রক্তের প্রতিটি কণা
এক হয়ে বজ্রকঠিন চিৎকার দিয়ে বলে
" তুমি না প্রেমিক! প্রেমিক কি কখনো হারতে জানে!",
আমি গা ঝাড়া দিয়ে আবার উঠে দাঁড়াই
আর চলতে শুরু করি পূর্ণোদ্দমে।
প্রেমিক হারতে জানেনা,
প্রেমিকের ক্লান্ত হতে নেই,
প্রেমিকের হতাশা মানায় না।
প্রেমিক হলো বজ্রের হুঙ্কার, বিজলির চমক
আর ধ্বংস পিছনে ফেলে এগিয়ে যাওয়া বাতাস।