What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি- ২০২৩ (2 Viewers)

Status
Not open for further replies.
ha ta thik reader comment na pele lekhar isse nosto hoye jay

ভালো লেখকরা পাঠক সমালোচনা খুব সহজভাবে নিলেও ভিতরে ভিতরে লেখাটা আরো ভালোভাবে এগিয়ে নেয়ার তাগিদ অনুভব করেন।
আবার কিছু লেখক আছেন যারা বিরূপ সমালোচনা একেবারে সহ্যই করতে পারেন না। তারা শুধু পাঠকরা তাদের লেখার স্তুতি করুক সেটাই চায়। এই ধরনের লেখকদের আমার বোকা বা অন্ধ বলে মনে হয়।
 
amar gulo kemon lage porte?

দুঃখিত, কানিজ !
আমি আসলে ঐ মহল্লায় কখনো যাইনা।
সেই কারনে আপনার বলে কথা নয়, এখানে পোস্ট করা কারোর লেখাই পড়ার সুযোগ হয়নি।
 
আমি ছোট্ট মানুষ আপনাদের গল্পের ঘরে একটু টুকি দিয়ে যাচ্ছি.... 😊😊 আমাকে 5k পোস্ট করতেই হবে মনে হচ্ছে ভালো ভালো গল্পের কালেকসন আছে তাই 😊😊 আপনাদের সাথে গল্পে যুক্ত হয়ে যাবো তাহলে দ্রুতই হবে 😁😁😁

যদিও এটা গল্পের ঘর নয়; আড্ডার ঘর, তবুও আপনাকে আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ !
 
খালা তো জন্মদিনের কেক এর টুকরো পাঠিয়ে দিলেন না !!! 😁
অন্তত কেকের ছবি পাঠিয়ে দেন 😅

কথা ঠিক !
ভান্ডারী মামা, আপনার বাসার পাশের ঐ দোকান থেকে একটা কেক কিনে আমাদের পাঠিয়ে দিয়েন তো...
কানিজ খালার নামে আমরা খেয়ে নেবোখন...
 
আপনেরা সব টিউবলাইট হইয়া গেছেন।

মেলাদিন আগে মনি মামা আমারে এই নামটা দিছিলেন।
এখন দেখি অন্যান্যদের উপরও এর আসর পড়তেছে...
 
থাকারতো কথা।

হার্ড ড্রাইভ ক্র্যাশ খাওয়াতে অনেক কিছুই হারায়া গেছিলো।
আর পুরাতন পিএম খোঁজনের কথা মাথায় আসে নাই !
 
Sobai kmn acen bhaira 🖤
সুপ্রভাত।

আমি ভালো আছি মামা। কালকে মতিঝিলে মিটিং থাকায় ফোরামে ঢুকতে পারি নাই। পরে রাতে মনি মামার সাথে দীর্ঘক্ষন আলাপ হলো। উনার মায়ের মৃত্যুতে খুবই খারাপ লাগলো। বেচারা এই বয়সেও মায়ের যে সেবা করেছেন আর দৌড়াদৌড়ি করেছেন তাতে উনার নিজেরও অবস্থা খুব একটা ভালো ন
 
টেনশন নিয়ে জীবনে কিছু হয়না, এগিয়ে যাওয়ার নামই জীবন।
তোমাকে প্রথম দেখায় আমি থমকে গিয়েছিলাম,
মূর্তির ন্যায় অচল-স্থবির হয়ে গিয়েছিলাম মুহূর্তেই,
সেই আমাকে স্ব-লজ্জে হাতটি ধরে তুমি এগিয়ে নিতে শুরু করলে
ভালোবাসা আর বিশ্বাসের দৃঢ়তায়।
সেই থেকে আমি এগিয়ে চলেছি
ভেঙ্গে ফেলেছি অসংখ্য কঠিন দেওয়াল,
লক্ষ্যচ্যুত করেছি দুর্জনের তীর্যক ফলা
জয় করেছি শীর্ষ শৃঙ্গ, সমুদ্রের উত্তাল ঢেউয়ের থাবা। তোমার হাতে হাত রেখে আজও আমি এগিয়ে চলেছি
দুর্নিবার গতিতে, অজেয় অশ্বের ন্যায়,
যেখানে পরাজয় নামক শব্দটি অস্তিত্ব হারিয়েছে আমার অভিধানে
শুধু মাত্র এই বিশ্বাসে "তুমি আছো পাশে"।
 
মেলাদিন আগে মনি মামা আমারে এই নামটা দিছিলেন।
এখন দেখি অন্যান্যদের উপরও এর আসর পড়তেছে...
সঙ্গ দোষে লোহা ভাসে বলে একটা বচন মুরুব্বীদের মুখে শুনতাম
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top