What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২২ (12 Viewers)

Status
Not open for further replies.
দন্ডনীয় সেটা আমিও জানি। তবে সারা দেশে অসংখ্য পাখি খাঁচায় বন্দি অবস্থায় মানুষের বাসায় শোভা পাচ্ছে সেদিকে প্রশাসনের খেয়াল নাই।

মানুষের বাসায় ? !!!
ঐ পাখিগুলো তো বন্দি থাকে ভিআইপিদের বাসায় !!
 
টেস্ট হয়েও গেছে !!

মন্তব্য করার আগে কি দেইখ্যা লইছেন @ছোটভাই মামার মুখে পানি আছে কিনা...
না হইলে তো শেষ পর্যন্ত ভিজতে হইবো আমারই...
 
এতো বুদ্ধি কই নিয়া ঘুমান !!

যেইখানেই রাখুক, অন্তত দুই পায়ের ফাঁকে রাইখ্যা যে ঘুমায় না এইটা নিশ্চিত !
না হইলে সকালে উইঠ্যা দেখবো, মামায় বুদ্ধিশূন্য হইয়া গ্যাছে...
 
ব্যাপক মজা পাইসি, মামা !

দন্ডনীয় সেটা আমিও জানি। তবে সারা দেশে অসংখ্য পাখি খাঁচায় বন্দি অবস্থায় মানুষের বাসায় শোভা পাচ্ছে সেদিকে প্রশাসনের খেয়াল নাই।
ক্ষমতাধর মানুষদের কথা চিন্তা করে বন্য পশুপাখি সংরক্ষণ আইনে কিছু পরিবর্তন আনা হয়েছিলো বেশ অনেক বছর আগে। তার মধ্যে অন্যতম হচ্ছে "দেশীয় বন্য পাখি আটকে রেখে পালন, পরিবহন ও বিপনন করা যাবেনা"
 
এদিক দিয়ে আমি বেশ ভাগ্যবান।
আশির দশকের গোড়া থেকেই আমি ক্যামেরা ব্যবহার করতে শুরু করি।
তখন আমার এই ক্যামেরাটি ছিলো...

maxresdefault.jpg
এক সময়ের খুবই জনপ্রিয় মডেলের ক্যামেরার মধ্যে অন্যতম। আমি অবশ্য জ্ঞান হওয়ার পর থেকেই SLR ক্যামেরার সাথে ভীষণ পরিচিত। আমার বাবা ছাত্র জীবন থেকেই স্টুডিও ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ২০১২ এর ৩১শে ডিসেম্বর যখন স্টুডিওর সাটার স্থায়ী ভাবে বন্ধ করা হয় তখন ছিলো বাবার স্টুডিও ব্যবসার ৪৬ তম বছর
 
ক্ষমতাধর মানুষদের কথা চিন্তা করে বন্য পশুপাখি সংরক্ষণ আইনে কিছু পরিবর্তন আনা হয়েছিলো বেশ অনেক বছর আগে। তার মধ্যে অন্যতম হচ্ছে "দেশীয় বন্য পাখি আটকে রেখে পালন, পরিবহন ও বিপনন করা যাবেনা"
দেশীয় পাখির তালিকাটা কি শেষ পর্যন্ত আর আপডেট করা হয়েছিলো ?
 
এক সময়ের খুবই জনপ্রিয় মডেলের ক্যামেরার মধ্যে অন্যতম। আমি অবশ্য জ্ঞান হওয়ার পর থেকেই SLR ক্যামেরার সাথে ভীষণ পরিচিত। আমার বাবা ছাত্র জীবন থেকেই স্টুডিও ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ২০১২ এর ৩১শে ডিসেম্বর যখন স্টুডিওর সাটার স্থায়ী ভাবে বন্ধ করা হয় তখন ছিলো বাবার স্টুডিও ব্যবসার ৪৬ তম বছর

ক্যামেরার সামনে হাত দিয়া ল্যান্স ঘুরাইয়া ঘুরাইয়া ফোকাস এডজাস্ট করার মতো ধৈর্য্য কি তখন আমার ছিলো, মামা ?
সেজন্য ঐ Yashica MF-2 আমার জন্য উপযুক্ত ছিলো।
যদিও এর বেশ কিছুদিন পরে Yashica Electro 35 মডেলের একটা ক্যামেরা ব্যবহার করেছিলাম অনেকদিন। তখনকার সময়ে এই ক্যামেরাটিও বেশ স্টাইলিশ আর খুব ভালো মানের ক্যামেরা ছিলো। বিশেষ কোনো অনুষ্ঠান বা ভ্রমনের সময়ই শুধু ঐ ক্যামেরাটা ব্যবহার করতাম...
 
আপনেরা পড়ার সময় উল্টা পড়েন দেইখ্যা...
আসলে লেখলাম হইলে, "অপু মামা তো খালি কয়, ওনি নাকি ঐটায় করে..."

হা. হা. হা...

এইটাও উল্টাই পড়তেছি, 'আর্ন মামা খালি ঐটাই করে'...

কি করমু কন, আমার কুনো দুষ নাই, পোড়া নয়নের দুষ...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top