কোনো কারন ছাড়া এতো বিলম্বে ঈদের নামায আদায় করাটা সমীচীন কিনা সে ব্যাপারে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। ইতিহাস ঘেটে যেটুকু জানতে পেরেছি ইসলামের স্বর্ণ যুগে ঈদের নামায তাড়াতড়িই আদায় করা হতো। সেদিক বিবেচনায় যতোটা সম্ভব আগে আগেই ঈদের নামায আদায় করে নেয়াটাই শ্রেয়। তবে বিশেষ কোনো কারন থাকলে সেটা ভিন্ন কথা। তাছাড়া যেকোনো নামাযের বেলায়ই আউয়াল ওয়াক্ত তথা নামাযের সময় হবার পর বেশী বিলম্ব না করে ঐ সময়েই জামাতের সাথে নামায আদায় করার ব্যাপারে শরীয়তে বিশেষ তাগিদ দেয়া আছে।
দীর্ঘদিন থেকে চলে আসা কিছু ভুল পদ্ধতির প্রতি সম্মান প্রদর্শন না করে বরং সঠিক পদ্ধতির প্রচলন ঘটানোর চেস্টাকে আমার হিসাবে মহতী উদ্যোগ বলে মনে হয়। আর সে কারনেই আপনাদের (তরুণদের ) নেয়া উদ্যোগ যেনো সফল হয় সে কামনা করছি...