ঠিক তাই মামা। ধর্মীয়ভাবেও এরকম কথা বলা আছে। আগে ব্যাক্তি চরিত্র গঠন করতে হবে। নামাযের মাধ্যমে ব্যাক্তি চরিত্র গঠন হয়। কারন নামায সমস্ত ধরনের অপকর্ম থেকে মানুষকে মুক্ত রাখে। ব্যক্তি চরিত্র গঠন হলে তার প্রতিফলন ঘটে পরিবারের উপর। আর সব পরিবার একই ধাঁচের হলে সেটার মাধ্যমে সামাজিক চরিত্র গঠন হয়ে যায়। আর এতে করেই একটি জাতী উন্নত চরিত্রের অধিকারী হয়ে যায়...