What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২২ (5 Viewers)

Status
Not open for further replies.
আপনি বলে দেন যে আপনারা ছাড়া পৃথিবীর আর কেউ কিছু বুঝে না,কারোর কথা শুনা যাবে না, তাহলেই মিটে যায়। দায়সারা গোছের যুক্তি দেখাবেন না অন্তত। আর আমি মোটেও রাগ করে বলছি না।

তা বলতে যাবো কেনো ?
যেটা সত্য নয় এরকম কিছু আমরা কি কখনো বলতে পারি ? !!
আমাদের চাইতে অনেক বেশী জানে এরকম লোকের সংখ্যা অনেক আছে।
তবে আমরা আমাদের এই বুঝাটা আমাদের মতোই বুঝতে চাই। কারোর কোনো ভালো তথা সঠিক পরামর্শকে আমরা কখনো অবহেলা করেছি এরকম কোনো কিছু আমার মনে পড়ছে না। বরং কারো ভালো পরামর্শকে আমরা সবসময়ই সাধুবাদ জানিয়ে এসেছি।
 
না। সেটা হবে নিয়মের পরিপন্থী। কারণ রিপ্লাই অফ করে দিবেন হেডমাস্টার সাহেব

সমস্যাটা আসলে এই জায়গাটাতেই...
আমি বলেছিলাম নিয়মের কথা।
এই ধরনের মন্তব্য বা পরামর্শ সাধারণত যে সেকশনে করার কথা আমি শুধু ঐ সেকশনটা আপানাকে জানিয়ে দিয়েছিলাম। আর আপনি এটাকে নিয়মের ভুল মনে করছেন। আর এজন্যই বলেছিলাম আপনি ফোরাম আইন বা নিয়ম পড়েননি কিংবা পড়লেও গুরুত্ব সহকারে পড়েননি।
অথবা এমনও হতে পারে আপনি নিজে থেকে ফোরাম আইনটাকে কোনো গুরুত্বই দিতে চান না !
 
যাই হোক এখানে নিয়ম সমভাবে সবার জন্য প্রযোজ্য না। আমার আর কিছু বলার নেই। ভালো না লাগলে অন্য জায়গায় যান, এইটা হচ্ছে সবচেয়ে Illogical logic

আপনার এই অভিযোগটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।
সব মেম্বারই আমাদের কাছে সমান। সবার জন্য একই নিয়ম আর সুযোগ সুবিধা।
অবশ্য ফোরাম স্টাফদের সাথে যদি সাধারন মেম্বারের তুলনা করেন তবে তো অনেক কিছুই আপনার চোখে পড়তে পারে।
তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, একজন ফোরাম স্টাফ ফোরামের জন্য যা দেন বা দিতে পারেন সেটি একজন সাধারন মেম্বার কখনো দিতে পারে না...
 
খালা, আপনি এক কাজ করুন;
ফোরাম রুলস এর অনুচ্ছেদ-১, ধারা-৪ একটু পড়ে আসুন।

যদি ফোরাম রুলস আপনার কাছ থেকে তৈরী করে নিতে হয়, তাহলে এখানেই খ্যান্ত দেন।

ওনাকে এই ব্যাপারে আগেও জানানো হয়েছিলো। ওনিও ফোরাম রুলস পড়েছেন বলে আমাদের অবগত করিয়েছিলেন।
তবে আমার মনে হয় ওনি গুরুত্ব দিয়ে ফোরাম রুলস পড়েননি কিংবা ফোরাম রুলসকে গুরুত্ব দিতে চান না !
 
আচ্ছা ঠিক আছে আপনি ছাড়া তো আর কেউ কোন নিয়ম উচিত অনুচিত এটা তো বুঝে না।
এখানে আর খুঁজে পাবেন না

আমরা এখানে কখনো কারো র‍্যাঙ্ক নিয়ে কথা বলি না। একজন মেম্বার হিসাবে সব সময় সাধারন মেম্বারের সাথে নিজেদের তুলনা করেই কথা বলতে পছন্দ করি। কারন দিনশেষে আমরা একে অপরের বন্ধু ছাড়া আর কিছুই না। তারপরেও ছোট মামার মতো কারো ব্যাপারে কথা বলার সময় যদি ফোরামে ওনাদের অবস্থান জেনে কথা বলতেন তবে হয়তো কথাটা এভাবে বলতেন না। ছোট মামা সহ অন্যান্য স্টাফ যারা আছেন তাদের অন্যতম একটা দায়ীত্ব হলো মেম্বাররা জেনে কিংবা না জেনে কোনো ভুল করলে সে ভুলটি ধরিয়ে দেয়া। আর সে দায়ীত্ববোধের জায়গা থেকেই ছোট মামা কিংবা অন্য কেউ কাজটি করেন, যেটি আপনার কাছে অহেতুক ভুল ধরা হিসাবে বিবেচিত হয়েছে।
 
সমস্যাটা আসলে এই জায়গাটাতেই...
আমি বলেছিলাম নিয়মের কথা।
এই ধরনের মন্তব্য বা পরামর্শ সাধারণত যে সেকশনে করার কথা আমি শুধু ঐ সেকশনটা আপানাকে জানিয়ে দিয়েছিলাম। আর আপনি এটাকে নিয়মের ভুল মনে করছেন। আর এজন্যই বলেছিলাম আপনি ফোরাম আইন বা নিয়ম পড়েননি কিংবা পড়লেও গুরুত্ব সহকারে পড়েননি।
অথবা এমনও হতে পারে আপনি নিজে থেকে ফোরাম আইনটাকে কোনো গুরুত্বই দিতে চান না !
শেষের টা ঠিক।
আর এটা নিয়ে কথা না বলাই ভাল, কেননা উনি বলে গেছেন আর উনাকে এখানে পাওয়া যাবে না।
আমরা তো হতাশায় ডুবে যাব। বাচার আশা হারিয়ে ফেলব মামা।
 
ওনাকে এই ব্যাপারে আগেও জানানো হয়েছিলো। ওনিও ফোরাম রুলস পড়েছেন বলে আমাদের অবগত করিয়েছিলেন।
তবে আমার মনে হয় ওনি গুরুত্ব দিয়ে ফোরাম রুলস পড়েননি কিংবা ফোরাম রুলসকে গুরুত্ব দিতে চান না !
না। ফোরাম রুলস উনি ক্রিয়েট করতে চাচ্ছেন।
 
আমরা এখানে কখনো কারো র‍্যাঙ্ক নিয়ে কথা বলি না। একজন মেম্বার হিসাবে সব সময় সাধারন মেম্বারের সাথে নিজেদের তুলনা করেই কথা বলতে পছন্দ করি। কারন দিনশেষে আমরা একে অপরের বন্ধু ছাড়া আর কিছুই না। তারপরেও ছোট মামার মতো কারো ব্যাপারে কথা বলার সময় যদি ফোরামে ওনাদের অবস্থান জেনে কথা বলতেন তবে হয়তো কথাটা এভাবে বলতেন না। ছোট মামা সহ অন্যান্য স্টাফ যারা আছেন তাদের অন্যতম একটা দায়ীত্ব হলো মেম্বাররা জেনে কিংবা না জেনে কোনো ভুল করলে সে ভুলটি ধরিয়ে দেয়া। আর সে দায়ীত্ববোধের জায়গা থেকেই ছোট মামা কিংবা অন্য কেউ কাজটি করেন, যেটি আপনার কাছে অহেতুক ভুল ধরা হিসাবে বিবেচিত হয়েছে।
আমার নিজেরই মনে ছিল না আমি ক্ষমতাধারী, আমি তো এতোদিন নিজেকে মেম্বর হিসেবেই জানতাম!!
 
আমার নিজেরই মনে ছিল না আমি ক্ষমতাধারী, আমি তো এতোদিন নিজেকে মেম্বর হিসেবেই জানতাম!!

আপনি মেম্বার না সেকথা আবার কে বললো !!
আপনি একজন মেম্বার সেই সাথে একজন স্টাফ মেম্বারও বটেন...
 
খালা, আপনি এক কাজ করুন;
ফোরাম রুলস এর অনুচ্ছেদ-১, ধারা-৪ একটু পড়ে আসুন।

যদি ফোরাম রুলস আপনার কাছ থেকে তৈরী করে নিতে হয়, তাহলে এখানেই খ্যান্ত দেন।
আমারগুলো কোন দিক থেকে তাহলে বিজ্ঞাপনমূলক পোস্ট ছিলো?আমি কি বলে দিয়েছিলাম সেসবে যাওয়ার জন্য?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top