একটা সময় রাত বারোটার মিনিটখানেক আগে হাজিরা খাতায় হাজিরা টাইপ কইরা মাউসের কার্সর সাবমিট বাটনে ঠেস দিয়া ঘড়ির দিকে তাকাইয়া থাকতাম...
ঘড়ির সেকেন্ডের কাটা ১২'র ঘরে ছোঁয়া মাত্রই যেনো ক্লিক করতে পারি সেজন্য চোক্ষের পাতিও ফালাইতাম না। সময় মতো ক্লিক করনের পরেও প্রায় দিনই দেখতাম আমার আগে কম কইরা হইলেও দুই তিনজনে হাজিরা সাবমিট কইরা ফালাইছে... হয় যুবি মামা না হয় মনি মামা কিংবা সানি বা ছোটম আমার আগে মাইরা দিতোই... মাসে এক দুইদিন তাগোরে বিট করতে পারছি।
তয় যুবি মামারে বিট করা খুব কঠিন ছিলো... যুবি মামা প্রায় মাসে পাস হইলেও মনি মামা যুবি মামারে ছাইড়া কথা কইতো না...