What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
আপনেগো পালকের বিছানা, মাখনের শরীর...

এটা শরীর আর বিছানার বিষয় না।
মনের বিষয় !
মন ব্যাটা খুব অভিমানী।
সময় মতো তারে তোয়াজ না করলে সে উল্টা পথে হাটা ধরে...
 
সমর্থন তো করলেন, চরম ক্লান্ত হয়ে যে কোন জায়গায় ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতা আছে?...

আমার অনেক আছে...
এর মাঝে হাসপাতালের ওটির সামনে এরকম একটা ঘটনার কথা অনেকদিন মনে থাকবে...
 
কত সময় অপেক্ষা করতে হবে😔

সেটা নির্ভর করছে পোস্টের মাধ্যমে কতো দ্রুত আপনি আপনার ইউজার গ্রুপ নেক্সট দুই লেভেল পার করতে পারবেন...
 
আসলে নেটের সেই অন্ধকার জগতে ছোট মামার মতো এক্সপার্ট লোক ছাড়া যাওয়া ঠিকও না। আর গেলেও সেই জগতের দরজা পর্যন্তই যাওয়া যাবে। এর গভীরতা এতো বিশাল যে সাধারন কেউ গেলে সেখানে হারিয়ে যাবার সম্ভাবনাই বেশী। আর সব থেকে বড় কথা ইচ্ছে করলেও সেই গভীরতায় নামা কিছুতেই সম্ভব নয়।
এমন কোনো কু-কর্ম নেই যা সেখানে চলে না। এতো বড় বড় ক্রাইম ওখানে হয়, যেটার ফিরিস্তি শুনলেও গায়ে কাঁটা দিয়ে উঠে...

মামা, ওপেন নেটে এমন অনেক সাইট আছে যেখানে এমন এমন কন্টেন্ট আছে দেখলে অবাক হবেন, কিন্তু
আমরা ফেসবুক ইউটিউব ছাড়া আর কতগুলি সাইট জানি? তেমনি আবার ডিপ নেটে অনেক সাধারন সাইট
থেকে সুরু করে ইনফরমেটিভ সাইট আছে, তেমনি আছে অনেক দুষ্প্রাপ্য মাস্টার পিস মুভি টিভি সিরিস
থেকে দুষ্প্রাপ্য গান। অনেক অনেক ধরনের সাইট আছে, তবে আপনার কথা সত্যি যখন আপনি একটু
গভির থেকে গভিরতায় যাবেন তখন। সেখানে আপনি কি পাবেন সেটা আমাদের ধারনায় ও আসে না।

যেহেতু ডীপ ওয়েবে সবার অবাধ বিচরণ সম্ভব নয়, সেহেতু ওখানকার বাসিন্দারা একটু বেশীই স্বাধীনতা ভোগ করে থাকে। তাছাড়া ওখানকার বাসিন্দারা নিজেকে দুনিয়ার সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে সক্ষম বিধায় শুধুমাত্র ওরা ওরাই ওখানে ওদের ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম।
অনেকের মতে বিশ্বের সব থেকে বিপদজনক ডিল গুলো ঐসব সাইটের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে।

পড়লাম, বেশ ভালো লিখেছেন আপনি। আরও বিস্তারিত লিখলে আমাদের জন্য সুবিধা হতো।

আমার পার্সোনাল পিসি থেকে কোন রিস্কি কাজ না করার পিছনে র‌্যানসমওয়্যার এবং কুকি চুরির বিষয় দুটি জড়িত। আপনাকে একটা ঘটনা বলি...

২০২০ এর জানুয়ারীতে র‌্যানসমওয়্যার এটাকের শিকার হয়েছিলাম। ডার্ক ওয়েবের কোন একটা কাজের জন্য এন্টিভাইরাস (আমি উইন্ডোজ ডিফেন্ডারে সন্তুষ্ট) বন্ধ করেছিলাম যা পরে চালু করতে মনে ছিল না। ব্যাস, তাতেই চেপে বসেছিল। পরের দিন দেখি পিসি অনেক স্লো কাজ করছে। সেই সাথে আজব একটা ওয়েবপেজ বার বার অটোমেটিকেলি ওপেন হচ্ছিল। আমার বুঝতে বাকি ছিল না যে আমি ভাইরাস এটাকের শিকার হয়েছি। পরে এন্টিভাইরাস একটিভ করে ভাইরাস দুর করতে করতে তারা আমার ইন্টারনাল স্টোরেজের সব ডাটা (প্রায় ১৫০০ জিবি) এনক্রিপ্টেড করে ফেলে। অনলাইন ঘেটে ডাটা রিকোভারের অনেক টুলস ব্যবহার করেছি কিন্তু কোন কাজ হয় নি। কিছু ডাটা আমার কাছে এতটাই ইম্পর্ট্যান ছিলো; যেগুলো ফিরে পাওয়ার জন্য আমি তাদের দাবিকৃত অর্থও দিতে চেয়েছিলাম।


আমার মাথায় কোন বিষয় একবার খেলে গেলে সেটার আগা থেকে গোরা পুরোটা তুলে আনার চেষ্টা করি। আমার উদ্দেশ্য ছিলো যেকোনো ভাবে ডাটাগুলো ফেরত আনা। রিসার্চ শুরু করে ওটার ব্যাপারে অনেক কিছু জানতে পারি। অনেকের মন্তব্য ছিল যে,
"তাদের দাবিকৃত টাকা দিয়ে দিলেও তারা ডাটা ফেরত পাওয়ার টুল দেয় না। "

পরে অনলাইনে ফাইল ডিক্রেপ্ট করার একটা টুল (নাম মনে নেই) পাই যেটা তাদের সংগ্রহে থাকা কিছু ডিক্রেপ্টশন কী ব্যবহার করে ডাটা রিকোভার করার চেষ্টা করতো। সেগুলো দিয়েও কাজ হয় নি।

এপ্রিলে আমার এইচএসসি পরীক্ষা ছিলো। তাই ডাটা পাওয়ার আশা বাদ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি। মার্চে যখন শুনি যে লকডাউনের জন্য পরীক্ষা হবে না তখন ডাটাগুলো ফিরে পাবার আশায় আবারও রিসার্চ শুরু করি। সিদ্ধান্ত নেই তাদের দেওয়া ডিক্রেপ্টশন কী-র আদলে কী বানাবো।
আমি একজন ছোটখাটো ওয়েব ডেভেলোপার। প্রোগ্রামীং সম্পর্কে খুব বেশি ধারণা নেই। কিভাবে কি করেছি জানি না। শতশত চেষ্টার পর অবশেষে এপ্রিলে এসে সফলতার মুখ দেখতে পাই। আমার সবগুলো ডাটা রিকোভার করতে সফল হই। এই ছোট্ট জীবনে একটানা এরকম রিসার্চ আর কখনোই করি নি।


এরপর নতুন করে উইন্ডোজ সেটাপ করে অন্য একটি লাইসেন্স কী ব্যবহার করে একটিভ করি। তারপর থেকে আর ওমুখো হইনি।
লেখাগুলো কিছুটা এলোমেলো হয়েছে। পড়তে অসুবিধে হলে ক্ষমা করবেন।

মামা, আমি কম করে ১২-১৪ বছর আগে থেকে কম্পিউটার ব্যবহার করি, আর যখন থেকে আমাদের দেশে GPRS এর মাদ্ধমে নেট
এর সার্ভিস চালু হয় তখন থেকে আজ অব্ধি ইন্টারনেট ব্যবহার করছি, আমি আবার কম্পিউটার হার্ডওয়্যার মানে কম্পিউটার এর
সমস্যা সমাধানের কাজ করি, তাই আমাকে সবসময় সব ধরনের আপডেট সফটওয়্যার ডাউনলোড করে রাখতে হয়, অনেক অনেক
সফটওয়্যার আছে যাদের ক্রেক ভার্সন ডাউনলোড করতে হয়, তাছাড়াও বহু বছর থেকে নেটের অনেক গভীরে যাতায়াত, কিন্তু
আজ অব্ধি একবার অব্ধি কোন Ransomeware, Malware or Rootkit আমার কম্পিউটার এর কোন ক্ষতি করতে পারে নাই, আর
আগে তবু এন্টিভাইরাস ব্যবহার করতাম, উইন্ডোজ ১০ এর সিকুরিটি এসেন্সিয়াল এর পর আর তাও ব্যবহার করি না। কিন্তু একটা
জিনিস আমি সব সময় মেনে চলি। দাটা সবসময় ব্যাকআপ রাখি, আর বেশি দরকারি ডাটা সব সময় একের বেশি যায়গায় রাখার
চেষ্টা করি।
তবে আপনি যে নিজের চেষ্টায় আপনার ডাটা ডিক্রিপ্ট করতে পেরেছেন এটা জেনে আমার খুব ভালো লাগল, এটা সাধারন যে কোন
লোকের দারা সম্ভব না মামা,
তবে আপনার উইন্ডোজ এর নতুন কি ব্যবহার না করলেও চলত, কারন উইন্ডোজ নিজেই তার Activation Key পি সি তে স্টোর করে
না, কি টা ওদের সারভারে পাঠায়, সেখানে ভালিডেট করে সারভার থেকে একটি Encripted কি পায় সেটা রাখে, তাই আপনার কি
অনলাইনে ফাস হবার সম্ভাবনা নাই।

মামা, ফোরামের নিয়ম বাঁচিয়ে, আর সরাসরি কোন ডার্ক নেট লিঙ্ক পোস্ট না করে যথা সম্ভব বিস্তারিত
ভাবে বোঝানোর চেষ্টা করেছি মামা, জানি আরও বিস্তারিত লিখলে সুবিধা হত, কিন্তু তাতে সমস্যা হত
বেশি। আমি জানি সেখানে কি কি পাওয়াজায়, তাই সেই স্থানের দ্বার খুলে দেওয়া এরকমভাবে, আমার
দারা সম্ভব না। অনেকেই নিজে সঠিক ভাবে না জেনে অনেক মন্তব্য করে, অনেকে ভুল জানে, সুধু সেই
ভুল গুলি কি সেটা বোঝাতে ওই প্রতিবেদন টি লেখা।
আমি চাই না সেখানে সবার অবাধ বিচরণ হোক, সমাজের জন্য ক্ষতিকর জিনিস সহজ লভ্য হোক।

নেটের অন্ধকার জগত সম্পর্কে কিছু জানা হলো...

যেহেতু আমার দক্ষতা কম, তাই ও পথে পা না বাড়ানোই নিরাপদ মনে করছি...
 
সেটা নির্ভর করছে পোস্টের মাধ্যমে কতো দ্রুত আপনি আপনার ইউজার গ্রুপ নেক্সট দুই লেভেল পার করতে পারবেন...
মোট কয়টা পোস্ট হওয়া লাগবে মামা?
 
নিচের বক্সে তো তিনজায়গায় 3 dot আছে

আপনি রিপ্লাই বক্সের কথা বলেছেন।
ওখানে তিন জায়গায় আছে। কিন্তু আমি বলেছিলাম পেইজ সংখ্যার যে নাম্বারগুলো আছে তার কথা। দ্রুত কাংখ্যিত পেইজে পৌঁছাতে হলে এটাই সব থেকে উত্তম পথ।
ZDNvneh.jpg
 
বড় বাঁচা বেঁচে গেছেন, আপনি নিজে এক্সপার্ট বলেই এটা সম্ভব হয়েছে। আমাদের মতো কেউ হলে ওখানেই ক্ষান্ত হয়ে যেতাম। যাক, এই সুবাদে আপনার নতুন একটা পরিচয় জানা গেলো। খুব ভালো লাগলো আপনার নতুন পরিচয় পেয়ে। আমি তো কেবল পিসি স্টার্ট আর শাট ডাউন করতে পারি। এর বাইরে কোনো কিছুর দরকার পড়লে আপনাদের মতো এক্সপার্টদের স্মরনাপন্ন হই। প্রয়োজন হলেই ফোরামে যারা এই ধরনের কাজ বুঝেন তাদের কাছে হাত পাতি। তারাও সবাই আমাকে এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের সবার কাছে আমি সেজন্য কৃতজ্ঞ। এইতো কিছুদিন আগেই একটা সমস্যায় পড়েছিলাম। ছোট মামা ও ছোটম মামা এজন্য অনেক কস্ট করেছেন। গভীর রাত পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য আমাকে সময় দিয়েছেন।
এমনিতে আমি টর ব্রাউজার খুব একটা ব্যবহার করি না। শুধু একটা সাইট নরমাল ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি না বলে মাঝে মধ্যে টর ব্যবহার করি। তাও শুধু ঐ নির্দিস্ট সাইটটা ব্যবহার করার জন্যই। অন্য কোনো সাইট কিংবা কোন ওনিয়ন সাইটে সাধারণত যাই না। তবে আমার এক ফোরাম বন্ধু আছে যেকিনা এই ব্যাপারে খুবই এক্সপার্ট। মাঝে মধ্যে সে আমার এখানে এলে তাকে নিয়ে কিছুটা গভীরে দেখার চেস্টা করি। বলা ভালো, সে কিছুটা গভীরে গেলে আমি পাশে থেকে শুধু দেখার চেস্টা করি।
আপনার এই ঘটনা পড়ার পর চিন্তা করছি, এখন থেকে সেটাও আর করবো না। অন্তত আমার পিসি থেকে তো অবশ্যই না ! লেখাটা খুব সুন্দর হয়েছে। আমার কাছে এলোমেলো মনে হয়নি। ওয়েব ডেভলোপিংয়ের পাশাপাশি লেখালেখি করলেও আপনি ভালো করবেন বলে আশা করি...

চমৎকার মতামত...
 
আপনি রিপ্লাই বক্সের কথা বলেছেন।
ওখানে তিন জায়গায় আছে। কিন্তু আমি বলেছিলাম পেইজ সংখ্যার যে নাম্বারগুলো আছে তার কথা। দ্রুত কাংখ্যিত পেইজে পৌঁছাতে হলে এটাই সব থেকে উত্তম পথ।
ZDNvneh.jpg
আমার মোবাইলে তো এটা দেখাচ্ছে না তাই ভাবছি হয়তো রিপ্লাই বক্সেরটা হতে পারে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top