What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
ইনশাআল্লাহ, আগামী মিলন মেলা পর্যন্ত যদি বেঁচে থাকি আপনাকে আমার বুকে জড়িয়ে ধরবো...
ধরার পর জড়িয়েই থাকবো।

আহ্ তৃষ্ণার্তের জন্য এক গ্লাস ঠান্ডা শরবত...
 
ধুলা নিয়া কি করবেন ?
দেখছেন, এইটাও বুঝি না।
তাইলে বাক্যের শুরুতে যে সম্বোধন করেছেন সেটা ঠিক ছিলো না !

অষ্ট ধাতুর একটা কবচ কিন্যা, তারপর বুঝতেই পারছেন...
এখনো কইবেন সম্বোধন মানেন না?...
 
প্রতিযোগীতা শেষে আমার অতৃপ্ত বদন দেখেও যদি আপনারা হাততালি জারি রাখতে পারেন তবে আর আমার কোন কথা নেই...

দুই-চাইর প্যাকেট সাবাড় কইরা অতৃপ্ত বদন?...
 
পাখি মামা আবার কর্মস্থলে গেলে আপনার সেই সর্প দংশনের ব্যথাটা অনুভব করবেন হয়তো।
তবে আমরা আসলেই বুঝবো না, মামা। এটা সত্যিই বলেছেন।

এজন্যইতো কবি আপনাদের চিরসুখীজন বলে সম্বোধন করেছেন ...
 
আগামীকাল ডাক্তারের সাথে পরামর্শের পর এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিবো...

সেটাই সঠিক সিদ্ধান্ত হবে...
 
হায় হায় !
আপনে দেখি একেবারে পরেই গ্যাছেন...
এরপর যে আর কোনো মন্তব্য দেখতেছি না !!

না উঠাইলে মন্তব্য করমু কেমনে...
 
আড্ডাঘর ফাঁকা,, এখন কি করি?...

এক কাজ করি - আমি একাই কমেন্ট করি, আর একাই ঐ কমেন্টের রিপ্লাই দেই...

হা. হা. হা...
 
চমৎকার বিশ্লেষন...
সবদিকেই আলোকপাত করেছেন...

আমার সামান্য কথা -

এই ম্যাচে তো বটেই পুরো সিরিজেই ব্যাটিং এ পুরোপুরি স্বচ্ছন্দ ছিল না টিম বাংলাদেশ...
অনেকে কন্ডিশনের কথা বলবেন, অস্ট্রেলিয়ার জন্য তা প্রযোজ্য, আরে আমাদের তো হোম কন্ডিশন...
মনে রাখা দরকার অস্ট্রেলিয়ার এই টিম এর আগের ৪টা T20 সিরিজ হেরে এসেছে, এটা পঞ্চম সিরিজ হার...
ঠিক বলেছেন এই ম্যাচে আরো ৩০/৩৫ রান করতে পারলে জয়ের প্রবল সম্ভাবনা ছিল...

আক্ষেপটা থেকেই যাচ্ছে। কেন?...
১০৪ রানের স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার ৭ উইকেট ফেলে দেওয়া, ম্যাচটা শেষ পর্যন্ত মানে ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া...
বোলারদের কৃতিত্ব দিতেই হয়, মোস্তাফিজের বোলিং তো ছিল অবিশ্বাস্য, সে ৪ ওভার বোলিং করে দিলো মাত্র ৯ রান, উইকেট নিল ২টা, এক সাকিব ছাড়া বাকিরাও ছিল দারুন...

বোলিং বিশ্লেষন দেখি...


BOWLINGOMRWECON0s4s6sWDNB
Mahedi Hasan401724.25131000
Shakib Al Hasan4050012.5082510
Nasum Ahmed401714.25140110
Mustafizur Rahman41922.25170000
Shoriful Islam20814.0071000
Mahmudullah10303.0030000

সাকিব প্রসঙ্গ -

সাকিব বেশ ভালো খেলোয়াড়, কিন্তু সে যত ভালো খেলোয়াড় তার বন্দনা, তার গুনকীর্তন নায্য থেকে বহু বহুগুন বেশী, বিশেষ করে মিডিয়ায়...

৫ বোলার ১৫ ওভার বল করে ৫৪ রান দিয়েছে, সাকিব একাই দিয়েছে অস্ট্রেলিয়ার টার্গেটের প্রায় অর্ধেক রান (৪ ওভারে ৫০ রান নো উইকেট)...
সাকিব এক ওভারেই (৪র্থ ওভার) পাঁচ ছক্কায় দিলো ৩০ রান, ১০৪ রানের পুঁজি নিয়ে অমন একটা ওভার হলে ম্যাচ তো ওখানেই শেষ...


তারপরেও অস্ট্রেলিয়াকে ম্যাচটা জিততে ১৯তম ওভারে নিয়ে যাওয়ার কৃতিত্ব মোস্তাফিজ সহ বাকি ৫ বোলারের...
যদিও ব্যাপারটা বেশ কস্টের, তবুও আমি সাকিবকে খুব একটা দোষারোপ করছি না।
এটাকে খেলার অংশ হিসাবেই ধরে নিয়েছি।
ঘটনাটা উল্টোও হতে পারতো। যদি এক ছক্কা মারার পর পরের বলেই ড্যান ক্রিশ্চিয়ান আউট হয়ে যেতো তবে সাকিবের গল্পটা অন্যভাবে লেখা হতো...
আজকেও একটা আফসোস মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top