What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (8 Viewers)

Status
Not open for further replies.
জ্বী, সত্য কখনও পাশ কাটানো যায় না...
কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও নির্ণয় করা প্রয়োজন...

নির্ণয় করেন আর নাই বা করেন সত্য সত্যই।
সেই সত্যকে না কেউ পাশ কাটাতে পেরেছে আর না কখনো পারবে...
 
ও, ওনার মন ভরে নাই?...
আচ্ছা দেখি
টাইট রিপ্লাই...

অপেক্ষায় ছিলাম...
এখনো কোনো টাইট রিপ্লাই আপনার দিকে ছুটে আসতে দেখলাম না।
টাইট কেনো, লুজ রিপ্লাইও তো দেখতে পেলাম না...
 
না খোলে নাই, আপনার আগের কমেন্টের টাইট রিপ্লাই এর মতো সবকিছু টাইট হইয়া আছে...

টাইট হয়ে আছে !!
এতো টাইট রাইখেন না, পরে আবার ব্যথা শুরু হয়ে যেতে পারে...
 
সিরিজ জয় হয়েছে...
কিন্তু চতুর্থ ম্যাচটা... :oops:
দেখি পঞ্চমটা কি ফল আনে...

চতুর্থটা আসলে হাত ফস্কে বেরিয়ে গেছে।
অনেকটা কপাল খারাপ বলা যেতে পারে।
একটা ওভারের সেই তান্ডবটা যদি না ঘটতো, তবে বাংলাদেশ আরো একটা নতুন রেকর্ড যে গড়তো তাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই। ক্রিকেটে এরকমটা হয়। এটাকে দূর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যাবে না।
পঞ্চম ম্যাচে কে জিতবে সেটা আগাম বলা না গেলেও বাংলাদেশের ছেলেরা যে অজিদের ছেড়ে কথা কইবে না এটা নিশ্চিত। সম্ভবত শেষ ম্যাচটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর কেনো যেনো মনে হচ্ছে ঐ ম্যাচটা এতো লো স্কোরিং ম্যাচ হবে না। দু'দলই আগের ম্যাচগুলোর চাইতে বেশী রান করবে...
 
আজকে সদর হাসপাতালের সামনে যে ভীড় দেখলাম তাতে তো মনে হয় ভোরে যারা লাইন লাগিয়েছেন সন্ধ্যায়ও তারা টিকা নিয়ে ফিরতে পারবেন না।
লাইন দেখে আমি অভিভুত...

টিকার ব্যাপারে মানুষের সন্দেহ কেটেছে/কমেছে বলে মনে হচ্ছে...

সরকার ৭ই অগাস্ট থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে । দেশব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় ও সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে...

আফসোস শুধু এই কর্মসূচী যদি আরো কয়েকমাস আগে শুরু করা যেত...

অভিভূত মানে আপনার সংশয় কমেছে...
 
'অভিজ্ঞ লোকের অভিজ্ঞ বানী' শুনে জনগন,
তাইতো আপনি বিশেষজ্ঞ, আমরা সাধারন...

মামী আসার আগেই আপনি কাতুকুতু মজাইয়া ফালাইছেন আর আমারে কন অভিজ্ঞ !!
তাইলে আপনে নিজে কি ?
 
মনে হচ্ছে তরবারী অন্য কোন খাপে ঢুকাইছিলেন

বোধগম্য হলো না...

সপ্তাহে পাঁচদিন আপনার তলোয়ার তো কোষবদ্ধই থাকে...
শুধু দুইদিন যুদ্ধকালীন সময়ে সেই তলোয়ার খাপ থেকে খুলেন। এটা তো আমরা সবাই জানি।

মামা আপনার কমেন্টে যা বুঝাইছেন, তা আগেই বুঝছি, ওতে সমস্যা নাই...
এখন 'অন্য কোন খাপে' মানেটা কি দয়া কইরা বুঝাইবেন...
 
স্থানের নাম দিয়ে অনেকে অনেক সময় সম্বোধন করে...
আমাদের দুর সম্পর্কের এক মামা চাঁদপুরে দীর্ঘকাল কর্মরত ও বসবাসরত ছিলেন, অনেকে তাকে চাঁদপুরের মামা বলে উল্লেখ করত...
পাখি মামাকে এখন কি ডাকবো, আড়াই হাজারী মামা, হাজারী মামা নাকি আড়াই মামা...

শুধু হাজারী বললে আড়াই হাজারের অপমান হয়।
আর শুধু আড়াই বললে অপমান হয় পাখী মামার।
সে হিসাবে পুরো আড়াই হাজারী বলাই ভালো...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top