What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
দেড় ঘন্টা অতিরিক্ত শ্রমের জন্য মনটা মনে হয় এখনো বিষিয়ে আছে !!

কি আর বলবো মামা...
 
কেনো ?
আপনি যেতে চান না ?
অপু মামার সেই থ্রেডটা কিন্তু চমৎকার হয়েছে...

ধন্যবাদ মামা...
 
একাবেরেই পাশ কাটানো যায় না এটা মনে হয় ঠিক না।
আপনার মতো অতিরিক্ত বুদ্ধিমানেরা মনে হয় পেরে যায় !

হা. হা. হা...
 
অভিনন্দন নির্জনমেলা...

শুভ সকাল মামারা...
আশাকরি সকলে ভালো আছেন...

সাড়ে নয় টায় লগইন হয়ে এখন কমেন্ট করতে পারছি...

এই মুহুর্তে ফোরামের পোস্ট সংখ্যা ২০,০০,১৭৮টি...

০৮ আগস্ট ২০২১ তারিখের সকালের কোন এক শুভ লগ্নে ফোরামের পোস্ট সংখ্যা ২০,০০,০০০ অতিক্রম করেছে...

এই মাহেন্দ্রক্ষণে আড্ডার সকলকে সহ ফোরামের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি...

নির্জনমেলা আরো সমৃদ্ধ হোক...

নির্জনমেলা দীর্ঘজীবি হোক...
 
আপনি নিমরাজী হলে মামীতো গররাজী হবেনই...

ওনাকে কনভিন্স করুন, লাখ লাখ মানুষ টিকা নিচ্ছেন, নিয়েছেন, রেয়ার এক্সসেপশন ছাড়া কারো কোন অসুবিধা হয়েছে বলে জানতে পারিনি...

আজকে সদর হাসপাতালের সামনে যে ভীড় দেখলাম তাতে তো মনে হয় ভোরে যারা লাইন লাগিয়েছেন সন্ধ্যায়ও তারা টিকা নিয়ে ফিরতে পারবেন না।
লাইন দেখে আমি অভিভুত...
 
আড্ডার চিত্র ভিন্ন মানে কি আরো রঙ্গীন হয়েছে...

আপনার জন্য জবাবের অপেক্ষায় মন্তব্যের পাহাড় জমে গিয়েছিলো...
 
বোধগম্য হলো না...

সপ্তাহে পাঁচদিন আপনার তলোয়ার তো কোষবদ্ধই থাকে...
শুধু দুইদিন যুদ্ধকালীন সময়ে সেই তলোয়ার খাপ থেকে খুলেন। এটা তো আমরা সবাই জানি।
 
মরহুমের জন্য আল্লাহর নিকট অনেক দোয়া রইলো।

তয় আমি অহনো জ্যান্তা আছি।

আপনি দীর্ঘজীবন সুস্থভাবে জ্যান্তা থাকুন এই দোয়া করি...

আমাদের জন্য দোয়া কইরেন...
 
দেখেছি মামা...
বাংলাদেশ সিরিজ জিতেছে...
তবে চতুর্থ ম্যাচের ফলাফল ও পারফরমেন্স হতাশাজনক, বিশেষ করে ব্যাটিং...

ব্যাটিংয়ে আমাদের দূর্বলতা সিরিজের শুরু থেকেই চোখে পড়েছে। তবে এটাকে আমি খুব একটা বড় করে দেখেনি। একমাত্র মিচেল মার্শ ছাড়া অজিরাও এই ডিপার্টমেন্টে খুব একটা ভালো করতে পারেনি। সেই হিসাবে ধরেই নিতে হবে এটা পিচ আর কন্ডিশনের মিলিত ফসল। বাংলাদশের প্রায় সব বোলারই প্রত্যেকটা ম্যাচে দূর্দান্ত বোলিং করেছে। স্পীন-পেস দুই বিভাগই তাদের সেরাটা দিয়েছে এই সিরিজে। গতোকালকের ম্যাচটাও হয়তো আমরা জিতে যেতে পারতাম যদি না ক্রিশ্চিয়ান সাকিবের ঐ ওভারে ত্রিশটা রান না নিতে পারতো। এটা খেলারই অংশ। সাকিবকে আমি দোষারোপ করছি না। ক্রিকেট খেলায় এরকম ঘটনা আগেও ঘটেছে ভবিষ্যতেও আরো ঘটবে। শুধু বাংলাদেশের সর্বনিন্ম রান ডিফেন্ডের রেকর্ডটা হাতছাড়া হয়ে গেলো বলে কিছুটা খারাপ লাগছে। বাংলাদেশ গতোকাল ব্যাটিংয়ে ত্রিশ রান কম করেছে বলে আমার কাছে মনে হয়েছে। আর এই ত্রিশ রান কম করার পিছনে ম্যানেজমেন্ট কিছুটা দায়ী বলে আমার মনে হয়। সিরিজ জিতে যাবার পরও উইনিং কম্বিনেশন ধরে রাখার কোনো মানে হয় না। স্কোয়াডে থাকা অন্যান্য প্লেয়ারদের ব্যাটিং প্র্যাকটিসের প্রয়োজনের তাগিদে হলেও এক দুইটা চেঞ্জ খুব দরকার ছিলো। ওপেনিং জুটি আমাদের ভোগাচ্ছে সেই কবে থেকে। এই সিরিজের একটা ম্যাচও এমন যেনি যেটাতে কুড়ি রানের উপর পার্টনারশীপ হয়েছে। শুধু গতোকাল সম্ভবত ২৩ রানের একটা পার্টনারশীপ হয়েছিলো। সৌম্যের পরিবর্তে অন্য কাউকে দিয়ে ওপেনিং করানোর একটা সুযোগ গতোকাল খুব ভালো মতোই ছিলো। আরেকটা ব্যাপার আমার কিছুটা খটকা লেগেছে। সৌম্যের আউট হয়ে যাবার পর বাঁহাতি নাইমের সাথে মাহদীকে কেনো পাঠানো হলো না ? ঐ সময় মাহদীকে পাঠালে আরেকটু ভালো ব্যাটিং হতো বলে আমার ধারনা। সাকিব নাইম দুজনেই বাঁহাতি বলে অজি বোলারদের ঐ সময় তাদের বোলিং লাইন ঠিক রাখতে বেশ সহজ হয়েছে। নাইমের সাথে মাহদী হলে বোলারদের লাইন খুঁজে পেতে কিছুটা সমস্যা হতো। আর যেহেতু কম সময়ে বাংলাদেশের স্কোর বেশ ভালো অবস্থায় ছিল তখন সেহেতু মাহদী কিছুটা চড়াও হয়ে খেলার চেস্টা করতো। যদি এই সুযোগে এক দুইটা বাউন্ডারী বের করে ফেলতে পারতো তবে সাকিব আরেকটু স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারতো। আর এভাবেই সেই কম হওয়া ত্রিশটা রান বের হয়ে আসতো...
জানি না আজকে খেলা হবে কিনা। আমাদের দিকে এখনো আবহাওয়ার যে অবস্থা তাতে যথেষ্ঠ সন্দেহ আছে খেলা হওয়া নিয়ে। আর হলেও সেখানে বাংলাদেশ আজকে ডমিনেট করতে পারবে কিনা সে বিষয়েও সন্দেহ আছে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top