What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (2 Viewers)

Status
Not open for further replies.
শুভ সকাল
বাংলাদেশের প্রথম টি২০ সিরিজ জয়, অজিদের বদ, আর সুন্দর উত্তেজনাকর খেলা উপহার দেয়ার জন্য বাংলাদেশ টিমকে সাধুবাদ।
এই ভাল লাগা নিয়ে আজকের দিনটি শুরু হোক, এই কামনা করছি।


দায়ঃ এই ফোরামে পোস্ট করা আমার সকল কন্টেন্টের দায়, বিশেষ করে আড্ডা থ্রেডের আমার করা সকল পোস্টের দায় একান্তই আমার ব্যাক্তিগত। কাউকে আঘাত করার বা উদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে হেয় প্রতিপন্ন করার নিমিত্ত্বে নয়। তদুপরি কোন পোষ্টের আংশিক বা পুরোটাই যদি কোন ব্যক্তি বিশেষ কে আঘাত করে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গতানুগতি যে সকল থ্রেড পোষ্ট করেছি তার ৯৫ ভাগ বা তারও বেশি কন্টেন্ট ইন্টারনেট থেকে সংগ্রহ করা। সে ব্যাপেরও কারো আপত্তি থাকলে তা আপসারন করা হবে।

তাফিফের করোনা হওয়া সম্পর্কে আর কোন খবর পাচ্ছি না। দিপু মামাও বেজায় ব্যস্ত। কারো কাছে আপডেট তথ্য থাকলে জানাবেন।

ছোটমামা অনেকদিন অনুপস্থিত তা খেয়াল করেছি, কিন্তু কারন নিয়ে দুশ্চিন্তা করিনি, কেননা উনি মাঝে মাঝেই এমনটি করে থাকেন ব্যাক্তি জীবনের নানান জটিল হিসাব নিকাশের কারনে। শুধু দুশ্চিন্তা হয় উনাকে মাঝে মাঝেই উনেক দূর অব্দি যেতে হয় বৃষ্টিভেজা পথ মাড়াই করে। ভারতের অনেক জায়গাতেই বন্যা দেখা দিয়েছে সাথে পাহাড়ী ঢল। আল্লাহ সকলকে হেফাজত করুন।


অবস্থা এমন হয়েছে যে এবার আমাকে বলতেই হবে, করোনায় কোনো অঘটন ঘটলেও একটা মিলন মেলা খুবই জরুরী হয়ে পড়েছে...
 
বিভিন্ন জায়গার রিপোর্ট বিভিন্ন রকম। এটাই এদেশের অবস্থা মামা।

খুবই দুঃখজনক।
তবে এই সমস্ত বিষয় দেখার জন্য একাধিক সরকারী বেসরকারী প্রতিষ্ঠান আছে। সেসব প্রতিষ্ঠানের পিছনে বিপুল পরিমাণের আর্থিক বরাদ্ধও আছে। শুধু নেই তাদের কোনো কাজ করার মন মানসিকতা...
 
সকালে বাসা থেকে বেরোনোর আগে ০৮:৪০ এ শুভেচ্ছা জানানোর পর এই মাত্র ফোরামে ঢুকতে পারলাম...
বাসা থেকে কর্মস্থলে আসায় কিছু সময় গেলো, বাকীটা ২/৩ দিনের দেনা শোধ করতে হচ্ছে...
 
০৭ আগস্ট ২০২১ শনিবার, বিকাল ১৬:৪৫...

ফোরাম পোস্ট ১৯, ৯৯,৫৯৬ টি (এই পোস্টটা সহ)...
আর মাত্র ৪০৪ টি পোস্ট বাকী...
আজ সন্ধ্যায়/রাত্রেই হয়ে যাবে, ইনশাআল্লাহ...

সদস্য সংখ্যা ৯,৮০২ জন...
১০০০০ জন্য দরকার ১৯৮ জন...

কয়টা দিন সামনেই পেয়ে যাবো...
 
Last edited:
আপনি না একটা হোমিওপ্যাথ ডাক্তারের কথা বলেছিলেন, যার কাছ থেকে ওষুধ খাবার পর থেকে আপনার এই এজমা সমস্যা দূর হয়ে গিয়েছিলো ? ঐ ডাক্তারের সাথে দেখেন না কোনোভাবে আবার যোগাযোগ করা যায় কিনা...

সুন্দর পরামর্শ, কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথী বেশ ভালো কাজ করে, পাখি মামা চেষ্টা করেন...
 
আপনার অঙ্গুলী নির্দেশ বুঝতে কারো কোনো সমস্যা হবে না।
আমি কিন্তু অস্বীকার করি নাই। শেষ পর্যন্ত আমারই খেয়ে সাবাড় করতে হয়।
এখন যে কথাটি না বলে পারছি না, সেটি হলো আসলে আপনার টেস্ট করার পর যেটুকু অবশিস্ত থাকে তাতে আমার ঠিক পোষায় না...
আপনার কথার জের ধরেই বলছি, বপু দেখেও কি তার চাহিদা বুঝেন না ?

টেস্ট আর সাবাড় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাড়া বাকিদের জন্য বরাদ্দ রইলো, খালি মিষ্টির প্যাকেট দেখা ও হাততালি দেয়া...
 
ক্যমনে কি ?
আমি তো আপনেরে আগাইয়া দিছি...
অপু মামার জানা থাকলো, আপনার টেস্টের ধরন কি।
এখন নিশ্চিন্ত মনে বগুড়া যান, ওখানে অপু মামা আপনাকে শুরুতে টেস্ট করাবেন, পরে আপনাকে আপ্যায়ন করবেন !

অবশ্যই মামা...
 
না, সংজ্ঞা ঠিকই আছে।
নিজের টাকায় নিজে বানানো বাড়ি মানে নিজের বাড়ি, বাপের টাকায় বাপের বানানো বাড়ি কিংবা বাপ তার বাপের কাছ থেকে পাওয়া বাড়ি মানে বাপের বাড়ি...

আমিও এতদিন এটাই জানতাম, এ ব্যাপারে নতুন কোন সংজ্ঞা আবিস্কার হইছে নাকি...
 
অপু মামা তো সপ্তাহে পাঁচদিন রোযা রাখেন...
এটা ওনার দীর্ঘ দিনের অভ্যাস...
আপনার তো আর এই অভ্যাস নেই !

শখে নয়, ঠেকায় পইড়া...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top