What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (7 Viewers)

Status
Not open for further replies.
আপনের লিঙ্গ (ইজ্জত) আপনে সামলাইবেন, অন্যরে নাড়তে-ঘাটতে দেন ক্যা... :p

যাক আপনাগো খেদমতে একটা গল্প বলি -

পুরাতন গল্প (দুষ্টু পোলাপানের কাছে শোনা)ঃ


কবিগুরু একদা ব্যকরণ বই অধ্যয়নরত ছিলেন। আকর্ষনীয় বিষয় হিসাবে তিনি লিঙ্গ (অধ্যায়) ঘাটাঘাটি (পড়ুন অধ্যয়ন) করিতে ছিলেন। ঘাটাঘাটি (অধ্যয়ন) করিতে করিতে তিনি তন্দ্রাচ্ছন্ন হইলেন (বলা যায় - তাহার ঝিমুনিমত আসিল)। ইত্যবসরে মৃদুমন্দ দখিনা হাওয়ায় পুস্তকটির কতিপয় পৃষ্ঠদেশ স্থান পরিবর্তন করিয়া নতুন অধ্যায়ে উপনীত হইল। কিয়ৎকাল পর কবিগুরু জাগ্রত হইলেন। নয়ন মেলিয়া সমুখে ধাতু (অধ্যায়) অবলোকন করিলেন। কবিগুরু অন্তরে নতুন উপলব্ধি অনুভব করিলেন। তিনি সেই উপলব্ধি এই অমিয় বানীতে প্রকাশ করিলেন - 'লিঙ্গ ঘাটিতে ঘাটিতে ধাতু বাহির হইয়া গেল'।

উত্তরকালে সেই বানী অকালপক্ক ছেলে-ছোকরাদের (So called Young Generation) নিকট প্রভূত জনপ্রিয়তা লাভ করিতে সক্ষম হইয়াছিল। নেট যুগে বানীটি প্রকাশিত হইলে, লাইক এবং ভিউ এর বন্যা বহিয়া যাইত। :LOL::ROFLMAO:

আপনার এই গল্প পাঠান্তে হাসিতে হাসিতে আমার দম বন্ধ হইবার উপক্রম হইয়াছে, মামা।
 
সাড়ে পঁচিশ ঘন্টায় বাড়ী যেতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ!
দশ/এগারোটা দিন আমার অসুস্থ মায়ের সেবাতেই কেটে গেছে। এমনিটেই মোট ৫ বার অপারেশন করা (বিভিন্ন কারনে) তার উপর পিত্ত নেই। এবার ইউরিন ইনফেকশন সাতে হিমোগ্লোবিন কমে যাওয়া নিয়ে জ্বর। জ্বর যেন নামেই না। আমি চার জ্বর ওঠা অনেকদিন কারো দেখেছিলাম না এবার দেখলাম। আল্লাহর কাছে শুকরিয়া এখন অনেকটা সুস্থ। দিনদিন আরো উন্নত হবে আশা করে কাল বাড়ী ছেড়েছি। মাত্র ৫ ঘন্টায় মোটর সাইকেলে গাজীপুরে পৌঁছে গেছি। যদিও পথে লাখো মানুষের বাড়ী আসার করুন দৃশ্য দেখতে দেখতে আসতে হয়েছে। মানুষ ঈদের আগের আসা গরুর মত আসছিল।

গতকাল জানতে পারলাম দিপু মামার ছেলের করোনা পজিটিভ এসেছে। অথচ আমরা কেউই কেয়ার করছি না। তাফিফের বয়স ১২-১৩ বছরের বেশি হবার কথা নয়। যেখানে তাফিফ করোনার হাত থেকে রেহাই পায়নি সেখানে আমাদের এতোটা আনন্দিত হবার কিছু নেই। আল্লাহ তাফিফ কে দ্রুত সুস্থ করে তুলুক।

দশ বা এগারো দিন পর আড্ডায় আসলাম। প্রথমেই নজরে আসল আমাদের @apuvai মামাকে। উনি দেখি আড্ডা থ্রেডে লিখেছেন। অথচ কদিন আগেই আমি ধরে নিয়েছিলাম উনি আর আমাদের আড্ডা থ্রেডে পা রাখবেন না। এ বিষয়ে বেশি কিছু লিখব না, কারন উনি আমার পিছনে কেমন লেগে আছেন সেটা আগে পড়ে দেখে নিতে হবে।


শুভ সকাল

শুভ অপরাহ্ন মামা...
আপনার ফটুক খানা দেখে ভালো লাগছে...

আলহামদুলিল্লাহ...
মহান আল্লাহ্ খালাম্মাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন...
আপনাকেও অসুস্থ মায়ের সেবার বদৌলতে ও ওনার দোয়ায় সুখ শান্তি দান করুন...

লাখো মানুষের অসহায় অবস্থা দেখা ও আফসোস করা ছাড়া আমাদের করার কিইবা আছে...
এই দুর্ভোগ কমানোর জন্য যাদের করার কিছু ছিল, তারা চোখে ঠুলি পরে বসে আছেন...

দিপু মামার সাথে কথা হয়েছে, ওনার ছেলের অবস্থা এখন অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ...

ভালো থাকুন সবাই...
 
সহমর্মিতা...

পারিবারিক বিষয়াদির সুন্দর ও সহজ সমাধান হোক...

আল্লাহ মেহেরবান !
কিছুটা আগালেও বিষয় নিষ্পত্তি হতে বেশ কিছু সময় লাগবে বলেই ধারনা করছি...
 
কমেন্টে সেই অভিজ্ঞতারই প্রকাশ ঘটছে...

আবারো কনফিজড হইয়া গ্যালাম...
আপনের চোখের রোগ কি আমার দিলে বাসা বাঁধলো নাকি !!
 
হাসুন, হাসি মনের গ্লানি দুর করে দেয়...

আপনে তো আবারো আলু মামার কথা মনে করাইয়া দিলেন।
আলু মামাও এইরকমভাবেই হাসির সাপোর্ট করতো...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top