What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
আমাদের দেশের সার্ভিস প্রোভাইডাররা ভ্যাম্পায়ারের রক্ত শুষে নেবার মতো টাকা শুষে নিচ্ছে...


এক চেটিয়া বেবসার এইটাই অসুবিধা। সার্ভিস প্রভাইডার নিজেদের সর্বেসর্বা মনেকরেন।
 
সে জন্যই তো আগেভাগে হ্যালমেট মাথায় দেয়ার কথা চিন্তা করতেছিলাম...


হেলমেটে কি আটকাইবে মামা, নাকি সাথে আরও কিছু লাগবে!!!
 
যদি আমাদের এখানকার মতো হয়, তবে অপেক্ষা করতে পারেন কোনো নিরাপদ জায়গায়। খুব বেশীক্ষণ স্থায়ী হবে না এই বৃস্টি...



জি মামা, অনেক্ষন একটা দোকানের চালের তলায় দারিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম,
তবুও অল্প বিস্তর ভিজেছি। ঠাণ্ডা হয়ত আবার পরবে, এরকম হয়, প্রতিবার।
 
নতুন গানের মাঝে ভালো গান যে একেবারে হয় না তা নয়, তবে সংখ্যায় সেগুলো খুবই নগণ্য !!


হুম, সত্যি খুব নগণ্য। আর সেটাও অন্যদের ভিরে খুজে পেতে বেশ বেগ পেতে হয়।
 
আমাদের দিকে তো ছিটেফোঁটা ছিলো। এরকম মুষলধারে ছিলো না !



মুষলধারে বলে মুষলধারে, একবার মনে হচ্ছিল এইটা বর্ষাকাল। নিচু যায়গায় জল জমেছে দেখলাম।
 
এসবই সম্ভব কেবলমাত্র সবার মাঝে সত্যিকারের দেশপ্রেম থাকলে...



জি মামা, সত্যি তাই। A P J Abdul Kalam Sir এর নাম নিশ্চয়ই শুনেছেন। আমাদের দেশের
মিসাইল ম্যান বলাহয় ওনাকে, ওনার নামে ওড়িশার একটি দীপের নামকরন করা হয়েছে।
আরও কত আছেন এরকম, সকলে প্রকাসসে তাদের পরিচয় জাহির ও করেন না, কিন্তু নিজের
কাজ করে যান নিরলস। ইন্টারনেটে DRDO ও ISRO সম্বন্ধে সার্চ করলে অনেক অনেক
উধাহরন পাবেন এমন।
 
এক চেটিয়া বেবসার এইটাই অসুবিধা। সার্ভিস প্রভাইডার নিজেদের সর্বেসর্বা মনেকরেন।

একচেটিয়া ব্যভা করার সুযোগ পেয়েছে বলেই তারা এসব করতে পারছে।
যাদের দেখভাল করার কথা, তারা তাদের মাথা বিক্রি করে দিয়েছে তাদের কাছে।
আর এজন্যই আমজনতার হচ্ছে যত্তো সমস্যা !
 
জি মামা, অনেক্ষন একটা দোকানের চালের তলায় দারিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম,
তবুও অল্প বিস্তর ভিজেছি। ঠাণ্ডা হয়ত আবার পরবে, এরকম হয়, প্রতিবার।

বৃস্টির পর যেরকম ঠান্ডা পড়ার কথা ছিলো আমাদের দিকে ওরকম ঠান্ডা কিন্তু পড়েনি।
বরং সন্ধ্যার পর ঠান্ডা কিছুটা কম বলেই মনে হচ্ছে...
 
মুষলধারে বলে মুষলধারে, একবার মনে হচ্ছিল এইটা বর্ষাকাল। নিচু যায়গায় জল জমেছে দেখলাম।

সাথে কিছুটা বাতাস থাকলে তো একেবারে কাঁপিয়ে দিবে মনে হচ্ছে !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top