What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (19 Viewers)

Status
Not open for further replies.
সারাদিনের ব্যস্ততার কারণে আপাতত আতংক টের পাচ্ছিনা
তবুও ভালো !
ব্যস্ততার হাত ধরে এগিয়ে যান। তাতে অন্তত আতঙ্কটা কাছে ভিড়তে পারবে না !!
 
প্রতিদিনই ইতালীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে !
সম্ভবত পুরো ইউরোপ জুড়ে করোনার যতোটা না তান্ডব চলছে, এক ইতালীতেই এর থেকে বেশী চলছে...

ইউরপে সমেত বহু দেশ তাদের বর্ডার লক ডাউন করে দিয়েছে। আমাদের ভারত বর্ষ ও বর্তমানে সিমানা লক ডাউন অবস্থায়।
ভারতে সরকারি হিসেবে একজন ৭৬ বছরের প্রোউর বেক্তি মারা গেছেন এই COVID-19 করোনা ভাইরাসের জন্য। তবে দেশের
আয়তন এবং জনসংখ্যা হিসেবে আমাদের দেসে এটি খুবি নগণ্য, কিন্তু তবু ঢুকে যখন গেছে আমাদের দেশ ও প্রভাবিত হতে পারে
অদুর ভবিষ্যতে।

তবে ইতালির যেরকম খবর পাচ্ছি তাতে এই দেশের অবস্থা সত্যি আসঙ্কা পূর্ণ। চিনের পর ইতালি ২ নম্বরে। সত্যি খুব ভয়াবহ পরিস্থিতি।

 
জন্মগতভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী নাকি !
হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে পরিবেশগত একটা সামঞ্জস্যতা নিশ্চয়ই আছে...
ঐখানে যে গরম তাতে মানুষেরই তো টেকা দায়, রোগ বালাই টিকবে কেমনে
 
@dipu মামা আপনি কই, ভুলাই (ভুল গাই) মামারে বুঝাইয়া দেন
নামকরণটা ভালোই হইছে।
এখন খালি মনি মামায় ঐটাতে এপ্রুভড সিলটা মাইরা দিলেই হয় !!
 
ইউরপে সমেত বহু দেশ তাদের বর্ডার লক ডাউন করে দিয়েছে। আমাদের ভারত বর্ষ ও বর্তমানে সিমানা লক ডাউন অবস্থায়।
ভারতে সরকারি হিসেবে একজন ৭৬ বছরের প্রোউর বেক্তি মারা গেছেন এই COVID-19 করোনা ভাইরাসের জন্য। তবে দেশের
আয়তন এবং জনসংখ্যা হিসেবে আমাদের দেসে এটি খুবি নগণ্য, কিন্তু তবু ঢুকে যখন গেছে আমাদের দেশ ও প্রভাবিত হতে পারে
অদুর ভবিষ্যতে।

তবে ইতালির যেরকম খবর পাচ্ছি তাতে এই দেশের অবস্থা সত্যি আসঙ্কা পূর্ণ। চিনের পর ইতালি ২ নম্বরে। সত্যি খুব ভয়াবহ পরিস্থিতি।

বর্ডার সীল করে দেয়ার কারনে গতোকাল আমার আপা আখাউড়া বর্ডার থেকে ফিরে এসেছেন। আগামী মাসের ১৫ তারিখের পরে নাকি বর্ডার আবার খুলতে পারে বলে জানিয়েছে...
 
ঐখানে যে গরম তাতে মানুষেরই তো টেকা দায়, রোগ বালাই টিকবে কেমনে
সেই গরম পার হইয়া রোগ যদি একবার ঘরের ভিতরে হান্দাইতে পারে তাইলে একেবারে খবর কইরা ছাড়বো...
বাইরে গরম হইলে কি হইবো, ঘরের ভিতর তো সব সময়ই বসন্তের হাওয়া বিরাজ করে...
 
Expert Opinion Required,
মামা, বড় ভিডিও ফাইল এই যেমন ৭০০-৮০০ MB এবং বেশি দিন থাকবে এমন
File Upload Server কি আছে বা আপনারা কি ব্যবহার করেন একটু জানালে খুব
ভাল হয়। তাহলে আরও কিছু দেওার চেষ্টা করতাম।

ধন্যবাদ।
সেক্ষেত্রে ফাইলশেয়ারিং সাইটে যদি আপনার প্রিমিয়াম একাউন্ট থাকে তবে ভালো হয়।
না হলে কিছুদিন পরেই দেখা যাবে ঐ সমস্ত ফাইল ডিলিট হয়ে গেছে...
 
আমি কিছু লিখলে সেটা বোল্ড করতে পারি না কেন?
বোল্ড করার জন্য লেখাটি সিলেক্ট করে রিপ্লাই বক্সের উপরের বাম দিক থেকে দ্বিতীয় "B " লেখা বাটনটিতে ক্লিক করে দিন !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top