What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (6 Viewers)

Status
Not open for further replies.
আমার প্রিয় বন্ধু প্রমিথিউসের বিপ্লবের ঐ গানটা তাইলে গাইতে হয়:

ওরে বাংলার কৃষক শ্রমিক শোষিত জনগণ
আর কতকাল সইবি তোরা শোষকের নির্যাতন?
আন্দোলন, আন্দোলন
গড়ে তোলো আন্দোলন ।।
তবুও তো আগে গানে হলেও আন্দোলনের ডাক পাওয়া যেতো।
এখন দ্যাশ এতোই মসৃনভাবে (পড়তে হবে পিছলাভাবে ) চলছে যে, এমনকি গানের কথায়ও আন্দোলনের ডাক দেয়ার প্রয়োজন পড়ে না !!
 
জি, সেই সুবাদেই সেদিন অনেকদিন পর দেখা হয়েছিলো। সেই ল্যাংটা কালের বন্ধু বলে কথা।
যতোটুকু জানি, ওনি এখন লোকাল রাজনীতি ছেড়ে কেন্দ্রীয় রাজনীতিতে প্রবেশের চিন্তা-ভাবনা করছেন। যদিও বড় ভাই তা চান না !!
 
না, পায় নাই। তবে ডাক্তারের কেরামতি দেখানোর জন্য দিছে।
সেক্ষেত্রে ওনি ভালো ডাক্তার নন...
যদিও এরকম ডাক্তারদের কাছেই আমাদের ছুটে যেতে হয় !!
 
দেশে চাকরী অনেক আছে মামা, তবে ভালো চাকরী কেউ দিতে পারবেনা।
চাকরির বাজার মনে হয় এটাই, যে ভালো নাই.........
 
আপনাদের উৎসাহে লক্ষ ভেদ করতে ছোটা সুরু, সেই ছুটতে ছুটতে কখন যান দেখি অর্ধ লক্ষ
পূর্ণ হল এইমাত্র, আগামি ৮ ঈ বর্ষ পূর্তি তার আগে আপনাদের মাঝে এই অর্ধেক ই হোক, এই
অর্ধ লক্ষ পূর্ণ করতে পেরে সত্যি আজ যার পর নাই আনন্দিত আমি।


আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে যার পর নাই উতসাহিত করার জন্য।



Screenshot_2020-03-04.png
arrow.jpg
 
আমার জীবনে ওপেন হার্ট সার্জারির অনেক রুগীকে রক্ত দিয়েছি বলে সবসময় সবরকম টেস্ট তারা করিয়ে নিয়েছে। আল্লাহর রহমতে কখনো কোন রোগ ধরা পড়েনি।
দোয়া করি, আল্লাহ যেনো সবসময়ই আপনাকে এরকম রোগমুক্ত রাখেন !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top