What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (13 Viewers)

Status
Not open for further replies.
নাইট জার্নি করছেন নাকি?

এইটাও তো ডিউটির পার্টই...
সেই হিসাবে পাখি মামায় ঐ সময় নাইট ডিউটিতে ব্যস্ত ছিলেন !! [color]
 
যে কয়টা আছে আরকি, তাদের উপর আমরা বিবাহিতরা কাঁঠাল ভাঙ্গি!

যাক, কাঁঠাল ভাঙ্গার ভালো একটা জায়গার সন্ধান পাইলাম... [color]
 
সেসময় এসব বিষয়ে বাংলাতে লেখার পরিমান বলতে গেলে ছিলই না, এমনকি এখনো যেসব আছে তার বেশিরভাগেই উলটা পালটা অবৈজ্ঞানিক কথাবার্তা লেখা থাকে। তাই রেগেমেগে তখন ওই প্রবন্ধগুলো লিখেছিলাম। ইচ্ছা ছিলো পরে পূর্নদৈর্ঘ্য একটা গাইড লিখবো। কিন্তু উৎসাহ আর সময়ের অভাবে পড়ে আর লেখা হলো না।

এই ধরনের প্রবন্ধগুলো পড়তে অনেকেরই তেমন একটা আগ্রহ থাকে না।
তবে গল্পের মাঝে বিষয়গুলো ঢুকিয়ে দিয়ে কোনো লেখা লিখলে সেটাতে অনেকেরই আগ্রহের তৈরী হয় ! [color]
 
@monipuri মামা হারিয়ে গেছেন আরবী শিখতে গিয়ে
@apuvai মামা হারিয়ে গেলেন গোস্বা কার সাথে যেন করে
@Kantas মামা রয়েছেন যে প্যারার উপর পড়ে
@মাইন মামা থেকে গেলেন চাকুরীর চিপায় পড়ে
@মরুভূমির জলদস্যু মামা উকি মারেন ফাঁকে
@perfect man মামা রয়ে গেলেন লাইলি খুজার দলে
@Rainbow007 মামা কোথায় গেলেন বলে গেলেন না যে
@robinhood মামার মন ভালোনা বাবা হারিয়েছেন বলে
@sany13 মামা টাক সামলে আসেন না এ ঘরে
@Nirjonmela মামা ব্যস্ত সদায় ফোরামের উন্নয়নে।

আমরা কজন ঢু মেরে যাই অভ্যাসগত ভাবে
হয়তো কোথাও হারিয়ে যাবো দিনের অগতলে।

দোষ হয়তো আমাদেরই। মানে আমরা যারা নিয়মিত আছি তাদেরই।
আমরা তাদের টেনে আনতে পারছি না...
লিস্টিতে @ছোটভাই মামার কথা যে কিছু লেখলেন না !! [color]
 
Asi mama... Laili khujar dole nai... Emnitei asle asbe na hole drkr nai...😜😜

মনি মামা থাকলে অন্যভাবে রিপ্লাই দিতেন।
তবুও আপনার এই সাহসিকতার জন্য পিঠ চাপড়াতে ইচ্ছা করতেছে... [color]
 
মামা, একসময় পরার নেশা আমারও ছিল প্রচুর। মামার কোন লেখা আপনার কাছে থাকলে আমাকে যদি দিতেন তাহলে আমিও পরতাম।

রিয়াজ মামার থ্রেডগুলো চেক করেন, পেয়ে যাবেন... [color]
 
মামা, উৎসাহ দিতে আমরা সর্বদা প্রস্তুত, সময় টা বেক্তিগত আপনার, কিন্তু আমার মতে লিখে ফেলেন মামা।
একবার শুরু করা দেরি মাত্র, তারপর কাজ হবেই। আপনার সেই ক্ষমতা আছে বলেই আমার বিস্বাস আর সুধু
একটু সময় মেনেজ করা। শুরু করুন মামা, All the Best.
এই ধরনের প্রবন্ধগুলো পড়তে অনেকেরই তেমন একটা আগ্রহ থাকে না।
তবে গল্পের মাঝে বিষয়গুলো ঢুকিয়ে দিয়ে কোনো লেখা লিখলে সেটাতে অনেকেরই আগ্রহের তৈরী হয় ! [color]

গল্পে গল্পে গাইড লেখার ইচ্ছেও ছিল, কিন্তু সমস্যা হচ্ছে গল্প অবাস্তব, তাই শুধু লিখে ফেললেই হয়, কিন্তু এধরনের বাস্তবমুখী প্রবন্ধ লিখতে গেলে আবার বিভিন্ন সোর্স থেকে রিসার্চ করে তারপর লিখতে হয়, যেটা বেশ সময় সাপেক্ষ। তবে যাই হোক লেখার পরিকল্পনা পুরোপুরি বাদ দিয়ে দেইনি, হুট করেই হয়ত শুরু করে ফেলব, দেখা যাক।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top