What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (17 Viewers)

Status
Not open for further replies.
আর আমাগের মামী আপনারে ধরলে "জ্বলন্ত ঘা"
হাতে বালতি ধরিয়ে দেয়ার কারনে হাতে ঠোসা পড়ার ফলে যে জ্বলুনী উঠে সেটা থেকে ধরে নিয়েছেন নাকি !!
 
Lots of Adda Fun Masti of the kids, total 6 of them.
Childhood relived through them.

And we 3 siblings and respective spouses, all also participated.
Nothing exceptional, but total family enjoyment.
কোনো একটা উপলক্ষ্যকে সামনে রেখে পরিবারের সবাই এরকম একসাথে দিনভর আড্ডা আর মজায় কাটিয়ে দেয়ার মতো সূখের আর কিছু হতে পারে না। বিশেষ করে ভাই-বোন আর তাদের সন্তান সন্ততিদের সাথে সময় কাটানো আসলেই বেশ আনন্দের। এতে করে সবার সাথে সবার বন্ধনটা যেমন দৃঢ় হয়, তেমনি ছোটখাটো কোনো অন্তরায় থাকলেও আন্তরিক পরিবেশ থাকার কারনে সেগুলো কাটিয়ে উঠা যায়...
 
আসেন মামা, আমি আর আপনি গলা জড়াইয়া ধইরা গাঙ্গে ঝাপ দেই (লাইফ জ্যাকেট পইড়া)
গাঙ্গেই যদি দিবেন, সেক্ষেত্রে বুড়িগঙ্গাকেই বেছে নিয়েন। শুনেছি বুড়িগঙ্গার পানি ভারী হতে হতে এমন অবস্থা হয়েছে যে, এখন নাকি অনেক কিছুই সেই পানিতে ডুবতে চায় না !
 
এই জন্যই তো আপনি হেড মাস্টার। অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ না হইলে কি আর হেড মাস্টার হওন যায় ;)
এইরকম কোনো অভিজ্ঞতা এখনো আমার হয়নি, মামা !
দস্যু মামা যদি প্রয়োগ করে ওনার অভিজ্ঞতা শেয়ার করেন তবেই এই ব্যাপারে জানতে পারবো।
 
প্রেম একবার নয়, এসেছিলো তিন বার
দ্বার হতে তারে দিয়াছি ফিরায়ে, হৃদয়টা এখনো ভার...
এই জন্যই কথায় আছে, সাধা লক্ষী পায়ে ঠেলতে নেই...
 
আমারে ভুইলা গেলেন?

(তয় আমার লাইফ জ্যাকেট না হইলেও চলবো। কোন এলাকার লোক, নিশ্চয়ই মনে আছে)
মনে থাকবো না ক্যান ?
ঐ এলাকায় যাইতে হইলে তো শুরুটা বুড়িগঙ্গা দিয়াই করতে হয়।
আর সেজন্যই আমি বুড়িগঙ্গার নামটা প্রস্তাব করছিলাম। চেনা গাং, লাফ দিলে আপনের জন্য বরং ভালোই হবে...
 
নিতান্তই অনভিজ্ঞ

তবে এখনও সময় আছে ইম্প্রুভমেন্টের
হাহ হাহ হা
তারপরে কি ?
হাতে তো ফোস্কা পড়ে গেছে।
বালতি টানতে টানতে...
 
করোনা বিদায় নেয়নাই, আমাদের কর্তাব্যক্তিরা তারে হানিমুনে পাঠাইছে। হানিমুন শেষে ফিরা আইসা সে চনমনে মন নিয়া...
ঐটা একটা বাহানা মাত্র !
করোনার ভ্যাকসিন বেঁচতে হইবো না !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top