What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (4 Viewers)

Status
Not open for further replies.
সংশয় সন্দেহাতীত ভাবে অনিশ্চয়তা ও দ্বিধার উদ্রেক করতে পারে। সন্দেহ সংশয়াতীত ভাবে সেটা করতে পারে কি ?

বাপ্রে এমন প্যাচ দিলেন যে আমিই প্যাচায়া গেলাম :rolleyes:
 
It's happened on 29th, some time early. But all r ok. New member is an action star. Showing a lots of action from the beginning. Keep pray for my star.
আল্লাহ আপনার সন্তান ও আপনাকে সহ আপনার পরিবারের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন
 
I am back. Though my physical condition is not fully ok yet, but my new member of family is ok. And lots of joy is in our full family. Thanks to the great Allah, that i had overcome all this by the grace of Allah. Thanks to all member of nirjonmela who misses me in this period.
ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগছে, রানী খালা।
দোয়া করি, আল্লাহ যেনো আপনাকে দ্রুত পূর্ণাংগ সূস্থ্য করে তুলেন। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। সেই সাথে দোয়া জারি ছিলো, যেনো সব কিছু সহিহ সালামতে সম্পন্ন হয়। আপনার পরিবারের সবার খুশীর সাথে নির্জন মেলা পরিবারের সবার খুশী এখন একাকার হয়ে গেছে। আমরাও সবাই খুশী। মহান রাব্বুল আলামীনের অপার দয়া ও মহিমায় পরিবারের নতুন সদস্য হিসাবে যিনি এসেছেন তিনি ভালো আছেন যেনে আনন্দের মাত্রাটা অনেকগুন বেড়ে গেছে। কিন্তু তিনি মেয়ে না ছেলে সেটা এখনো জানি না। আশা করি, সময় সুযোগে আমাদের জানাবেন।
 
আলহামদুলিল্লাহ্‌ মামা, এখন পর্যন্ত আল্লাহ্‌ সুস্থ রেখেছেন তার রহমত আর সবার দোয়ার বরকতে। যুদ্ধ চলছে, তবে এই স্টুপিড বাঙ্গালী জাতীর জন্য যুদ্ধ করতে যেয়ে বুঝলাম যে কোন লাভ নাই। এরা হচ্ছে নিয়মকে অনিয়ম আর অযুহাত বানানোর জাতী, সেই সাথে থুতনীকে মাস্ক দিয়ে ঢেকে ফ্যাশন করা নির্বোধ জাতী। এদের জন্য যদি আমরা মরেও যাই তাও লাভ নাই। করোনা নির্মুল করা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন, তবুও তাঁদের ভাবাবেগ নাই। তাঁদের আবেগ শুধু উথলায়া পরে ফেসবুক আর চায়ের দোকানেই। যাই হোক অনেক কড়া করে কমেন্ট করে ফেললাম, এডমিনরা হয়ত বিষয়টা এলাউ করবেন না এভাবে ওপেনলি বলতে। :)
করোনা এতো সহজে দুনিয়া থেকে বিদায় যে নিবে না এটা দেশবাসী খুব ভালো করেই বুঝে গেছে। আর তাই, পুলিশকে দেখানোর জন্য মাস্ক থুতনীর নিচে ঝুলাইয়া রাস্তায় বের হতে হয়। বীরের জাতী হিসাবে জনগণ করোনাকে ভয় পেলে যে জাতীর অপমান হয়, মামা। সেজন্যই দেশের লোকজন করোনাকে মন খুলে বুকে টেনে নিচ্ছে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top