What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (1 Viewer)

Status
Not open for further replies.
ঠুয়াত দেয়া লাগেনি মামা।
দীপু মামা ঠুয়া দিতে চাইছিলেন।
কিন্তু ঠুয়া দিলে যদি আপনি আবার পিছলাইয়া যান, সে জন্য আর ঠুয়াটা শেষ পর্যন্ত দেয়া হয়নি...
 
The Prince আমাদের জুবি মামা, আর The Pirate অর্থাৎ আমাদের মুরুভুমির জলদস্যু মামা।
হাজিরা খাতায় গিয়ে দেখেন রাত্রি ১১ঃ৫৯ মিনিটের পর কে কার আগে হাজিরা দিতে পারে
তার মদ্ধে চলছে এক সুন্দর যুদ্ধ, ফলাফল দেখবেন এই মাসের শেষে জখন আমাদের ছোটম

মামা ফলাফল প্রকাশ করবেন।
বেশ ক'বছর আগের কথা মনে পড়ে গেলো !!
তখন এরকম যুদ্ধে কম করে হলেও জনা সাতেক লোক একবারে ঝাপিয়ে পড়তো...
 
আসলেই তো আমিও তো বুঝিনি !
এই সান্ডাস জিনিষটা কি, মামা ?


এই প্রশ্নের জবাব দিতে হলে আগে আড্ডার সবাকে এয়ার ফ্রেশনারের ক্যান সাপ্লাই করেন
 
এটা আসলে সবচে বড় সমস্যা, আর এই সমসসার আসল কারন Technology, যেমন আমাদের দেশের
কম্পানি ছিল Micromax, কিন্তু তাদের কাছে স্মার্ট ফোন তৈরির কোন প্রযুক্তি বা পরিকাঠামো নাই, তাই
তারা বিদেস থেকে কোন ফোন নিয়ে সুধু নিজেদের নাম ছেপে এই দেশের বাজারে বিক্রি করত, আর এই
কারনে আজকের বাজারে তারা হারিয়ে গেছে। কিন্তু যেমন সেমসাং তাদের এল সি ডি তৈরির কারখানা
খুলছে, এরকম আরও কিছু কম্পানি যদি তাদের কারখানা খুলে দেয় যেমন সেমসাং এর RAM চিপ, বা
Foxconn er PCB বা Sony Camera Module, তাহলে দেশিও কম্পানি তাদের থেকে কাঁচামাল বা সেই
সকল Component নিয়ে দেসেই পুরো মোবাইল তৈরি করতে পারে স্বাবলম্বী ভাবে। তবে সবচে ভাল খবর
এই যে দেরিতে হোক তবু কিছু শুরু হয়েছে, এখান থেকেই বারতে বারতে আমরাও একদিন চিনের সমকক্ষ

হব। আর এভাবেই একদিন আমাদের দেশের কম্পানি গুলো বিদেসি কম্পানিদের সমকক্ষ হবে।
চমৎকার উপস্থাপনা...
তাই যেনো হয়, মামা !
 
আজ‌কে অ‌ফি‌সে আইসা দে‌খি‌ নেট নাই। মাত্র বাংলা‌লিং‌কে প্যা‌কেজ ভইরা এখন নেট ইউজ কর‌তে‌ছি।
আর কার কার নেটে সমস্যা আছে, হাত তোলেন...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top