What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (19 Viewers)

Status
Not open for further replies.
বর্তমান সরকারের Make in India Initiative এর পর Vivo, and Xioami ভারতে তাদের ফোনের
Assembling Unit খুলেছে, Samsung এর এসিয়ার সবচে বড় মোবাইল তৈরির কারখানা এখন
ভারতে, তাদের ভবিষ্যৎ প্রকল্পের মদ্ধে সবচে প্রথম LCD তৈরির কারখানা। Apple ভারত সরকারের
সাথে কথা চলছে তাদের কারখানা এখানে পুরো পুরি শুরু করতে, ( অল্প Assamble এখানে হচ্ছে)

শুরু হয়েছে তাই হবিষ্যতে আরও হবে, শুরু একদিন করতেই হবে নাহলে উন্নতি হবে কোথা থেকে?
এগুলো তো প্রায় সবই মাল্টিন্যাশনাল কোম্পানী !
আমি লোকাল কোম্পানীর কথা বলতে চাইছিলাম। যারা নিজেরা পন্য উৎপাদন করবে বিদেশী পন্যের মানের সাথে মিল রেখে। সেদিক দিয়ে তারা কেনো যে পিছিয়ে থাকছে সেটাই বুঝতে পারছি না। অথচ, বিদেশী কোম্পানীগুলো দেদারছে আমাদের মতো দেশে পন্য উৎপাদন করে খুব সহজেই তাদের সে পণ্য বাজারজাত করে যাচ্ছে...
 
আড্ডার আঠা আবার ছুটছে, হাহ হাহ হা

দীপু মামা, ঠুয়া নিয়া হাজির হন
বিষয়টা আমিও খেয়াল করছি...
সবাই কি এক সাথেই ব্যস্ত হয়ে পড়ছে নাকি !!
 
একটা যুদ্ধ শুরু হয়েছে, সেই রকম যুদ্ধ।
A Prince vs A Pirate, কে জিতবে কে যে
হারবে বলবে সেটা সময়, তবে আমাদের
কাজ সেই যুদ্ধ দেখা ও তার আনান্দ পুরো

মাত্রায় উপভোগ করা।
এইটা কোন যুদ্ধের কথা কইছেন, মামা ?
পাইসতে পারলাম না, মামা !!
 
এইটা কোন যুদ্ধের কথা কইছেন, মামা ?
পাইসতে পারলাম না, মামা !!


The Prince আমাদের জুবি মামা, আর The Pirate অর্থাৎ আমাদের মুরুভুমির জলদস্যু মামা।
হাজিরা খাতায় গিয়ে দেখেন রাত্রি ১১ঃ৫৯ মিনিটের পর কে কার আগে হাজিরা দিতে পারে
তার মদ্ধে চলছে এক সুন্দর যুদ্ধ, ফলাফল দেখবেন এই মাসের শেষে জখন আমাদের ছোটম

মামা ফলাফল প্রকাশ করবেন।
 
শুভ বিকাল।

সকাল থে‌কে প্রচন্ড ব্যস্ত।
আড্ডা ঘরের এই বেহাল দশা দেখেই বুঝতে পারছি আপনি সহ অপরাপর সবাইই হঠাত করে বেশী ব্যস্ত হয়ে পড়েছেন !
 
এগুলো তো প্রায় সবই মাল্টিন্যাশনাল কোম্পানী !
আমি লোকাল কোম্পানীর কথা বলতে চাইছিলাম। যারা নিজেরা পন্য উৎপাদন করবে বিদেশী পন্যের মানের সাথে মিল রেখে। সেদিক দিয়ে তারা কেনো যে পিছিয়ে থাকছে সেটাই বুঝতে পারছি না। অথচ, বিদেশী কোম্পানীগুলো দেদারছে আমাদের মতো দেশে পন্য উৎপাদন করে খুব সহজেই তাদের সে পণ্য বাজারজাত করে যাচ্ছে...


এটা আসলে সবচে বড় সমস্যা, আর এই সমসসার আসল কারন Technology, যেমন আমাদের দেশের
কম্পানি ছিল Micromax, কিন্তু তাদের কাছে স্মার্ট ফোন তৈরির কোন প্রযুক্তি বা পরিকাঠামো নাই, তাই
তারা বিদেস থেকে কোন ফোন নিয়ে সুধু নিজেদের নাম ছেপে এই দেশের বাজারে বিক্রি করত, আর এই
কারনে আজকের বাজারে তারা হারিয়ে গেছে। কিন্তু যেমন সেমসাং তাদের এল সি ডি তৈরির কারখানা
খুলছে, এরকম আরও কিছু কম্পানি যদি তাদের কারখানা খুলে দেয় যেমন সেমসাং এর RAM চিপ, বা
Foxconn er PCB বা Sony Camera Module, তাহলে দেশিও কম্পানি তাদের থেকে কাঁচামাল বা সেই
সকল Component নিয়ে দেসেই পুরো মোবাইল তৈরি করতে পারে স্বাবলম্বী ভাবে। তবে সবচে ভাল খবর
এই যে দেরিতে হোক তবু কিছু শুরু হয়েছে, এখান থেকেই বারতে বারতে আমরাও একদিন চিনের সমকক্ষ

হব। আর এভাবেই একদিন আমাদের দেশের কম্পানি গুলো বিদেসি কম্পানিদের সমকক্ষ হবে।
 
বাংলাদেশে লাইনে দাঁড়িয়ে কে কবে কাউন্টারে পৌছাতে পেরেছিল সে অতীত ইতিহাস।
তারপরেও তো চারিদিকে লাইনের কোনো অভাব নেই !
কিছু হলেই লাইন দিয়ে দাঁড়াতে হয় !
 
মোবাইল এক্সসরিজের ক্ষেত্রে এই এক সমস্যা।
অরিজিন্যালটার হুবহু আর পাওয়া যায় না। চাই কি সেটা ব্যাটারীই হউক কিংবা ইয়ারফোন।
আর টাচপ্যাডের বেলায় তো এর ধারে কাছেও যাওয়া যায় না।
ইদানিং আবার চার্জার নিয়ে এমন একটা সমস্যায় পড়তে হচ্ছে। কোনো মতেই সেটের সাথের চার্জারের মতো চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না !!


হুম, সেটাই আমিও বলছিলাম, অরিজিন্যালটার হুবহু অনেক দূর, তাদের সমকক্ষ পাওয়াও দুস্কর হয়ে পরে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top