What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (12 Viewers)

Status
Not open for further replies.
আগের রাতে পরোটা বানানো হয় না, রুটি বানানো হয়। পরোটা খাইলে গরম গরম বানায় দেয়।

পান্তার লোভ যখন লাগাইছে, তখন খাওয়ানো লাগবোই। কোনা ছাড়ন নাই।
রাতে বানিয়ে রাখা পরোটাও কিন্তু পরদিন সকালে খেতে খুব একটা খারাপ লাগে না।
খেয়ে দেখতে পারেন।
বেশ সফট থাকে... সবজি আর ডিম দিয়ে খেতে ভালোই লাগার কথা !
সেই সাথে এক কাপ কড়া কফি...
 
মূর্খ আবার সাব দেইখা বুঝে কেমনে !! যুবি মামা আর মনি মামা কিছু কন না ক্যারে?
এই দেখো কারবার !
এর জন্য আবার মনি, যুবিদের ডাকতে হয় নাকি !
মূর্খ্য দেইখ্যাই তো পজ করে ডিকশনারী ঘাইট্যা তার বঙ্গানুবাদ বাইর করি। এই কারনেই তো ছবি দেখতে এতো সময় লাগে...
 
এলাকার লোকেরে গুল্লি মারতে কন, আর নিজের মনেরে ম্যাশিন লাগাইতে কন। দেখবেন দুই দিনে উনি সুস্থ্য হয়ে সবার সাথে খুশি মনে মিশতে শুরু করেছে।
একমত !
এসব ক্ষেত্রে মানসিক দৃঢ়তা দ্রুত রোগমুক্তিতে সহায়ক হয়।
মানসিক শক্তির চাইতে বড় কোনো ওষুধ নেই !
 
এই কিছুক্ষণ আগে এলাকার এক ছোট ভাই এসেছিলো আমার সাথে দেখা করার জন্য। অনেকদিন তার সাথে দেখা নেই। প্রায় বছর দশেক তো হবেই। বেশ কাছ ঘেসেই বসতে চেয়েছিলো। বসার পর আমি নিজে থেকেই একটু দূরে সরে বসেছি। তাও সর্বোচ্চ ফুট তিনেকের মতো দূরত্বে বসেছিলো সে। মিনিট দশেক ছিলো। এর মাঝেই জানতে পারলাম, গতো সপ্তাহে সে দুবাই থেকে এসেছে। ভর্তস্না করে বললাম, তোমার তো কম করে হলেও দিন পনেরো কোয়ারেন্টাইনে থাকা উচিৎ ছিলো। এভাবে ঘোরাফেরা করছো কেনো ? সে জানালো, দুবাই থেকে তাদের সবাইকে পরীক্ষা করেই নাকি পাঠিয়েছে। দেশে আসার পরও নাকি পরীক্ষা করেছে। দেশে কিভাবে পরীক্ষা করেছে জানতে চাইলে সে বললো, তাপ মাপার মেশিন দিয়ে পরীক্ষা করেছে। এরপর আর তাকে বসে থাকতে দিলাম না। বললাম, আমার জরূরী কাজ আছে, সে যেনো দিন কয়েক পরে আসে...
এখন তো আমার ভয়টা বেশ বেড়ে যাচ্ছে... যদিও কোন হাঁচি -কাশি সে দ্যায়নি। তবুও দূরত্বের বিচারে নিরাপদ দুরত্বে সে ছিলো না।
আমার জন্য দোয়া করবেন, মামা !
 
না, আমি ঢাকাইয়া।

না বুঝার কি আছে? বাও কি তেও মানে হলো বারো কি তেরো।
What the Hell. 12 ki 13 mane?? 🙄🙄🙄 ekto clear kore sotto bolen.
ঐটা যে মিথ্যা ছিলো সেইটা আপনে বুঝলেন ক্যামতে !!
 
Oi sukh bolte physical sukh bojaichi
ও আচ্ছা, সেটাতো ফোরামের বাইরে সম্ভব।
Ha koren giye ato sokh thakle. Ato cahida thakle
এই ব্যাপারে দীপু মামার চাহিদার অভাব নেই।
যদি আপনি সাড়া দ্যান ! হে হে হে...
 
পাঁচ হাজারের জায়গায় পঞ্চাশ হাজার বানাইয়া লইলেও কেউ কিছু কওনের নাই।
আমার ভাগিনায় উনিশ দিন আগে স্যাম্পল জমা দিছে। জমা দেয়ার পর থেকে গতোকাল পর্যন্ত বাসায় আইসোলেশনে ছিলো। ইতিমধ্যে সামান্য শুকনো কাশি ছাড়া বাকি সব উপ্সর্গ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তার ধারনা ছিলো সে করোনায় আক্রান্ত না। কিন্তু শেষ পর্যন্ত আজ রিপোর্ট আসছে সে পজেটিভ। এখন তার মাঝে তেমন কোনো উপসর্গই নেই। যেহেতু কুড়িদিন পার হয়ে গেছে, আমরা তাকে পরামর্শ দিলাম আবারো স্যাম্পল জমা দেয়ার জন্য। যদি নেগেটিভ আসে, তবেই নিশ্চিন্ত। কিন্তু কিছুতেই স্যাম্পল জমা দিতে পারলো না। কর্তৃপক্ষের এক কথা, আক্রান্ত হয়েছে যারা তাদের স্যাম্পলই নেয়া শেষ করতে পারি না, ভালো হয়েছেন কিনা সেটার স্যাম্পল নেয়ার তো প্রশ্নই আসে না !!
এখন তার কি করা উচিৎ ?
কিভাবে আমরা নিশ্চিত হবো যে সে করোনা নেগেটিভ ?
কিংবা সে আদৌ নেগেটিভ হয়েছে কিনা সেটা বুঝবো কিসের মাধ্যমে ? !!




সরকারী হিসাব % এর মাদ্ধমে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top