What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (7 Viewers)

Status
Not open for further replies.
বুঝলেন, মনি মামা
এদের রকম সকম বুঝা দায়

বাচ্চারা উঠে একটু পড়াশোনা করুক, সেটাতেও দেখি কেউ কেউ কিসের জানি ইশারা সংকেত দেখে ফেলে
আগে তো অন্য কিছু বুঝি নাই !
তাহলে এর মাঝেও অন্য কিছু ছিলো ?
এখন তবে বুঝতে হবে !!
 
জি মামা, আমিও, আপনি কি Hostel মুভিটি দেখেছেন?? যদি না দেখে থাকেন একবার দেখতে পারেন।
তবে বিধি সম্মত সতর্কীকরণ, দুর্বল হৃদয় ও শিশুদের এই ছবি দেখানো উচিৎ নয়, তারপর বুঝবেন আমার
কথাটির মানে। হরর মুভি দেখেছি অনেক, কিন্তু "Gore" মুভি আমি পছন্দ করি না।


A Serbian Film (Serbia, 2010)


Cannibal Holocaust (USA, 1980)


Hostel (USA, 2005)


The Human Centipede series (Netherlands, 2009 - 2011)


I Spit On Your Grave series (USA, 2010-2013)


Cannibal (Germany, 2006)


আরও আছে, এর মদ্ধে কিছু আমি দেখেছি, তাই আর ইচ্ছে করে না মামা।
উল্লেখিত তালিকার প্রায় সব ছবিই আমার দেখা শুধু "I spit On Your Grave" ছবিটি দেখিনি। এর মাঝে Cannibal Holocaust ছবিটি হলের বড় পর্দায় দেখার অভিজ্ঞতা আছে। যদিও ছবিটিকে ঠিক হরর ছবি বলা যাবে না !
তালিকা দেয়ার জন্য ধন্যবাদ, মামা।
 
আমি মামা নির্জনের বাইরে যাই ও না, খবর ও রাখি না, তবে মামার
গোচরে যখন এসেছে, তার মানে বিষয়টি দেখার মত হবে অবশ্যই।
দেখার মতো কিছু না। আগে ছিলো আবার এসছে...
হয়তো আবার কিছুদিনের মাঝেই ভ্যানিশ হয়ে যেতে পারে...
 
আপনি তারাতারি সুস্থ হয়ে উঠুন ঈশ্বরের কাছে নিবেদন রইল আমার তরফ থেকে।
আপনি নিজেও একটু সচেষ্ট হন চারিপাশের পরিস্থিতিতে দুরভাবনা না করে পসিটিভ
চিন্তা করুন, দেখবেন অনেক তারাতারি সুস্থ হবেন আশাকরি।
রানী খালার কি অসূস্থ্যতা সেটা জানতে চাইলেন না !!
 
আমার ফোরাম জগতে গমনের একটা বিশেষ কারন ছিল এই " লাল গল্প"।
তখন বয়স ছিল অনেক কম, জিনিস ছিল দুষ্প্রাপ্য। তাই সেই নিসিদ্ধ মজার
টানে আসতাম ফোরামে, এখন আর ওই পারায় যাই না। কারন এখন বয়স
অল্প বেরেছে, আর বেরেছে সহজলভ্যতার সিমানা। কোথায় ছিল সেই ২ এম্বির

3gp আর এখন কোথায় ২ জিবির 4K UHD। নিজেরি অনেক সময় অবাক লাগে।
আমার কাছে কিন্তু এখনো বেশ কিছু সেই 3gp ক্লিপ আছে... হে হে হে...
 
রানী খালার কি অসূস্থ্যতা সেটা জানতে চাইলেন না !!


আপনাদের সাথে খালার কথা বার্তায় যা যানতে পারলাম সেটি হল, রানি খালার
ঘরে নতুন অতিথির আগমন ঘটবে খুব শীঘ্রই, আর এই সময়ে সাস্থের কিছু অদল
বদল হয় সেটাও সাভাবিক। সেই ধরনের কিছু হবে আর কি। তাই আমার মতে
এখন মানসিক সুস্থতা অনেক বেশি দরকারি। সারিরিক সুস্থতার জন্য ডাক্তার ও

ওষুধ এর সাহায্য থাকলই, তাই না মামা।
 
মামা ওইটা রেড টমেটো না, ওইটা পচা টমাটো।
আপনাদের ওখানে কি পঁচা টমেটু নামে কোনো রেস্টুরেন্ট আছে নাকি !
রেড টমেটু আমাদের এখানকার (ঢাকার ) বিখ্যাত একটা রেস্টুরেন্ট !!
 
আমার কাছে কিন্তু এখনো বেশ কিছু সেই 3gp ক্লিপ আছে... হে হে হে...


জি মামা, আমারও, কি আর করি বলুন, অইগুলাও আমাদের একপ্রকার নস্তালজিক সৃতির অংশ কি না। হে হে হে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top