জি মামা, আমিও, আপনি কি Hostel মুভিটি দেখেছেন?? যদি না দেখে থাকেন একবার দেখতে পারেন। তবে বিধি সম্মত সতর্কীকরণ, দুর্বল হৃদয় ও শিশুদের এই ছবি দেখানো উচিৎ নয়, তারপর বুঝবেন আমার
কথাটির মানে। হরর মুভি দেখেছি অনেক, কিন্তু "Gore" মুভি আমি পছন্দ করি না।
A Serbian Film (Serbia, 2010)
Cannibal Holocaust (USA, 1980)
Hostel (USA, 2005)
The Human Centipede series (Netherlands, 2009 - 2011)
I Spit On Your Grave series (USA, 2010-2013)
Cannibal (Germany, 2006)
আরও আছে, এর মদ্ধে কিছু আমি দেখেছি, তাই আর ইচ্ছে করে না মামা।
Stream সাইটে কয়েকটা বাংলা মুভি দেখলাম, যেমন কণ্ঠ, ক্রিস ক্রস, "জয়া আখতার" আপুর অভিনয়
খুব ভাল লাগল, যানতাম না উনি অইপার বাংলার অভিনেত্রি। বাংলায় এখানে একজন আছেন "সোহিনী সরকার" ওনার ছবি গুলিও দেখার মত। অনেক উঁচু দরের অভিনেত্রি। আপনিও দেখতে পারেন।
আপনি তারাতারি সুস্থ হয়ে উঠুন ঈশ্বরের কাছে নিবেদন রইল আমার তরফ থেকে। আপনি নিজেও একটু সচেষ্ট হন চারিপাশের পরিস্থিতিতে দুরভাবনা না করে পসিটিভ চিন্তা করুন, দেখবেন অনেক তারাতারি সুস্থ হবেন আশাকরি।
আমার ফোরাম জগতে গমনের একটা বিশেষ কারন ছিল এই " লাল গল্প"। তখন বয়স ছিল অনেক কম, জিনিস ছিল দুষ্প্রাপ্য। তাই সেই নিসিদ্ধ মজার
টানে আসতাম ফোরামে, এখন আর ওই পারায় যাই না। কারন এখন বয়স
অল্প বেরেছে, আর বেরেছে সহজলভ্যতার সিমানা। কোথায় ছিল সেই ২ এম্বির 3gp আর এখন কোথায় ২ জিবির 4K UHD। নিজেরি অনেক সময় অবাক লাগে।