What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
মনেহয় আমাদের মাঝে একজন নতুন সম্ভাবনাময় একজন পোষ্টার আসছেন,
@O...12 মামা মনেহয় আগামির একজন ভাল Contributor হবে বোধ হচ্ছে।
ধন্যবাদ মামা। আপনাদের ভালোবাসায় এতোদূর আসতে পেরেছি।
 
Western Digital (WD20EZRZ) SATA 6Gb/s
Made in Thailand. (10 may, 2019 )
সরাসরি পিসির সাথে যুক্ত করে সাটা ক্যাবলের মাধ্যমে। তেমন গরম হচ্ছে না, মামা। খুব স্বাভাবিক গরম হচ্ছে। যেরকম গরম ছিলো আমার প্রাথমিক ডিস্কটা সেরকমই বা তার চেয়ে কিছুটা কম।


হুম, Western Digital এর ওয়েবসাইট হিসাবে এটি WD Blue 2TB 3.5" 5400RPM Sata 6Gb/s
আমার মনেহচ্ছে এটি আপনার নতুন HDD টির সমস্যা, 5400 RPM HDD ডাটা রাইট স্পিড
এমনিতেই অনেক কম 7200RPM (Normal HDD) এর তুলনায়। সাধারনত ল্যাপটপের HDD
গুলো 2.5" 5400RPM এর হয়ে থাকে, তাই ল্যাপটপ সাধারনত ডেক্সটপ তুলনায় স্লো চলে।
যদি সম্ভব হয় ( যেহেতু নতুন কিনেছেন তাই) তাহলে যেখান থেকে কিনেছেন তাদের বলুন
এটা বদলে অন্য মডেল দিতে। আসলে কি হয় এই ধরনের HDD গুলতে একটা Cache Memory
থাকে স্পিড বাড়ানোর জন্য, যতক্ষণ সেই Cache Memory না ভরে ততক্ষন একটা বেশি স্পিড
সমেত সুরুর স্পিড টা পান, তারপর HDD নিজের যেই সাধারন স্পিড সেই স্পিড এ চলে আসে।
আর এই 5400 RPM এই ধরনের 2TB 4TB HDD এর মদ্ধে বাবহারের কারন Reliable Data Storage
যাতে HDD সহজে Crash না হয়।
Capture.jpg


যদি আমার ধারনা ঠিক হয় তবে HDD বদলে অন্য একটা নিন, আর সবচে বড় ব্যাপার যেহেতু
আমি নিজে সেটি দেখতে পাচ্ছি না, তাই এর থেকে বেশি কিছুই আমি হয়ত করতে পারব না।
যদি সম্ভব হয় তবে মামা একজন ভাল কাওকে ডেকে, বা যাদের থেকে HDD টা নিয়েছেন তাদের

ডেকে একবার বিষয় টি দেখান, তারা কি বলেন।
 
হুম, Western Digital এর ওয়েবসাইট হিসাবে এটি WD Blue 2TB 3.5" 5400RPM Sata 6Gb/s
আমার মনেহচ্ছে এটি আপনার নতুন HDD টির সমস্যা, 5400 RPM HDD ডাটা রাইট স্পিড
এমনিতেই অনেক কম 7200RPM (Normal HDD) এর তুলনায়। সাধারনত ল্যাপটপের HDD
গুলো 2.5" 5400RPM এর হয়ে থাকে, তাই ল্যাপটপ সাধারনত ডেক্সটপ তুলনায় স্লো চলে।
যদি সম্ভব হয় ( যেহেতু নতুন কিনেছেন তাই) তাহলে যেখান থেকে কিনেছেন তাদের বলুন
এটা বদলে অন্য মডেল দিতে। আসলে কি হয় এই ধরনের HDD গুলতে একটা Cache Memory
থাকে স্পিড বাড়ানোর জন্য, যতক্ষণ সেই Cache Memory না ভরে ততক্ষন একটা বেশি স্পিড
সমেত সুরুর স্পিড টা পান, তারপর HDD নিজের যেই সাধারন স্পিড সেই স্পিড এ চলে আসে।
আর এই 5400 RPM এই ধরনের 2TB 4TB HDD এর মদ্ধে বাবহারের কারন Reliable Data Storage
যাতে HDD সহজে Crash না হয়।
Capture.jpg


যদি আমার ধারনা ঠিক হয় তবে HDD বদলে অন্য একটা নিন, আর সবচে বড় ব্যাপার যেহেতু
আমি নিজে সেটি দেখতে পাচ্ছি না, তাই এর থেকে বেশি কিছুই আমি হয়ত করতে পারব না।
যদি সম্ভব হয় তবে মামা একজন ভাল কাওকে ডেকে, বা যাদের থেকে HDD টা নিয়েছেন তাদের

ডেকে একবার বিষয় টি দেখান, তারা কি বলেন।
আমারটা "WD BLUE". বদলে নিতে গেলে অনেক ঝামেলা। এটা বেশ কিছুদিন আগের কেনা। কোত্থেকে কতো দিয়ে যে কিনেছিলাম সেটাই এখন আর মনে নেই। তাছাড়া ইতিমধ্যে সেটা প্যাক খুলে দুইশ জিবির মতো ফাইলও ট্রান্সফার করে নিয়েছি। থাক, না হয় কস্ট করে অল্প অল্প করে ফাইল ট্রান্সফার করে নেবো। ভালো খবর তো সেটা যে এই ডিস্কের স্পীড কম থাকার কারনে ক্র্যাশ করার সম্ভাবনা কম। এটা তো আমি নিয়মিত ব্যবহার করবো না। অনেকটা পোর্টেবল হার্ড ডিস্কের মতো কিছুদিন পর পর ফাইল ট্রান্সফার করে করে আবার রেখে দেবো।
সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 
কিছু বলার নেই মামা। আমাদের উপর মহল নিজেদের যে বিবেক-বুদ্ধি আছে সেটা ভুলে গেছে। তারা বানর এর মতো অনুকরণ প্রিয় হয়ে গেছে।
এটা আসলেই বেশ দুঃখজনক...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top