What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (17 Viewers)

Status
Not open for further replies.
হুম
এইটা এতদিন করা হয় নি
এবার সেটাও শুরু করে দিলাম
অলরেডি Along came spider চালিয়ে দিয়ে আড্ডায় চলে এলাম


আমার আবার মামা নতুন এক সখ ধরেছে, নতুন মুভি দেখতে আজকাল Projector একটু বেশি ব্যবহার করছি।
 
কে কোথায় আছিস,
এই দুষ্টু ছেলেটাকে থামা।

মিষ্টি ছেলে মিষ্টি ছেলে
মামার বাড়ী যাও;
যাবার বাহন আছে তোমার
মন পবনের নাও...
মামী করেন দারুন রান্না
মজা করে খাও;
দুষ্ট মামা আসলো বাড়ী
পালাও পালাও...
 
Last edited:
জি না মামা,

মানবিওতা আমার যথেষ্ট পরিমান আছে।
আর জান্ত্রিকতা নেই কিন্তু প্রযুক্তি আছে প্রচুর পরিমান।

তবে বলি মামা, বিশ্বাস অবিস্বাস সম্পূর্ণ আপনার নিজের।
স্কুল জীবনে কখনো ক্লাস এ প্রথম হই নাই, তবে কখনো প্রথম ১০এর বাইরেও যাই নাই।
কিন্তু সেই সময়ে স্কুলের পরার পাশাপাশি প্রথমে স্কুলের পাশের গ্রন্থাগারের সব বই পরা
শেষ করে তারপর আমার সহরের আরও ৩ টে, মোট ৪ টে লাইব্রারি পরে শেষ করেছিলাম।
এবং আরও নতুন বইএর তাগিদে নেট এ হানা দিয়ে প্রচুর এ-বুক পরেছি, সেগুলোর সংগ্রহ
এখনো আছে।
স্কুলের পর আর কলেজ পরতে পারি নি, তখন সিখি কম্পিউটার ও মোবাইল এর সফটওয়্যার
ও হার্ডওয়্যার এর কাজ, যা এখন করি। আর বর্তমানে আমি জোতটুকু কাজ এই বিসয়ে জানি
আমার থেকে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই আমার ধারে কাছে আসে না ( বিষয়টা
আপনি কিছুটা লক্ষ করেছেন হয়ত আমার কিছু পোস্ট এ) আর ইন্টারনেট আমি চিনি এক
বন্ধুর পর্ণ দেখার নেসায়, কিন্তু কিছুদিনে সেই ইন্টারনেট আমার এক বিশেষ বন্ধুতে পরিনত
হয়েযায়। বর্তমানে আমার গতিবিধি বলতে পারেন ইন্তেরনেতের সকল স্তরেই কম বেশি
বিদ্যমান। হয়ত এর কারন আমার মগজ একটু বেশি সক্রিয়। তাই হয়ত অনেক কঠিন বিষয়
আমার কাছে অনেক সোজা ভাবে ধরা দেয়। তবে এতাও আমি ভাবি না আমি আবার সব জান্তা
এই যেমন Programing বিষয়টা অনেন চেষ্টার পর আজো আয়ত্তে আনতে পারি নি, আর একটা

বিষয় হল DTP ও Designing এটাও আমার দারা হয় না।


আমার নিজেরই ৩০০০ এর উপরে বইএর লাইব্রেরি আছে
কিন্তু এখন আর অত পড়ার ধৈর্য্য থাকে না
তাও প্রতি বছর নিয়ম করে বই কিনি
বিবি পড়ে, ছেলে পড়ে, মেয়ে অত পড়ে না
আর আমি একটা বই হাতের কাছেই রাখি, মন চাইলে পাতা উল্টাই। কিন্তু পড়ার ধৈর্য্য, তার চেয়েও বড় কথা, মানসিক স্থিরতা পাই না

কম্পিউটারে আমার জ্ঞান, শিক্ষা সবই হাতুড়ে, নিজে নিজে শেখা
কিভাবে যেন কিবোর্ডে হাত চলে বেশ দ্রুত

ডবল ডিসপ্লে জীবনে চালাই নি
কিন্তু আজ আপনার কমেন্ট পড়েই চেষ্টা করলাম, হয়েও গেল
ইভেন কোন হেল্প (ইউটিউব বা গুগল) ্নিতে হয় নি

কিন্তু টর, ডার্ক - আগ্রহ থাকলেও গুরুর অভাবে শেখা ঢোকা কোনটাই হয় নি
যদিও গোপন ইচ্ছাটা মনের গভীরে আছে বলেই আমার ধারণা
 
আমার আবার মামা নতুন এক সখ ধরেছে, নতুন মুভি দেখতে আজকাল Projector একটু বেশি ব্যবহার করছি।

হাহ হাহ হা
প্রজেক্টরও একটা কিনেছি
কিন্তু পর্দা সেট করেছি ড্রইং রুমের ছাদে
সমস্যা হলো, ঘর পুরো অন্ধকার না হলে মুভি দেখে মজা পাই না
আর বাচ্চা কাচ্চার ঘরে ঘর পুরো অন্ধকার পাওয়া খুবই মুশকিল
একমাত্র বাসার সবাই বেড়াতে গেলেই সেই সুযোগ পাই
তবে সেট-আপ করাই থাকে, পেন ড্রাইভ লাগানোই থাকে, পাওয়ার দেয়াই থাকে
শুধু অন করে প্লে করার অপেক্ষা
 
আমার নিজেরই ৩০০০ এর উপরে বইএর লাইব্রেরি আছে
কিন্তু এখন আর অত পড়ার ধৈর্য্য থাকে না
তাও প্রতি বছর নিয়ম করে বই কিনি
বিবি পড়ে, ছেলে পড়ে, মেয়ে অত পড়ে না
আর আমি একটা বই হাতের কাছেই রাখি, মন চাইলে পাতা উল্টাই। কিন্তু পড়ার ধৈর্য্য, তার চেয়েও বড় কথা, মানসিক স্থিরতা পাই না

কম্পিউটারে আমার জ্ঞান, শিক্ষা সবই হাতুড়ে, নিজে নিজে শেখা
কিভাবে যেন কিবোর্ডে হাত চলে বেশ দ্রুত

ডবল ডিসপ্লে জীবনে চালাই নি
কিন্তু আজ আপনার কমেন্ট পড়েই চেষ্টা করলাম, হয়েও গেল
ইভেন কোন হেল্প (ইউটিউব বা গুগল) ্নিতে হয় নি

কিন্তু টর, ডার্ক - আগ্রহ থাকলেও গুরুর অভাবে শেখা ঢোকা কোনটাই হয় নি
যদিও গোপন ইচ্ছাটা মনের গভীরে আছে বলেই আমার ধারণা


জি মামা, খুবি ভাল লাগল আপনার বইএর সংগ্রহের কথা যেনে,
এখনকার সময়ে বই পরা লোকের খুব অভাব মামা, বিশেষ করে
বাংলা বই, এখন দেখি কিছু teenager হাতে গোনা ২-৪ টা ইংলিশ
বই পরেই বিদ্দান হয়ে যায়।

আমিও মামা নিজে হাতে কলমে সেখা মামা, BCA-MCA আর কই করার
সুযোগ পেলাম মামা, পরিস্থিতি আমাকে এই কাজ সেখায় মামা, তবে নিজেকে
হাতুড়ে বলব না, কর্ম ক্ষেত্রে যথেষ্ট সন্মান পাই মামা।

হা হা হা, ডবল ডিসপ্লে খুবি খুবি সোজা, করেছেন যখন তখন দেখেছেন নিজেই।
আসলে অনেকের হাতের কাছে দিতিও মনিটর থাকে না এই যা।

আর মামা, ওইটা বাদ দেওাই শ্রেয়। ইউটিউব এ যত গল্প শুনেছেন টা আসল
যায়গায় কোন মিল পাবেন না, আর সত্যি বলতে আমিও যতটুকু টর ব্যবহার
করেছি তা সবি নিজেই খুজে বের করেছি। ওখানের কমুনিটি অন্য মামা,
সবচে মজার কথা হল সব সাইট ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই বা তার
ঠিকানা পালটায় নিত্য। আর যা আছে তা সবার জন্য না।
আমার মতে যত দূরে থাকেন ততই মঙ্গল।
 
হাহ হাহ হা
প্রজেক্টরও একটা কিনেছি
কিন্তু পর্দা সেট করেছি ড্রইং রুমের ছাদে
সমস্যা হলো, ঘর পুরো অন্ধকার না হলে মুভি দেখে মজা পাই না
আর বাচ্চা কাচ্চার ঘরে ঘর পুরো অন্ধকার পাওয়া খুবই মুশকিল
একমাত্র বাসার সবাই বেড়াতে গেলেই সেই সুযোগ পাই
তবে সেট-আপ করাই থাকে, পেন ড্রাইভ লাগানোই থাকে, পাওয়ার দেয়াই থাকে
শুধু অন করে প্লে করার অপেক্ষা


আমার টা হালে কেনা, তাই ঘুটঘুটে অন্ধকার করার দরকার পরে না, হাল্কা আলোর লাইটে
দিব্বি দেখা যায়, তাই বিশেষ অসুবিধা হয় না, আর আমি একা মানুষ একা আমার রুম।
তাই যখন খুসি লাইট অফ করে চালালেই হয়।
 
কবিতা হয়ে থাকলে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তে ডিস্টার্ব করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ... 😒

হাঃ হাঃ হাঃ...

গল্পটা এরকমও হতে পারে -
এক মহান কবি মামা এক যৈবতী কন্যা (সবিতা) কে ইমপ্রেস করার জন্য একান্তে নিয়ে গিয়ে ভালোবাসার কবিতা শোনাতে লেগে গেল...
নাম সবিতা হলেও সে আবার কবিতা পছন্দ করে না, তাই সে কোন এক অজুহাতে সেখান থেকে কেটে পড়ল...

(আপনাকে বলছি ভাইবেন না, অবশ্য মিলে গেলে কাকতাল মাত্র)... 😜 :LOL::ROFLMAO:
 
অন্ধ গলির একটা আসল কথোপকথন, আমার সাথে এক আগুন্তুকের।আমার বেস মজা লেগেছিল তাই রেখে দিয়েছিলাম।

""
16:46 - Random: hi

16:46 - You: hallo

16:47 - Random: hru

16:47 - You: fine, you?

16:48 - Random: great thx

16:48 - Random: what brings you here

16:48 - You: ha ha ha

16:49 - You: getting boared surfing normal web

16:49 - Random: where are you from

16:51 - You: hmm somewhere u would not belive

16:52 - You: you are???

16:52 - Random: tell me

16:53 - You: somewhere in India,

16:53 - You: and you??

16:53 - Random: i wont tell

16:53 - Random: i just found your location

16:54 - Random: i will hack you now

16:54 - You: Lol

16:54 - You: r u a hacker??? will you help me??

16:54 - Random: ofc

16:55 - You: really???

16:55 - Random: yes

16:55 - You: Actually i never found a real hacker

16:56 - You: its a real experiance man

16:56 - Random: this place is full of them

16:56 - You: may be, but i never found one

16:56 - Random: aight ask me anything

16:57 - You: so, how good are you in hacking???

16:57 - Random: the best

16:58 - You: if you really a hacker, then its a real honour for me, because I really respect them

16:58 - You: i think they are the people who really genious

16:59 - Random: are you a part of a cult or smt

16:59 - You: no man told you, a solo traveller, exploring the world a few people can get into

17:00 - Random: fine imma head out good luck for you around here

17:00 - You: surface net is boaring, dominating same old google facebook microsoft

17:01 - You: like today I found you, thats quite a thing

17:01 - You: so, can I talk to you latter?

17:01 - Random: i guess so

17:01 - Random: i dont think you can

17:01 - You: you have any chat or other mean you talk to people

17:02 - Random: no i dont give those away

17:02 - You: I really love a friend who really know the stuff

17:02 - You: look, I am really qurious man, no harm people,

17:03 - Random: still i wont give anything away on here this is the last time you will probably ever talk to me

17:03 - You: so sad,

17:05 - Random: eh

""
 
অনেক আগের সিঙ্গার আর এখনকার সিঙ্গারের মাঝে বেশ ফারাক আছে, মামা। এক সময় আমাদের দ্যশে ফ্রিজ বলতেই তো সিঙ্গার আর ক্যালভিনেটর ছিলো...
ফ্রিজের জগতে পরবর্তীতে Sharp বাজার পেয়ে গেছিলো অনেক
 
সবিতা
তোমায় নিয়ে লিখেছি একটা কবিতা

কবিতা, সে আবার কি? '
এক দিন না হয় শুনিও।

ভাল্লাগেনা? তবুও আমার কথা ভেবে
নিজেকে একটু মানিও।

নিজেকে পালটানো?
আমাকে দিয়ে হবে না কোন দিন।

তবুও ডার্লিং, একটু শোনো।
কবি হয়ে গেলে স্মরিবো আমি তোমার ঋণ।

যেদিন হবে,
দেখবো ভেবে
তার আগে কি লাভ বৃথাই খেটে।

তাহলে বরং খাতা নিয়েই বসি
তোমার কাছ থেকে পড়ি কেটে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top