What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (13 Viewers)

Status
Not open for further replies.
3 Stooges এ সবারই পছন্দের চরিত্র টাকমাথা কার্লি হাওয়ার্ড (Jerome Lester Horwitz), অনেকে বলে থাকে যে তার কারণেই সিরিজটা এতো জনপ্রিয় হয়েছিল কিন্তু ১৯৪৮ সালে তার হৃদরোগ জনিত কারণে সে সিরিজ থেকে বিদায় নেয় এবং বছর তিনেক পর তার অকাল মৃত্যু ঘটে, তার মৃত্যুর পর সিরিজ অনেকটাই খেই হারিয়ে ফেলে এবং জনপ্রিয়তায় ভাটা পরে, পরে তারই স্থলাভিষিক্ত হয় শ্যাম্প (Samuel Horowitz) যে কিনা তারই আপন বড় ভাই (তারা তিন ভাই. বড় Shemp, মেজো Moe, ছোট Curly). বেশ কবছর সিরিজটাকে সে চালিয়ে নিয়ে যায় মও এবং ল্যারির সাথে কিন্তু সিরিজের জনপ্রিয়তা অনেকটাই ধস নামে কার্লির অভাবে যেটা তার বড় ভাই শ্যাম্প পূরণ করতে অনেকটাই ব্যার্থ হয়, অতঃপর ১৯৫৫ সালে শ্যাম্পও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়.
এরপর তার স্থলাভিষিক্ত হয় Joe besser (সিরিজের অন্য দুই চরিত্র মও এবং ল্যারি চেয়েছিলো যে সিরিজটা 2 Stooges নামে চলবে এখন থেকে কিন্তু এব্যাপারে কর্তৃপক্ষের সাথে তাদের বনিবনা হয়নি যে কারণে Joe এর আগমন) কিন্তু সে একেবারেই বেমানান প্রমাণিত হয় সিরিজের চরিত্রে যার কারণে বছরখানেকের ভেতরেই কে বদলাতে বাধ্য হয় কর্তৃপক্ষ.
এরপর আসে ডেরিটা (Joseph wardell), তার চরিত্রের নাম দেয়া হয় কার্লি ডেরিটা কারণ সেই টাকমাথা Curly এর চরিত্রটাকে অনেকটাই ফুটিয়ে তুলতে সক্ষম হয় অবশেষে এবং সিরিজের জনপ্রিয়তা অনেকটাই আবার ফিরে আসে তার কারণে, সে সম্পূর্ণভাবে কার্লির চরিত্রটা না আনলেও অনেকটাই দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হয়, আর দর্শকেরাও হয়তোবা তাদের প্রিয় Curly কে খুঁজে নিচ্ছিলো Derita এর ভেতরে যে কারণে Moe, Larry, Derita শেষ পর্যন্ত তিনজনই বহাল থাকে সিরিজে.
আপনার কল্যাণে অনেক কিছুই জানতে পারলাম, মামা।
কিন্তু শেষ পর্যন্ত এরকম জনপ্রিয় একটা সিরিজ বন্ধ হয়ে গেছিলো, কেনো, মামা ?
 
আপনি কন - মাইরালাইছে
আমি শুনি - মাইখালাইছে
বাথরুমে যাইয়া কাপড় না তুললে তো মাখামাখি কিছু একটা হিইয়াই যাইতে পারে... হে হে হে...
 
গ্লাভস এর নাম শুনেন নাই
এই করোনা কালে খুব প্রচলিত বস্তু
সিলিকনের গ্লাভসের সাথে লুব্রিকেন্ট লাগিয়ে নিয়েছিলেন তো !
 
যাক, ইদের চাঁদের মতন বহুদিন পর ইদ উপলক্ষে রুবি খালার আগমন এই আড্ডা ঘরে।
আপনাকেও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
যথার্থই বলেছেন, মামা !
 
বেস বলেছেন মামা, নতুন করে সুনে আবার আনন্দ পেলাম,
তবে লিঙ্গ নিয়ে নতুন কি আবিস্কার হল, তার আপডেট পাবার
অপেক্ষায় থাকলাম মামা।
অপু মামা এবার আমাদের ক্লিব লিঙ্গ আবিস্কারের গল্প বলবেন !
 
সেখানে তো না গিয়েও উপায় নেই 😕
ঈদ ভাঙ্গা বাজারে লোকজন কম থাকবে আশা করে আজ একটু বাজারে এসেছিলাম !
বাজারে লোকের সংখ্যা আসলেই কম !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top