What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (7 Viewers)

Status
Not open for further replies.
আসসালামুয়ালাইকুম।
রোজকার মত নিজের সময়ে এসেছিলাম দেখলাম ফোরামের দরজা বন্ধ।
কিছুক্ষন পর পর দু'দুবার করে ফিরে যেতে হল।
হতাশ মনে ঘুমাতে যাবার আগে এসে দেখি দরজা খোলা।

আশা করি ভালো আছেন সবাই।
দোয়া করি সবাই ভালো থাকেন।

মসজিদে যাবার বিষয়ে আরন মামার সিদ্ধান্ত ভালো লাগল।
সাবধান থাকতে হবে।
লকডাউনের সময় যে খুতবার উদাহরণ আলেমরা দিয়ে ছিলেন সেটা তাঁরা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে বিশেষ করে যখন আমাদের করোনা আক্রান্ত হবার ঊর্ধ্বমুখী গতির সময়ে সেটা বুঝলাম না।
আলহামদুলিল্লাহ !
আল্লাহর মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
বুঝতেছি না, সমাজের কিছু সংখ্যক লোক ছাড়া বেশীরভাগ লোকেরই মাথাটা এভাবে আওলাইয়া যাইতেছে ক্যান ?
তাদেরকে আর কিভাবে দেখালে তারা দেখতে পাবে যে, দেশের অবস্থা দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে...
এখনই টেস্ট করার সুযোগ পাচ্ছে না বেশিরভাগ লোক।
আর কিছুদিন পরে তো টেস্টই আর থাকবেনা !!
 
তখন পাবনা পলিটেকনিকে পড়ি ২০০০-২০০১ সালের দিকের ঘটনা।
যেহেতু হলে না থেকে মেসে থাকি, সেহেতু শুধু পলিটেকনিকের ছাত্ররাই নয় আরো দুতিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও আমাদের সাথে থাকত। আর মৌসুমি কিছু ছাত্র আসত যাদের বয়স ওই সময় আমাদের থেকে অন্তত দশ-পনের বছরের বেশি। কারো কারো মাথায় আবুল হায়াতের অর্ধেক স্টেডিয়াম। আসলে উনারা ছাত্র নয়, উনারাও শিক্ষক, এসেছে বিএড করতে। কিন্তু আমাদের মত বিটকেলদের সাথে থাকতে থাকতে শিক্ষকতা ভুলে যেতেন, মেতে উঠতেন নতুন ছাত্রত্য পাওয়ার আনন্দে। সন্দ্যার পর বিদ্যুৎ চলে গেলে আসর যখন জমজমাট তখন তাদের হেড়ে গলার দুঃখের গানও শোনা যেত মজা করে। ভুমিকা তো দিলাম, এখন এই পোস্টের বিপরিতে কেন এসব লিখছি, সেটাও তো বলতে হবে নাকি?
আমাদের যাদের বাড়ী জেলার ভেতরে তারা মোটামুটি সপ্তাহের শেষ দিন ক্লাস শেষ করতে শুধু বাঁকি থাকত বাড়ী যেতে দেরি হত না। যারা এমন করে চলে যেত তাদের আমরা আধা মেয়ে মানুষ বলতাম। কিন্তু এই মৌসুমি ছাত্ররা আসার পর আর সেই আধা মেয়ে মানুষ বলা সম্ভব ছিল না, কারন এরা প্রকৃত পুরুষ ছিল। বৃহস্পতিবার আসলেই এরা চলে যেত আপন বৌএর সাথে ইটিস পিটিস করতে। শনিবার সকালে ইনাদের ঘুমহীন ক্লান্ত চেহারায় তৃপ্তির পরশ দেখে হিংসেই হত।
তো এমনই এক বৃহস্পতিবার ... নামের এক শিক্ষক ভাই দুপুরের খাওয়া নাকে মুখে ঢুকিয়ে, আতর সুরমা লাগিয়ে মিটিমিটি হাসতে হাসতে মেস ত্যাগ করল শনিবার দেখা হবে বলে। আমরাও পেছন থেকে শীষ বাজালাম উনার ঘুমহীন আগামী রাতের শুভ কামনায়।
সন্ধার পর আমাদের অল্প কয়েকজনের আসর। ভাত-তরকারীর পাতিল, পুরনো বদনা আর পয়সার ব্যাঙ্ক নিয়ে চলছে আসর জমানো গান।
যাইছি... মাক্ষি গিরা গরম ত্যাল মে
হো... এইছা রেহনা পাড়েগা সেন্ট্রাল জেল মে।
হো... এইছা রেহনা পাড়েগা সেন্ট্রাল জেল মে।।
এরশাদ শিকদারের ওই সময়ের জনপ্রিয় গান...
আমিতো মরে যাব চলে যাব
রেখে যাব সবি
আছোস কী কেউ সঙ্গের সাথী
সঙ্গে নি কেউ যাবি
আমি মরেই যাব।
হঠাৎ অন্ধকারে ভুত দেখার মত চমকে উঠলাম, পেছনে আমাদের ... ভাই দাঁড়িয়ে। কি ব্যাপার ভাই কি হইছে? বাড়ি যেতে পারেন নি? পথে কোন সমস্যা হয়েছে? কোন দুর্ঘটনায় পড়েন নি তো? ভাই আমার নিশ্চুপ! কথা কয় না!
ঘন্টা খানিক পর আবিষ্কার হল, উনি ঘরের দরজায় লাল পতাকা দেখে আর কাল-বিলম্ব না করে সেই চাটমোহর থেকে আবার পাবনায় ফিরে এসেছেন।
আমাদের বটবৃক্ষ @monipuri মামার পোষ্টখানা সকাল সকাল দেখে আমার সেই প্রায় ২০ বছর আগের মজার স্মৃতি মনে পড়ে গেল। আমাদের সেই ভাই দরজায় তালা দেখে ফিরে এসেছিলেন আর এদিকে মনিমামা। ওইদিন যদি ওই ভাইও ঘুমাতে যাবার আগে আরেকবার ট্রাই মারতেন তাহলে হয়তো মনি মামার মত দরজা খোলাও পেতে পারতেন!!
পরের পংতিতে শুধু এটাই বলব, দোয়া জারি রাইখেন। মহান আল্লাহ্‌র ঘর তাওয়াফ করে এসেছেন, আমরা যেন বঞ্চিত না হই।
মসজিদের ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু নাস্তিকরা বসে আছে কখন মসজিদে যাওয়ায় করোনা হয়েছে সে সংবাদের আশায়।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।

সমস্যা নাই, নাস্তিকরা যখন মসজিদের কথা বলবে, তখন না হয় আমরা আস্তিকরা মার্কেটের কথা বলে দিবো...
 
শুভ সকাল
সবাই কেমন আছেন?

আমি কিন্তু কামলা দিতেয়াচি। ২৬ এপ্রিল থেকে ৮ মে (including 1st May)।

আচ্ছা ডে অফ টা কি?
আমারো আজকে কামলা দেয়ার কথা ছিলো।
শেষ পর্যন্ত অনিবার্য্য কারনে স্থগিত ঘোষনা করা হয়েছে...
 
না মামা, পোস্ট করা খুবি মুস্কিল হয়ে পরেছে।
ছবির লিঙ্ক পোস্ট করার পর অনেক সময় নিচ্ছে সেটি লোড হতে।
তারচে বর বিরক্তিকর পোস্ট করার সময় ছবির ওপর ক্লিক হলেই আবার
পিক টা নতুন করে বর হয়ে খুলছে, তারপর আবার তাকে বন্ধ করে আবার
স্ক্রল করে নিচে গিয়ে আবার লিঙ্ক পেস্ট করতে হচ্ছে। যা তা বিরক্তিকর হয়ে
দারিয়েছে। এভাবে পোস্ট করা অসম্ভব মামা। পোস্ট করতে ইচ্ছে করছে না আর।
কিছু একটা হয়েছে যেটা নির্জন মামা জানেন না !
ওনার কাছে সবকিছুই নাকি স্বাভাবিক আছে।
কি হতে পারে তবে ?
যুবি মামা, দীপু মামা, আপনারা কি ব্যাপারটা ধরতে পারছেন ?
পারলে ব্যাপারটা একটু নির্জন মামাকে জানায়েন...
 
আমারো আজকে কামলা দেয়ার কথা ছিলো।
শেষ পর্যন্ত অনিবার্য্য কারনে স্থগিত ঘোষনা করা হয়েছে...
মাঝেসাঝে কামলা খাটলে একঘেয়েমি লাগবেনা 😶
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top