বেশিরভাগ সময় আমি torrentz2.eu ব্যবহার করি কিন্তু ইউটিউবেও অনেক ছবি থাকে যা কিনা torrentz2 এ থাকেনা.অভ্যাস, মামা।
আমি কোনো ছবিই পারতপক্ষে ইউটিউব থেকে ডাউনলোড করি না।
ইউটিউবে আপলোড করা ছবির রেজুলেশন অনেক কম থাকে। অনেক ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ ছবি ডিলিট করে দ্যায় বলে ছবি এডিটও করে দিতে হয় ইউটিউবের টার্মের কারনে। এসব কারনে আমি টরেন্ট থেকে ছবি নামানোই নিরাপদ মনে করি...