আপনার আশঙ্কা গুলোকে খাটো করে দেখছিনা।
তবে তার চাইতে বড় দুশ্চিন্তার বিষয় হল আমাদের সঠিক অবস্থান জানার মত এবং করোনার বিরুদ্ধে যুদ্ধ করার মত সক্ষমতা অত্যন্ত কম।
আমরা যতটুকু চিহ্নিত করতে পারছি করোনা তার চেয়েও অনেক বেশী হারে সংক্রামণ করার সম্ভাবনা অনেক বেশী।
আর সেটাই সবচেয়ে বেশী ভয়ের।
বিশ্বময় এই অবস্থা যদি বছরখানেক বা তার চেয়েও বেশী সময় ধরে চলে, পরবর্তী সময়ে পুরো বিশ্বের লোকজন কি খাবে ? কৃষি নির্ভর দেশগুলোতে ইতিমধ্যেই আমাদের হাওড় এলাকার চাইতেও খারাপ অবস্থা সৃস্টি হয়েছে... দীর্ঘ সময় পাড়ি দেবার মতো শষ্য কি বিশ্বের কাছে আছে ? !!
আমি মনে করি এখানেও প্রশাসনের চরম ব্যার্থতা... বিশেষ করে দীর্ঘদিনের প্রহসনের বিচার ব্যবস্থার দরুন অন্যায়কারীদের শাস্তি প্রদানে সরকারের বিশেষ উদারতার সুযোগটা তারা এখনো পুরোদমে নিচ্ছে। এখনি যদি এর রাশ টেনে না ধরা হয়, তবে একসময় ভঙ্গুর নির্বাহী ব্যবস্থাপনা হুরমুর করে ভেঙ্গে পরবে...